মাউস পয়েন্টারের সাথে সাউন্ড শুনুন : ৫.২ কিলো বাইটের ফ্রি সফটওয়্যার!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

মাউস? ইঁদুর? ইঁদুর সমাজকে বিশেষভাবে সম্মান জানাতেই হয়তো এতো গুরুত্বপূর্ণ একটি কম্পিউটার ডিভাইসের নাম হল মাউস। ভার্সিটিতে যখন ছিলাম আমাদের কম্পিউটার ল্যাবের হুইল মাউসের বল খুলে ক্যাচ ক্যাচ খেলতাম। তখন অপটিক্যাল মাউসের তেমন প্রসার ছিলো না। ২টি বাটন ছিলো। মধ্যের বাটনটি ছিলো না। এখন তো মধ্যের বাটনের কত কাজ। মাউসের মধ্যের বাটন ধরে যে কোনো লিংক এ ক্লিক করলে একটি নতুন ট্যাবে পেইজটি ওপেন হয়।

যে সফটওয়্যারটি দিচ্ছি তাতে মাউস পয়েন্টার নড়ার সাথে সাথে ইঁদুর, চিকার ডাক অর্থাৎ ক্যাচর-ম্যাচর শোনাবে। পিচ্চি সফটওয়্যার তো আর যেহেতু ফ্রি ইন্সস্টল করে দেখুন ভালো লাগবে।

সাউন্ডি মাউস সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

DownLoad এ ক্লিক করুন।

ডাউনলোড করা ফাইটির উপর ডাবল ক্লিক করুন।

লোড হচ্ছে।

      Next> এ ক্লিক করুন।

ইন্সস্টল হচ্ছে।

কাজ শেষ। এবার এখান থেকে Start Only তে ক্লিক করুন।

আমার মনে হচ্ছে এই টিউনটি অনেকেই পছন্দ করবেন না। তারপরও তো একটি ফানি সফটওয়্যার!!! কেউ বানিয়েছে অনেক যত্ন করে। অনেক আশা করে। গান তো কতই শুনি সব গান কি মনে রাখি। তাই বলে যে গানটি অপছন্দের তার জন্য কি গীতিকার, সুরকারের কি মায়া কম ছিলো। সবাই চায় ভালো কিছু করতে। আমিও একের পর এক টিউন করে যাচ্ছি। ভাল মন্দের বিচারক আপনারা।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাফক বিনোদন । ব্যাফক মজা পাইছি ।

    @জ্ঞান-অন্বেষী: আপনার মজায় আমি ও মজে গেছি। আপনাকে ধন্যবাদ দেবো না। যারা মজা পাবেন তাদের জন্য ধন্যবাদ বন্ধ। হঠাৎ করে ধন্যবাদের স্টক ফুরিয়ে যাচ্ছে। স্টক থাকা পর্যন্ত টিউমেন্ট করুন। @–}–}–}——

ডাউনলোড দিলাম

Level 0

faltu akta ginis

    @mhasan31: আমারও তাই মনে হয়। তবে কারও কাছে তো ভালো লাগতে পারে। স্পষ্ট মতামত জানানোর জন্য ধন্যবাদ।

Level 0

faltu akta jinis mhasan31 vai ar sathe akmot

Notun kichu, valo legeche, thanks

thans vai

উইন্ডোজে calaita chai netbook a helpe meeee

    @ismailsujun: এ নিয়ে টেকটিউনস এ টিউন আছে। আপনি পেন ড্রাইভ বা পোর্টবল ড্রাইভ দিয়ে উইন্ডোজ লোড দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সমস্যার কথা জানানোর জন্য।

এইটায় মজার চেয়ে বিরক্ত হইলাম বেশি 😡 🙁
কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ 🙂
৪ নং স্ক্রিনশটে Make IB MyStart default search.. … .. আর Make IB myStart homepage এর টিক দুটো উঠিয়ে দিতে বলুন। নইলে ব্রাউজারে হাবিজাবি টুলবার ইন্সটল হবে 🙁

Level 0

vai apnara bolen ami ki neye tune korbo

    @deamon: আপনার যা ভাললাগে তাই নিয়েই শুরু করে দিন। এমন হওয়া অসম্ভব নয় আপনি যা জানেন টেকটিউনসে আজো তা জানানো হয় নি। আপনি টিউন লেখা সর্ম্পকিত আমার একটা টিউন দেখতে পারেন। ধন্যবাদ

Level 0

tt te pro pic set kore kivabe

এই টিউনটা আপনার অনুজায়ি একটু কম হয়েছে , তবে সেটাও খারাপ না মাঝে মাঝে থমকে দাড়ালে আবার চলার প্রেরনা আসে।:D

    @Ochena Balok: আপনার দ্বারা অনুপ্রানিত হয়ে ভালো লাগছে। আমি কিন্তু টিউনটিতে বলেছি সবার রুচি এক না। আমি টেকটিউনস কমিউনিটির সবার রুচিবোধকে সম্মানের সাথে দেখি। ধন্যবাদ

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: ঠিক কথা।আর মাঝে মাঝে ছোট ছোট সফটগুলো অনেক আনন্দ দেয়।যেমন একটা আছে কিংফিশার নাম।ঐটা ইন্সটল করলে ডেস্কটপ এ মাছরাঙা পাখি উরে বেড়ায়।যদিও অনেক পুরনো জিনিস তবে মজার।কে কি বলল সেটা খুব ভাবার বিষয় না।আপনি পূর্ণদ্যমে চালিয়ে যান।শুভকামনা আপনার জন্য 😀

        @Ochena Balok: আমি জানি ভাই। আমাকে কেউ কিছু বললে আপনার খারাপ লাগে। টিউন যে সবার মন মত হবে। এমন কোনো কথা নেই। কিংবা সবাই সবকিছু বুঝবে এমন কোনো কথা নেই। টিউন যেহেতু করছি। ভাল খারাপ তো হবেই। ইদানিং আমি যেন কেমন আবেগী হয়ে যাচ্ছি। কোন সুদূরে আপনি থাকেন। পরিবার ছেড়ে। পড়ালেখার জন্য। পড়ালেখা যেনো ঠিকমতো চলে। আপনাকে নিয়ে আমার অনেক আশা ভরসা।
        “পথ হারা পাখি
        কেঁদে ফিরি একা…………………”

          @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: ধন্যবাদ।তবে প্রবাসেও অনেককেই পেয়ে গেছি,হয়ত অন্য দেশের তবে সবচাইতে বড় তো আমরা সবাই মানুষ,তাই আমার খারাপ লাগে না।দোয়া করবেন আমার জন্য

Level 0

ডাউনলোড দিলাম । ধন্যবাদ

    @FNF: ডাউনলোড করে খুব বেশী বিরক্ত হলে আমাকে অভিশাপ দিবেন না। আপনার জন্য জটিল একটা টিউন দেবো। ধন্যবাদ

Level 0

Jotil jinish…
Jodi shomvob hoy ” Photo shine” er full version / serial key share koren. Boro upokrito hobo..

    @djshaheen: দিয়ে দিচ্ছি। ঐ টিউনে আমি আরও কিছু এ্যাড করে দেবো। আপনার আনন্দে আমিও আনন্দিত। ধন্যবাদ