মজার ইলুশন :: দেখুন ও শিখুন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি টিউন করা শুরুর দিক থেকেই ইলুশন পিকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর মধ্যে একটি পর্বে ছবিকে নেগেটিভ এর মত করে চোখকে কিভাবে ধোঁকা দেয়া যায় তা দেখিয়েছিলাম। আজ দেখবেন কতগুলো মুভিং (এনিমেটেড) ইলুশন। দেখতে বলার মূল কারণ হল এখানে যতগুলো ইলুশন দেয়া হলো তার কোনোটাই আমার পক্ষে তৈরি করা অসম্ভব না। আমি এগুলোর তৈরি কৌশল নিয়ে ধাপে ধাপে টিউন করে যাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যদি এমন হয় আপনার মাথায় আইডিয়া আছে কিন্তু টেকনিক্যাল কাজ পারেন না। তাহলে আমার সাথে যোগাযোগের দ্বার আপনার জন্য খোলা।

ইলুশন গুলো দেখুন এবং টিউমেন্ট এর মাধ্যমে যা জানতে কিংবা বুঝতে চান জনান।

১.

২.

৩.

৪.

৫. বলুন তো এখানে কয়টা প্রাণীর ছবি আছে?

৬.

৭.

৮.

৯.

১০.

১১. শুধুমাতএ "+" চিহ্নটার দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষন।

১২.

১৩.

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

 

 

 

 

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চরম! অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। কিছু বলার নেই, শুধু ধন্যবাদ দেয়ার জন্য লগইন করলাম।

    @এম.এইচ.রিয়াদ ভাই: আপনাকে আমি মিস করেছি। সেই যে একদিন কষ্ট করে লগইন করে আমাকে অভিন্দন দিয়ে গেলেন আর খোঁজ নেই। আপনার জন্য শুভকামনা!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আসলে আপনি এত ভাল টিউন করেন ধন্যবাদ না দিয়ে পারা যায় না। টিটি তে রেগুলার ই থাকি তবে লগইন করতে আলসেমি লাগে। সেই কবে একটা টিউন অর্ধেক করে রেখে দিয়েছি পুরোটা লেখাও হয়নি আর টিউনটা করাও হয়নি(আলসেমির জন্য)। তবে আপনাদের মত কয়েকজন আছে বলেই টিটি আজ এত জনপ্রিয়। আপনাদেরকে ধন্যবাদ না দিলে অন্যায় হবে।

অসম্ভব সুন্দর হয়েছে,টিউন দেখতে দেখতে ভাবছিলাম আপনাকে কমেন্টে জানাবো কোনগুলো বেশি সুন্দর,কিন্তু পুরো টিউন পরে মনে হল এখানে একটিকেও খারাপ বললে টিউনের অমর্যাদা হবে।শুধু এইটুকু বলি প্রাণীর ছবিটাতে ২২টি পর্যন্ত গুনেছি ।তবে আমি ভুলও হতে পারি।টিউনের জন্য ধন্যবাদ

বস ১২ নাম্বারটা আমার কাছে সবচেয়ে বেশী ইলুটিভ মনে হয়েছে ।

মাথা ঘুরতেআছে । ৪, ৮ ,১০ নাম্বার এর বিশেষত্ব বুঝলাম না।

    @রঙ মিস্ত্রী ভাই: ভাল বলেছেন। ৪ নম্বরটি আসলে ইলুশনের পর্যায়ে পড়ে না। ৮ নম্বর টায় একটা লুপ ব্যবহার করা হয়েছে। ১০. টা তে নড়ানো দেখানো হয়েছে এটা ইলুশন। এক এক জন একেক রকম দেখতে পাবে। আসলে সবগুলো ইলুশনই দেয়া হয়েছে। পরবর্তি পর্ব গুলোর কথা চিন্তা করে। আপনাকে প্রাণ নিংড়ানো শুভেচ্ছা!!!

Level 2

আপনার প্রতিটি টিউনই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ ……………

ছবি গুলো অনেক সুন্দর ভালো হচ্ছে চালিয়ে যান

Level 0

ari-bbas. i cannt see anything now.:):):)

জাঁহাপনা!!! ৭ নং তা দেখে এখন আমি সম্মোহিত!!! আপনি যা বলবেন তাই করতে এই বান্দা বাধ্য!!!!!!! 😛 😉 😉 😉 😛

    @নিয়াজ মেহেদী খান ভাই: আপনি তো জানেনই দাবায় জাঁহাপানাদের জোর হল একঘর। আর আপনার মতো মিনিস্টার কোনাকোনি সোজা (রুক+বিশব) সবখানে চলতে পারে। তবে আপনার বড়গুন হল গঠন মুলক সমালোচনা করতে পারেন। অন্য কারও টিউনে আপনার টিউমেন্ট দেখে বুঝেছি। আপনার জন্যই টিটিতে ভাল ভাল টিউন আসে। সম্মোহিত হবাটা বড় কথা না আমি আসলে কাজগুলোর টেকটিক্যাল দিক নিয়ে ভাবতে বলেছি। ধন্যবাদ!!!!

asif vai apnake amar vashay dhonnobad diye choto korbo na…tobe shotti apnar tune gulo amader ke আকৃষ্টও করে…
vaia ami shikhte chai

Level 0

তুমি জিনিয়াস । সত্যিই বেশ ভাল । মেইল আইডি কৈ । কিভাবে আপনার সাথে যোগাযোগের দরজা খোলা । মেইল আইড দিবে ন । ভাল থাকুন ।

ধন্যবাদ। পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম। আশাকরি কিছু শিখতে পারব।

ভাই আপনি এখন অনেক ভাল টিউন করেন।

Level 0

10 no ta thik bujlam na