নিজের ঘিলু নিজেই টেস্ট করার দারুন সফটওয়্যার :: মাত্র ১.১ মেগাবাইট!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি আপনাদের একটু পুরাতন জিনিস দেই তাই না? সত্যি বলতে কি কিছু কিছু জিনিস কোনোদিন পুরাতন হয় না। মানুষের ব্রেন বড্ড বিচিত্র। কেউ দেখে অর্ধেক গ্লাস পরিমাণ পানি ভরা আবার কেউ দেখে অর্ধেক গ্লাস খালি আছে। আমাদের দৃষ্টিভঙ্গী, স্বাদ, রুচি ও ভালোবাসার বহিঃপ্রকাশ সত্যিই স্রষ্টার অলরাউন্ড নৈপুন্যের প্রকাশ।

কেউ যুক্তি দিয়ে কথা বলে, কেউ গায়ের জোরে, কেউ হেসে, কেউ গম্ভির মুখে, কেউ যুক্তিহীন, কেউ রেগে আবার কেউ বা আবেগে কথা বলে।

একটি ধাঁধাঁ শুনুন।

এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে রাস্তায় বেড়োলেন। হঠাৎ ছেলেটি এক্সিডেন্ট করলো। ভদ্রলোক তার ছেলেকে তারাতারি হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার চমকে উঠে বললেন।– “আরে এ তো আমার ছেলে?”

উত্তরটি এখন দিচ্ছি না।  আপনাদের কারও উত্তরটি জানা থাকলে টিউমেন্ট এ লিখে দিন। নতুবা টিউমেন্ট এ আমি দিয়ে দিচ্ছি।

আমার এই টিউনটি উৎসর্গ করছি ত্রিরত্ন কে আর সেই তিনজন হলেন "জ্ঞান-অন্বেষী", "Ochena Balok" এবং “নিওফাইটের রাজ্যে” । যাদের অন্যতম প্রধান কাজ আমার টিউনগুলো পড়ে ভালো সুন্দর টিউমেন্ট করা।  আমার সবগুলো টিউনে এই তিনজন চমৎকার চমৎকার টিউমেন্ট করেছেন। আমি আসলে আপনাদের মায়ায় বাঁধা পড়ে যাচ্ছি।

আর বক বক করবো না দেখুন তাহলে কিভাবে ব্রেন টেস্ট করা যায়।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

 

brainworks.exe এক ক্লিক করুন।

 

ডাউনলোড করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।

 

মাউস ক্লিক করে শুরু করে দিন। অথবা কী-বোর্ড এর যে কোনো বাটন প্রেস করলেই হবে।

 

আপনার নাম লিখে এন্টার দিন।

 

প্রতিটি প্রশ্নের সাথে A,B ও C তিনটি অপশন পাবেন আপনার কাছে যে উত্তরটি সঠিক মনে হবে তার উপর ক্লিক করুন।

 

মনে রাখবেন প্রশ্নের সাথে প্রতিটি উত্তরের সাথে লজিক্যাল মিল আছে। আপনার কাছে যে উত্তরটি কারেক্ট মনে হবে তাতে ক্লিক করুন।

 

পরীক্ষা শেষ এবার দেখুন আপনার ব্রেনের কোন অংশ ভালো কাজ করে। ইচ্ছে করলে আপনি প্রশ্ন ও উত্তরের রিভিউ দেখতে পারেন।

 

আপনার সম্বন্ধে কিছু কথা বলবে।

১. প্রিন্ট করে দেখতে পারেন।

২. নেক্সট দিয়ে বাকী অংশটুকু দেখুন।

 

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মচত্‍কার । কাল বয়স বের করার সাইট । আজ মগজ মাপার সফট । সেই রকম ।

আপনি আমাদের যে সম্মান দিয়েছেন তাতে আমারা আবেগ আপ্লুত । আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ । ( এখন আসল কথা বলি , আপনার টিউনের শিরোনাম দেখেই বুঝেছি জটিল কিছুই হবে তাই সরাসরি কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছি ।এখন সফট ডাউনলোড চলছে । আবারো ধন্যবাদ । )

দুঃখ করেন না । আমার অবস্থা আরো খারাপ ভাই-বোন কেউই নাই । আসেন আমরা ভার্চুয়ালি ভাই ভাই হয়ে যাই ।

আসিফ ভাই সত্যি আপনি একটা জিনিস। আপনি একজন মহান। আপনি একজন মহান জ্ঞানের ভাণ্ডার ।আপনি একজন অনেক বড় অন্তরের মানুষ। আমি আপনাকে R কিছু বলে ছোট করবো না। সত্যি আপনার টিউন পেলে মনেহয় আজকে নতুন কিছু শিকতে পারবো। বা আপনার টিউন পাওয়ার পর মনেহয় আজকের দিনটা ভাল যাবে।

    @saad rahman: আপনাদের আনন্দ দিতে পেরে আমি ধন্য। ভাই আপনি হয়তো ভুল করছেন আমি খুব অল্প জ্ঞান সম্পন্ন একজন মানুষ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

জটিল হইছে. ধন্যবাদ.

আসিফ- উদ-দৌলাহ্ ভালই হইছে

আসিফ ভাই খুব ভালো হচ্ছে। ডাউনলোড দিলাম।
আর আপনার ধাধার উত্তরঃ সম্ভবত ডাক্তার একজন ভদ্র মহিলা যিনি ছেলেটার মা।

    @জাহিদ হাসান: সম্ভবত না একদম সঠিক উত্তর। এখানে হয় কি জানেন আমাদের ব্রেন স্বাভাবিক ভাবে এক ডায়মেনশনে কাজ করে। যখন ডাক্তারের কথা বলা হয়েছে তখন বেশীরভাগ মানুষেরই মাথায় আসে ডাক্তার হল পুরুষ। আসলে যারা মাল্টি ডায়মেনশনে চিন্তা করতে পারে তাদের কাজ করা ও বোঝা অনেক সহজ হয়ে যায়। যা হোক, ডাউলোড করে কি পেলেন? কেমন লাগলো জানাবেন?

বহুত রিস্ক নিয়া ডাউনলোড করলাম 😐
যখন আশেপাশে কেউ থাকবো না তখন টেস্ট করব! নইলে সবাই জেনে যেতে পারে আমার মাথায় ঘিলু বলতে কিছুই নাই 😛
শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ। 🙂
@যারা চালাতে পারছেন না: সফটওয়্যারটি ৬৪ বিট আর্কিটেকচারে কাজ করে না।

টিউমেন্ট করতে কিঞ্চিত দেরি হল।এখন ডাউনলোদ করি নি তবে ভাইয়া বারবার এভাবে লজ্জা দিলে কি যে করি ……আমি ভারচুয়াল জগতের সবাইকেই খুব আপন মনে করি আপ্নাকেও তাই,আর আপনার জানার পরিধিটাও অনেক বড়,আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি আমার টিউমেন্ট এ আপনার মেধার মূল্যায়ন করতে পারি তো?

অফটপিকঃ ডাউনলোড কইরা চুপিসারে টেস্ট করুম,বেরেন তো গুগোলে সারচ মারলেও মনে লয় পামুনা,হি হি হি 😈 😛 😀

আপনার আবেগে আমিও ভীষণ আবেগি,আপনাকে বহুদূর থেকে সেই আবেগি শুভেচ্ছা জানাচ্ছি

Doctor holo cheletir Maa.

Level 0

darun tune khub balo lagsa jodio amar brain botha mane unsharpe….

thanks a lot for the tune continue…….

Level 0

thanks dita parlam na sorry, karon ganie bolsan oggo bolla sundor akta thanks ditam….
jodi sombob hoi fb id ta diban pls.

সফট ওয়ারটি সম্ভবত ঠিকঠাক জবাব দেয়না 🙄 আমারে বলে আমি নাকি ব্যাপক বুদ্ধিমান :mrgreen: :mrgreen:

দেখি আমার ব্রেন কি বলে। অশেষ ধন্যবাদ।

সুন্দর !

boroi ajib!

@imran ahmed: আমি আসলে আপনার কথা বুঝতে পারি নি।