ভিসতার পারফমেন্স বাড়ান অতি সহজেই

আমরা অনেকেই ভিসতা ইউজ করি, আবার অনেকেই হয়ত ভিসতাকে ছুড়ে ফেলে দিয়েছন এর পারফমেন্সের জন্য, যাই হোক আজ খুজতে খুজতে একটি সফটওয়্যার পেয়ে গেলাম যেটা দিয়ে ভিসতাকে অপশমাইজ করতে পারা যায় সহজেই।  আমার ভিসতার পারফমেন্স খুব বাজে ছিল এই সফটওয়্যার ব্যাবহার করার পর থেকে এখন অনেকটা স্পিড পাচ্ছি আপনারা ব্যাবহার করে দেথতে পারেন মনে হয় কাজে দিবে। ভিসতায় অনেক ডিফল্ট সার্ভিস আছে যেগুলো সাধারণ ইউজারদের  দরকার পড়ে না এই সফটওয়্যার দ্বাড়া আপনার ভিসতাকে অপশমাইজ করতে পারবের কোন ঝুকি ছাড়াই। সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে। এটি ব্যাবহার করা খুবই সহজ, ইনষ্টল করে দেখেন কি হয়, কোন সমস্যা হলে আমাকে জানান।

Untitled

Level 0

আমি আল-আমীনূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Time to upgrade…
উইন্ডোজ সেভেনে আপগ্রেড হউন!

    Level 0

    চিন্তা করছি এটার ব্যাপারে, দেখি লাকী সেভেন কপালে আছে কিনা

ভাই,এই software নিয়ে Captain Hadic (moin) ভাই টিউন করেছিলো।তাই দেখেশুনে টিউন কইরেন।

    Level 0

    আপনি টিউন করার আগে কতবার দেখেন যে এটা আগে করা হয়েছে কি না?

    যাইহোক ধন্যবাদ আপনাকে ভুলটিকে ধরিয়ে দেবার জন্য,

https://www.techtunes.io/download/tune-id/3290/ এই LINK টি দেখেন।

ভাই আমিতো কোনো টিউন করি নাই।জানি না কবে আমার ঐ স্বভাগু হবে।ভুলটি বুজতে পারার জনও THANKS.

    Level 0

    আপনাকে আমি ধন্যবাদ দিয়েছি কেন জানেন?
    আমি টেকের ১—১০০ পৃষ্টা পর্যন্ত টিউনটি খোজ করি নাই কথাটা মনে করিয়ে দেবার জন্য,
    আশা করি বুঝতে পেরেছেন

    হা হা হা pc আমিও তোমার মত টিউন করার আগে সব পেজ পড়েছিলাম । তাই আগের টিউনগুলো পড় কেননা অনেক ভাল ভাল জিনিষ শিখতে পারবে । ধন্যবাদ তোমার টিউন এবং মন্তব্যের জন্য ।

    তবে আমি কিন্তু ব্যাতিক্রম আমি সার্চ করে যখন প্রথম টেকটিউনে ঢুকলাম আগে রেজিষ্ট্রশন করে টিউন লিখলাম তারপর অন্যান্য টিউন পড়েছি।

    তবে কানে কানে বলি সবাই কিন্তু টেকটিউন একবার পুরা খতম করছে কিন্তু আমি ১-১০০ পাতা দূরের কথা আমি এখনকার বেশীভাগ টিউনও কিন্তু পড়ি না। সেই হিসেবে টেকটিউনের ১০% টিউনও পড়া হয় নাই। 😀

Level 0

অনেক দিন ধর প্রাণ খুলে হাসি না
এবার আপনি আমারে হাসাইলেন
হা হা হা হি হি হি
বেশি হাসছি পেট…… আপনাকেও ধন্যবাদ হাসিব ভাই

ভিন্ন ভিন্ন টিউনার দ্বারা একটি বিষয়ে একাধিকবার টিউন হতেই পারে। তাতে সমস্যা তো দেখি না। একেক জনের উপস্থাপনা একেক রকম হয়। পড়তে ভালই লাগে। শুধু লক্ষ্য রাখতে হবে, কপি – পেষ্ট যেন না হয়।

টেক্‌টিউন্সের সব টিউনারদের ধন্যবাদ সুন্দর সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ

KICHHU MONE KORBEN NA: APNAR DEOA EI SOFTWARE TA INSTALL KORE
othoba apnar poramorshe ”ভিসতার বুট অত্যন্ত দ্রুততর করুন”…..je kono ekta tar janne amake eimatro amar Machine Format korte holo… ki je kostodayok bapar ..apnake bole bojhate parbo na…amar Important File gulo harie fellam chirodiner moton…………

আপনাকে যদি করতে বলা হয় (ক) কাজটি করুন আপনি যদি করেন (গ) তাহলে তো সমস্যা হবেই
মনযোগ দিয়ে আগে টিউন পড়ে তারপর এপ্লাই করবেন
আপনার লেখা পড়তে খুব সমস্যা হয় আপনি দয়া করে ফোনেটিক লেখেন