জেনুইন সিরিয়াল থাকলে পাইরেসি বা হ্যাক কেন?

আমরা অনেকেই বলে থাকি সফটওয়ারের সিরিয়াল নিয়ে বা প্যাচ নিয়ে লিখলেই তা পাইরেসি হয়। তবে পাইরেসি বলতে কি বুঝায় তা অনেকেই হয়ত জানে না। পাইরেসি বলতে বুঝায় কোন পন্য বিশেষ করে (সফটওয়ার এবং সিডি) দিতে গিয়ে যদি টাকার লেনদেন হয় তাহলে সেটা হবে পাইরেসি। যেমনঃ বাজার থেকে উইন্ডোজ এক্সপি এর সিডি ক্রয় করে আনা। এখানে টাকার লেনদেন হয়েছে বিধায় এটাকে পাইরেসি বলা হয়। তবে যদি কারও বাসা থেকে তার অনুমতি নিয়ে কোন পন্য (সফটওয়ার এবং সিডি) কপি করে আনা হয় তাহলে তাকে পাইরেসি বলা যাবে না। কেননা এখানে টাকার কোন লেনদেন সম্পন্ন হয় নি। এগুলো নিয়েও কিন্তু টেকটিউনসের মিট-আপে আলোচনা করা হয়েছে। যাইহোক আজকে আমি বৈধ পথের কিছু সফটওয়ারের জেনুইন সিরিয়াল নিয়ে টিউনটি করেছি। আপনাদের জন্যই যাতে করে ফ্রি এবং বৈধ জেনুইন সফটওয়ারের সুবিধা ভোগ করতে পারেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন।

Ashampoo Office 2006

License | Download Link

এই সফটওয়ারটি আপনাকে অফিসের ডকুমেন্ট এবং স্প্রেডশীট তৈরিতে আশানুরুপ ভুমিকা রাখবে।

Ashampoo AntiSpyWare 2

License | Download Link

rootkits সহ ইন্টারনেট malware এর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করবে।

Ashampoo FireWall

License | Download Link

একটি কার্যকরী ফায়ারওয়াল যা unauthorized অনলাইন সক্রিয়তা প্রতিরোধ করে

Ashampoo AntiVirus

License | Download Link

ভাইরাস, worms, Trojan horses এর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়াল তৈরি করে

Ashampoo Magical Security 2

License | Download Link

ডিস্ক, সিডি অথবা ডিভিডি সহ আপনার ব্যক্তিগত ডেটা লক করার জন্য

Ashampoo Burning Studio 2008 v7

License | Download Link

তৈরি করুন, কপি করুন, এবং আপনার নিজের অডিও, ভিডিও, ডেটা সিডি রিপ করুন, এবং ডিভিডি

Ashampoo Burning Studio v6

License | Download Link

সিডি এবং ডিভিডি  ফাইল এবং চিত্র ডিস্কে বার্ন করার জন্য এই সফটওয়ারটি

Ashampoo BurnYa! AudioCD 2

License | Download Link

আপনার নিজের অডিও সিডি বার্ন করতে সবচেয়ে সহজ উপায়

Ashampoo BurnYa! DataDisc 2

License | Download Link

Ashampoo WinOptimizer 4

License | Download Link

Ashampoo Magical Defrag 2

License | Download Link

Ashampoo PowerUp XP Platinum 2

License | Download Link

Ashampoo Uninstaller Platinum 2

License | Download Link

Ashampoo Magical Optimize

License | Download Link

Ashampoo ClipFinder

License | Download Link

Ashampoo Photo Optimizer

License | Download Link

Ashampoo Photo Commander 5

License | Download Link

Ashampoo Magical Snap 2

License | Download Link


Ashampoo SeeYa

License | Download Link

Ashampoo Media Player+

license | Download Link

Ashampoo Magical Uninstall

License | Download Link

Ashampoo Internet Accelerator 2

License | Download Link

Ashampoo Startup Tuner 2

License | Download Link

যদি কারও টিউনটি ভাল লাগে তাহলে মন্তব্য জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ...........

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ রুহুল আমীন ভাই।

hasib mia tune valo hoise kinto potiti software r halka patla description dia dile oneker sobida hoito karon oneke aigular use jane na.tai parle description maira dao.valo thako.kiso abar mone koiro na

    বস ডিজাইন করে টিউন করতে করতেই ১ ঘন্টার মত লাগছে আর যদি এই ২৪ টার ডিটেইলস দেই তাহলে আমাকে ৫-৬ দিনের জন্য রেস্ট নিতে হবে। আমি শেষ হয়ে যাব……

    আরে মিয়া আমি ডিটেইলস না বরং সামান্য দুই এক লাইন করে বর্ননা দেওয়ার কথা বলেছি।তাহলে সবাই বুঝতে পারত সফটওয়্যারগুলোর কাজ কি।আর মিয়া তোমাদের ঝামেলা কমাতে আজকে একটা টিউন করব অপেক্ষা শুধু রাতের ………………………………….

Level 0

জটিল কালেকশান, Ashampoo Movie Shrink & Burn ব্যবহার করেছি, দারুন লেগেছে

    হ্যা Uncle আমি নিজেই টেকটিউনসে ওটা নিয়ে টিউন করেছিলাম।

Hasib vai …..ossadhoron

    ওই সাম্য পরীক্ষা কেমন হইছে ওইটা আগে বল মিয়া

ভাই জটিল হইছে………………কিন্ত আমিতো সবগুলার ব্যবহার জানি না তাই সবগুলার এক লাইন হলেও ব্যবহারবিধি জানালে ভাল হত……

মাফ করবেন, আমি সামান্য কিছু জানাতে চাই যা আমি এতোকাল ধরে জেনে এসেছি (আমার ধারনা ভুল হলে শুধরে দেবেন) –

বাজার থেকে টাকার লেনদেন করে কিনলেই তা পাইরেসি নয়। উধারন, বাজারে মাইক্রোসফট আছে, তারা আসল নির্মাতা, তার কাছে টাকা দিয়ে কিনলে তা কোনোমতেই বেআইনি হবেনা। পাইরেসি হবে যদি আসল নির্মাতা ব্যাতীত অন্য কারো কাছে থেকে নেওয়া হয়, সেটা টাকার লেনদেন নাহলেও পাইরেসি হিসেবে গণ্য হবে।

ভালো করে যদি এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট পড়েন সেখানেই লেখা আছে যে মাইক্রোসফট কেবলমাত্র একটি কম্প্যুটারেই ব্যাবহারের জন্য লাইসেন্স দিচ্ছে ক্রেতাকে। (ওয়ার্কস্টেশান হলেও নিয়ম বলা আছে) ক্রেতা নিজেও একাধিক কম্প্যুটারে তা ব্যাবহার করলে তা পাইরেসি হিসেবে গণ্য হবে। অন্য কাউকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসেনা কারন নির্মাতা শুধুই ক্রেতাকে ব্যাক্তিগত কপি রাখার অনুমতি দেন। এর বাইরে সব পাইরেসি হিসেবে ধরা হবে। টাকার লেনদেন হোক বা না হোক। (EULA ফাইলটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন এইখানে http://download.microsoft.com/documents/useterms/Windows%20XP_Professional_English_9e8a2f82-c320-4301-869f-839a853868a1.pdf )

কিছু নির্মাতা মাল্টিইউজার লাইসেন্স দেন। সেক্ষেত্রে ততোখানি ইউজ করা যাবে আইনতভাবে। তার বাইরের সব বেআইনি হবে। মাইক্রোসফটও মাল্টিইউজার লাইসেন্স দেয়, আলাদা কিনে নিতে হয় সেটা। EULA’তে সেটিও লেখা আছে। আমি নিজে ব্যাক্তিগত ভাবে মাইক্রোসফটে জিজ্ঞেস করেছিলাম যে আমার একটি PC এবং একটি Laptop’এ আমি ইনস্টল করতে পারবো কিনা, তারা সাফ জানিয়েছে এই নিয়ম নেই, বাড়তি একটি লাইসেন্স নিতে হবে এর জন্য। আর আপনি বলছেন পরিচিতদের অনুমতি দেওয়া? নিজেই দুটি কপি ব্যাবহার করতে পারবোনা আইনত!

    আপনার প্রশ্নের আমি একটাই উত্তর দিব সেটা হল আপনার কথা সত্য হলে মেহেদী ভাই ভূল। আর মেহেদী ভাই সত্য হলে আপনি ভূল তাই আমি আপনাদের কোন সাইটেই নেই। যা জানার মেহেদী ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করুন। ধন্যবাদ……….

    রিয়া আপু, ঠিক বলসেন। তবে এটা বাংলাদেশ কিনা………………তাই

    আরে, আপনি দেখি অভিমান করলেন 🙁 এর মধ্যে মেহেদী ভাই এলেন কোথা থেকে? টিউন তো আপনি করেছেন, নাকি উনি? মেহেদী ভাই আমার ভুল ধরিয়ে দিলে সেটা তার বড় মনের পরিচয় হবে, কিন্তু টিউনার হিসেবে আপনার কাছেই তো প্রশ্ন রাখবো, তাইনা?

    ATTN: মেহেদী ভাই – আপনিই বাঁচান এখন, আমি উত্তর পাচ্ছিনা 😀 টিউনার আপনাকে কনসাল্ট করতে বলছেন।

    P.S. : কেউ সিরিয়াসলি নিবেন না প্লিজ, আমি কিন্তু হাল্কা মনেই মজা করছিলাম। হাসিব, আপনাকেও বলছি, সিরিয়াসলি নেবেন না এইসব। আপনি আমার কথায় কিছু মনে করে থাকলে আমিই মাফ চাইছি। আমি নতুন এবং জুনিয়ার টিউনার, আমার স্পর্ধা নেই সিনিয়ারদের চ্যালেঞ্জ করার।

    না না রিয়া আপু আপনার উপরে রাগ করব কেন? আপনি তো আপনার জানা বিষয়টি তুলে ধরেছেন। আমি এখানে মেহেদী ভাইকে দিয়ে বুঝিয়েছী সেদিনের মিট-আপে এই পাইরেসির ব্যপারটি উঠে এসেছিল। তাই মেহেদী ভাইয়ের বলা কথাটি এখানে তুলে ধরেছি এই আর কি। তবে মানুষ মাত্রই ভুল হতে পারে আর বাংলাদেশে মানুষের এখনও ৩ বেলা পেট পুরে খাবার ক্ষমতা রাখে না সেখানে পাইরেসি ছাড়া সফটওয়ার পাবেই বা কোথা থেকে। ধন্যবাদ …….. আপনার কমেন্ট আমি কয়েকবার পরেছি কেননা আপনার কথাগুলোতে সবসময়ই যুক্তি থাকে। ভাল থাকবেন…

    হা হা হা। আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা সিরিয়াস লি নেইনি।

    @হাসিব –
    @সাম্য –
    😀 আমি অনেক নিশ্চিন্ত হলাম। ধন্যবাদ।

    Level New

    রিয়া আপু, আপনার টা ই ঠিক। অন্য কাউকে key দেয়া মানে পাইরেসি। যা হাসিব করে আসছে। আমাদের দেশ

    হিসেবে চালিয়ে দেয়া যায়, কিন্তু , “””””জেনুইন সিরিয়াল থাকলে পাইরেসি বা হ্যাক কেন”””””” একথা সম্পুর্ন বেমানান।

    কারন এটা পাইরেসি ই । তাই বাইরের মানুষ যদি টেকটিউনসে এসে এই টাইটেল দেখে তাহলে খুব হাস্যকর হবে। টাইটেল change করলেই হয়।

Level 0

হাসিব ভাই,
Burning soft. গুলো 7-এ কাজ করবে তো…..??? যদি করে তাহলে ডাউনলোড দিব।
তাড়াতাড়ি উত্তর জানাও…..

    শুভ মনে হয় কাজ করবে। তুমি ডাউনলোড দিয়ে দেখতে পার।

আচ্ছা হাসিব, আপনার কাছে একটি তথ্য চাই। Ringtone বানানোর জন্য আমি MP3 Cutter/Trimmer ব্যাবহার করতাম, এখন দেখছি সেটা কাজ করছেনা। নতুন কোনো ভালো সফটওয়্যার বলুন যা দিয়ে MP3 কেটে নিয়ে মোবাইলে রিংটোন দিতে পারবো। এর জন্য আর আলাদা করে ‘সাহায্য চাই’ টিউন দিলাম না।

    রিয়া আপু একটু বেশী সময় লাগার জন্য আমি দুঃখিত। আপলোড এবং টেস্ট করতেই যা সময় লেগেছে। যাইহোক এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন। সাথে সিরিয়াল ও দেয়া আছে। আশা করি ভাল সার্ভিস পাবেন।
    http://www.multiupload.com/NQZ595X4VL

    আরে বাঃ! ডাউনলোড করে ফেলেছি। এক্ষুনি শুরু করে দেবো 😀 সময় কই লাগলো? তাড়াতাড়িই তো হয়েছে!
    একটা কাজ করেন, খুব ভালো হয়, সকলে জানতে পারবে যদি আলাদা করে এই ব্যাপারে একটি টিউন করে দেন।

    রিয়া আপু আসলে এগুলো খুব সহজেই যে কেউ সার্চ করলেই পেয়ে যায় তাই এগুলো নিয়ে টিউন করা আমার কাছে মনে হয় হাস্যকর। চাই কিছূ দুর্লভ এবং প্রয়োজনীয় যা সবার প্রয়োজন হবে এছাড়াও অনেকগুলো কালেকশন নিয়ে টিউন করতে যাতে কোন না কোন সফটওয়ার কাজে লাগে। ধন্যবাদ…….:D

একেবারে আশাম্পুর খনি । এই জন্যই বলি হাসিব হল সফটওয়ারের রাজা । আমাদের সফটওয়ারের প্রয়োজন মেটাতে হাসিবের বিরতিহীন প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ । তবে পূর্বের মন্তব্যের জন্য হাসিব মনে কষ্ট পেলে সত্যিই দুঃখিত । আর পাইরেসির ব্যাপারে আমার বক্তব্য হল, একজন ব্যক্তি তার কষ্টে জমানো ১৫/২০ হাজার টাকা দিয়ে তার শিক্ষার্থী ছেলেটির জন্য কোনটা কিনবে, একটা কম্পিউটার না শুধু কয়েকটা সফটওয়ার? আর দেশে তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাতে হলে সব কিছু লাইসেন্সড সফটওয়ার দিয়ে চালাতে হলে আমাদের মত গরীব দেশের পক্ষে আগামী ৫০ বছরেও তা সম্ভব হবে কিনা সন্দেহ।

    লিনাক্সে (প্রায়) সবকিছুই ফ্রী।

    উইন্ডোজ ফ্রী না হলেও এর জন্য প্রায় সবগুলো সফটওয়্যারেরই ওপেনসোর্স বা ফ্রী বিকল্প পাওয়া যায়।

    ২০১৩ সালের পর এমনিতেই অনেক ঝামেলা হবে বলে মনে হয়। তাই এখন থেকে অভ্যস্থ হওয়াই ভালো।

আমার জানামতে রিয়া’র কথা ঠিক। কারণ লাইসেন্স এগ্রিমেন্টে যেটাতে রাজি হয়েছেন, সেটা অযৌক্তিক এবং অন্যায় হলেও সেটাই শর্ত।

কপিরাইট মানা না হলেও পাইরেসি হয়। কপিরাইট বা মেধাস্বত্ব বিষয়ে উইকিপিডিয়ার ইংরেজি আর্টিকেলের বেশ কিছু অংশ অনুবাদ করেছিলাম .. বাংলা উইকিপিডিয়াতে সেই অংশটুকু পড়ে দেখতে পারেন

Good

Level 0

প্রিয় বন্ধু, এই টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ……. এই টিউন থেকে নতুন কিছু ইনফরমেশান পেলাম.. ধন্নবাদ…