খুব সহজে হার্ডড্রাইভ ব্যাকআপ করুন

প্রথমে সব tt ভাইদেরকে সালাম। এটা আমার প্রথম tune তাই ভুল হলে ক্ষমা করবেন।

অনেক সময় কম্পিউটারে ভাইরাস আক্রমণে কিংবা অন্য কোনো কারণে হার্ডডিস্কে সমস্যা দেখা দিতে পারে। এতে পুরো হার্ডডিস্ক অথবা নির্দিষ্ট ড্রাইভের মূল্যবান তথ্য হারিয়ে যেতে পারে। তবে চাইলে কোনো বহনযোগ্য হার্ডডিস্কে যে কোনো ড্রাইভের ব্যাকআপ হিসেবে রাখা যেতে পারে। এ জন্য সাহায্য করবে ক্ষুদে সফটওয়্যার স্ন্যাপশট।

  • ডাউনলোড করে সফটওয়্যারটি ইনস্টলের পরে চালু করলে Startup Screen উইন্ডো আসবে।
  • এখানে Backup Disk To File এ ক্লিক করতে হবে। নতুন আরও একটি উইন্ডো আসবে।
  • এই উইন্ডোর ওপরের দিকে ড্রাইভগুলো থেকে যে ড্রাইভের ব্যাকআপ নিতে হবে সেটি বাছাই করে  Next এ ক্লিক করতে হবে।
  • Browse অপশন থেকে ব্যাকআপ জমা করার নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিতে হবে।
  • নিরাপত্তার  প্রয়োজনে Disk Image Encryption এর ঘরে পাসওয়ার্ড টাইপ করেও দেওয়া যেতে পারে।
  • এরপর নিচের দিকের  Start Copy  বাটনে ক্লিক করতে হবে।

ব্যাকআপ প্রক্রিয়া শুরু হবে। সবশেষে ok বাটনে ক্লিক করতে হবে।

Level 0

আমি mayer dua। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই,
restore কি ভাবে করা হয়? এটার কি ISO আছে?এটা দিয়ে কি বুট করে driver restore করা যাবে?