ডাউনলোড করে নিন সর্বোৎকৃষ্ট ব্যান্ডউইথ মনিটর DU Meter এর সর্বশেষ ভার্সন

আস্‌সালামু আলাইকুম । আশা করি সকলে ভাল আছেন । আজকে আমি আপনাদের কাছে যা শেয়ার করব তা অনেকের কাছেই পরিচিত, তা হচ্ছে Du Meter । এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। বিশেষ করে লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট অত্যন্ত কার্যকরী একটি সফটওয়্যার । আমি শুধুমাত্র গত ১৬ অক্টোবর তারিখে রিলিজ হওয়া এর সর্বশেষ ফুলভার্সন DU Meter v6.01 টা দিব। এর পরিচিত ফিচার সম্পর্কে সবারই জানা । কারও অজানা থাকলে সংক্ষেপে বলি এটি একটি ব্যান্ডউইথ মিটার যা দিয়ে নেট এর আপলোড ও ডাউনলোড স্পীড দেখা যায়। তা ছাড়া প্রতি ঘণ্টায়, দিনে, সপ্তাহে, মাসে ব্যবহৃত ডাটা পরিমাপ করা যায়।

এবার চলুন Du Meter এর নতুন ভার্সনের নতুনত্ব জেনে নেয় ।

১। উইন্ডোজ ৮ চালানো উপযোগী ।
২। উইন্ডোজ টাস্কবারে DU Meter সংযুক্তি অধিক উন্নত ।
৩। দ্রুত টাস্কবার নোটিফিকেশন অবস্থা ।
৪। স্বয়ংক্রিয় ল্যাপটপ পাওয়ার সেভিং মোড ।
৫। উন্নত IPv6 সাপোর্ট ।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে
টিউনটি কেমন লাগল কমেন্ট এ জানাতে ভুলবেন না ।

সবাইকে ধন্যবাদ ।

Level 3

আমি মাহ‌্‌বুব হাছান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে তেমন কিছু বলার নাই । বিজ্ঞান ও প্রযুক্তিকে অনেক ভালবাসি তাই এসব নিয়ে ব্যাস্ত থাকতে ভাল লাগে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।

সহজ একটা পরামর্শ দেই? http://www.floriangilles.com/software/netspeedmonitor ব্যবহার করেন। ফ্রি!!! সবথেকে দেখতে সুন্দর। DU meter এর নামই ভুলে যাবেন। ক্র্যাকের ঝামেলাও নাই

ধন্যবাদ সবাইকে।

Level 0

কত দিন ব্যবহার করতে পারব? ৩০ দিন নাকি?

Level 0

many many thanks.

Level 0

amar ta 30 din show kora!!!ki korbo

    @Imran bd: আপনারটা ফুলভার্সন হয়নি , কিভাবে ফুলভার্সন করবেন তা ডাউনলোডকৃত Instruction এ লেখা আছে দেখে নিন ।

সর্বশেষ ফুলভার্সন DU Meter v6.03 এখানে http://www.sharebeast.com/sxskgzgc8asp

Level 0

ভাই আমি instruction দেখে patch a click করলে cant find the file, find the file আসার পর file খুজতে বলে। কি করব?