মাইক্রোসফট ছাড়লো IE এর নতুন প্যাচঁ

সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট প্রকাশ করেছে তাদের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার(IE) এর একটি নতুন প্যাচঁ MS10-002 । সম্প্রতি গুগলের জিমেইলে হামলা করে চীনের হ্যাকাররা । অভিযোগ উঠে IE এর নিরাপত্তার একটি দুর্বলতাকে পুজি করে চলে সেই হামলা । তারপরই বিশ্বের বিভিন্ন দেশে IE না ব্যবহারে পরার্মশ দেয়া হয় । ফরাসী , জার্মান ও অস্ট্রেলীয় সরকার মাইক্রোসফটকে এর জন্য পদক্ষেপ নিতে চাপ দেয় । নিরাপত্তা দুর্বলতাকে কাঠিয়ে তুলতেই রিলিজ হল এই প্যাচঁটি । মাইক্রোসফট নিরাপত্তা কর্মকর্তা Jerry Bryant , তার নিজ ব্লগে বলেন এটি ৯ ফেব্রুয়ারী প্রকাশের কথা ছিল । তাই আন্দাজ করা যায় আন্তর্জাতিক চাপেই সময়ের আগে প্রকাশ করা হয় এই নতুন প্যাচটি ।

IE

IE এর প্রায় সব সংস্করনের জন্যই এটি প্রযোজ্য হবে (IE এর 5.01 থেকে 8 পূযর্ন্ত সব) । আপনি IE ব্যবহারকারী হলে এখনি নামিয়ে ইন্সটল কে নিন এটি ।

ডাউনলোড

মূল খবর টেককাইট

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thaks brother