কী বোর্ড এর যে কোন কী লক করুন ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে।

আসসালামুআলাইকুম। সবাই কেমন আছেন। ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আপনাদেরকে ছোট্ট একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। সফটওয়্যারটির নাম হচ্ছে “key Tweak” সফটওয়্যার। যা দিয়ে আপনি আপনার লেপটপ বা ডেস্কটপ কী বোর্ড এর যে কোন কী খুব সহজে লক করতে পারবেন। কাজের কথায় আসা যাক .....................
১।
প্রথমে আপনি নিচের এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে। তার পর এইটা ইনষ্টল করবেন।

http://keytweak.en.softonic.com/download

২।
তার পর সফটওয়্যারটি ওপেন করবেন। করার পর নিচের মত আসবে। যে কীটা বন্ধ করতে চান। সেই কী কত নাম্বারে আছে তা দেখে ঐ নাম্বাটি কিলিক করে যেমন বন্ধ করা যায় তেমন খোলাও যায়। আমি উদাহরন দিয়ে বলছি নিচের ছবির মতন কাজ করবেন হয়ে যাবে। সফটওয়্যারটি ওপেন করার পরে যেমন দরেন আপনি S কী টা বন্ধ করবেন। ১ আপনি ৩২ নাম্বার কীটি সিলেক্ট করবেন। তার পর ২ আপনি ডিসেবল কীটি কিলিক করব। তার পর ৩ আপনি এপ্লাই বাটনে কিলিক করবেন। তার পর ৪ আপনি ইয়েস বাটনে কিলিক করবেন। এইবার আপনার কাজ শেষ। এখন দেখুন আপনার কীবোর্ড এর S কীটি কাজ করছে।


৩।
আপনি যে কীটা বন্ধ করেছেন সেই কীটা আবার সক্রিয় করতে চাইলে আপনাকে যেটা করতে হবে। ১ আপনি সফটওয়্যারটি ওপেন করার পরে ৩২ নাম্বার কীটা সিলেক্ট করতে হবে। তার পর ২ আপনি এনাবল বাটনটা কিলিক করতে হবে। তার পর ৩ এপ্লাই বাটনে কিলিক করতে হবে। তার পর ৪ ইয়েস বাটনে কিলিক করতে হবে। এইবার আপনার কাজ শেষ। আর আপনি এই ভাবে না বুঝলে নিচের ছবির মতন কাজ করলে হবে।



৪।
আমি যে ভাবে S কী লক করা বা বন্ধ করা এবং লক খোলা বা ওপেন করা দেখিয়েচি। তা প্রতিটি কী এইভাবে লক করা এবং লক খোলা যায়।

আমার চলে যাবার সময় হয়েছে। আজ আসি। আগামীতে নতুন টিউন নিয়ে আসব আসা করি। আমার জন্য দুওয়া করবেন।
সবাই ভাল থাকবেন। সুস্থ থাবেন। এই দুওয়া করি।
বিঃদ্রঃ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level New

আমি jehad boksh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ জিহাদ বখস। আমার জন্মস্থান কুলাউড়া, মৌলভীবাজার, সিলেট। study, travel, Business, IT, programming এই গুলোতে আমার খুব বেশি ইন্টারেষ্ট । তবে এই গুলোর কোনটা-ই এখন পর্যন্ত ১০% অর্জন করতে পারি নাই। আমার জন্য দুওয়া করবেন। যাতে এইগুলো আমি অনতত ৭০%-৮০% অর্জন করতে পারি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

খুব ভালো জিনিস শিখলাম।ধন্ন্যবাদ……………………

Level New

শিখার জন্য আপনাকেও ধন্যবাদ।