একটি নতুন টরেন্ট টু ডিরেক্ট সাইট,সাথে রয়েছে ক্লাউড স্টোরেজ সহ ফাইল শেয়ারিং সাইট থেকে ডাউনলোড করার সুবিধা

নতুন একটি টরেন্ট টু ডিরেক্ট সাইট পেলাম,ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি → http://www.bytebx.com

আমার জানা বর্তমানে কার্যকর সকল টরেন্ট টু ডিরেক্ট সাইটের তালিকা,এদের মধ্যে কিছু কিছু সাইট টরেন্টের পাশাপাশি অন্যান্য ফাইল শেয়ারিং সাইট(যেমন:4shared) থেকেও ডাউনলোডের সুবিধা প্রদান করে ↓↓

http://www.zbigz.com [শুধু টরেন্ট ডাউনলোড]

http://www.put.io [ফ্রী রেজিষ্ট্রেশন এখন বন্ধ]

http://www.filestream.me

http://www.furk.net

http://www.zzlbox.com

http://www.boxopus.com [শুধু টরেন্ট ডাউনলোড]

http://www.bytebx.com

(বি.দ্র: আমার দেখামতে http://www.bytebx.com নিয়ে এর আগে কেউ টিউন করেনি,তাই করলাম)

Level 0

আমি m0bst3r। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 514 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই সাইট এ টরেন্ট ডাউনলোড দিলেতো প্রিমিয়াম অ্যাকাউন্ট চাইতেসে। আজাইরা ঝামেলা পোহানোর কোনও দরকার নাই।

কি ভাই প্রিমিয়ামের ঝামেলা আছে নাকি আবার???…@tuner

    Level 0

    @ধূপছায়া: কিছুক্ষণ আগে একটি সফটওয়্যার টরেন্ট ফাইল এর মাধ্যমে আপলোড করলাম, কিন্তু যখন ডাউনলোড দিতাসি তখন প্রিমিয়াম অ্যাকাউন্ট সেটআপ করতে বলতেসে। কি তামাশা … … …

Level 0

কই আমি তো ফ্রীতেই ডাউনলোড দিছি।প্রিমিয়াম চায় নাই তো !

    Level 0

    @Mobstar: ঠিক আছে, আমি আবার চেষ্টা করতেসি। দেখি কোথাও কোন ভুল আছে কি না।

Level 0

ধুর আমি এই টিউন করবার আগে ডাউনলোড দিছিলাম তখন প্রিমিয়িাম একাউন্ট চায় নাই।এখন চাইতাছে!

কারন এটা ফ্রী একাউন্টে এক আই.পি হতে একসাথে একের বেশি ফাইল ডালো করার সুবিধা দেয়না।

বিজ্ঞ পিডিপ্রক্সি/ওপেনভিপিএন ব্যবহারকারীদের আই.পি এক হওয়াতে এখন আর ডালো করা যাচ্ছেনা।

টিউন করে পুরা মাননীয় স্পীকার হইয়া গেলাম।আই.পি হাইডার/চেঞ্জার ব্যবহার করে দেখতে পারেন। :S

    Level 0

    @Mobstar: ব্যাপারটা বুঝতে পারার জন্য অনেক ধন্যবাদ।

      Level 0

      @sntpr: মাননীয় স্পীকার,আমি তো পুরা বদনা হইয়া গেলাম টিউন কইরা 🙁

    Level 0

    @yuvraj: আপনার লিঙ্ক ভিসিট করলাম। “কোথাও কেউ নেই” নাটকটির প্রিন্ট কোয়ালিটি ভালো মানের পাওয়া যাবে?

Level 0

ভ্রাতাগন,দেখিয়া লন কিভাবে আই.পি হাইড করে লোডাইলাম → http://db.tt/X1zhsMAM

সবাই একসাথে আল্ট্রাসার্ফ ইউজাইলে যেই লাউ সেই কদু হইবেক।আমি আরেকটা সফট দিয়া ইউজামু যাতে আমার আই.পি আপন্যাগো লগে না মিলে।সবাই লটারি কইরা লন কে কোন সময় লোডাইবেন আর নাইলে filestream দিয়া লোডান,ঐটাতে আই.পির ক্যাচাল নাই।আর নাইলে বাকিগুলি একে একে ট্রাই করেন।

Level 0

Filestream.me is the best..

এপিকশেয়ারেও টরেন্ট লিচ করা যায়,চেক করে দেখতে পারেন 🙂 ( http://www.epicshare.net )

    Level 0

    @Ochena Balok: ধন্যবাদ। কিন্তু টরেন্ট আপলোড করলে এটা আসে > Error: Can’t start torrent (Can’t connect to 127.0.0.1:4081 (Connection refused) LWP::Protocol::http::Socket: connect: Connection refused at /usr/local/share/perl5/LWP/Protocol/http.pm line 51. )

    বেশ কয়েকটা টরেন্টই ট্রাই করছি।আর এই সাইটটার মত দেখতে আরো বেশ কিছু সাইট আছে(খালাত ভাই মনে হয়) ওগুলাতে অনেক আগে একবার দেখছিলাম,একই সমস্যা।

      @Mobstar: হ্যা আমিও তাই দেখলাম,আমি নিজে কখনো ব্যবহার করিনি আগে

Level 0

Dur Miya Filstreme E Sobar Ceye Best

    Level 0

    @meglariad: ফাইলস্ট্রিম এ মোবাইল থেকে বেশির ভাগ সময়ই ডালো করা যায়না।আমার কাছে put.io বেষ্ট।

put,io the best .
ফ্রি খাইতেসি । 😀

    Level 0

    @সজল আহমেদ: আমিও 😉

    মোবাইলে ফ্রী নেটের সকল ট্রিক্স দিয়ে একমাত্র put.io থেকেই কোন একটিবারের জন্যও ডাউনলোডে সমস্যা করেনি,কি সিম্বিয়ান,কি জাভা সফট !

Level 0

hm. put .io te registration koresilam ekhono use kori nai . dekhi use kore tobe amar kache furk and ai bytebx er service valo lagse.