ফোল্ডারের আইকন তো খুব চেঞ্জ করলেন, এবার EXE ফাইলের আইকন চেঞ্জ করুন।

কিছু কিছু সময় আপনার executable(.exe)  ফাইলের ICON পরিবর্তন করার দরকার হয়। এই জন্যই আমার এই টিউনটি। আমি আজ আপনাদের দেখাব কিভাবে executable(.exe)  ফাইলের আকন পারমানেন্টলি চেঞ্জ করতে হয়। স্টেপ-বাই-স্টেপ নিচে বর্ণনা করলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে।

1.  সবচেয়ে প্রথমে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে Icon Changer এর trial version ডাউনলোড করুন এবং আপনার অপারেটিং সিসটেমে ইনস্টল করুন।

2. যেই exe file এর ICON  চেঞ্জ করতে চান সেটার উপর Right-click করুন।

3. এখন আপনি Change Icon… নামে একটা অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন।

4. এখন আপনার Icon Changer program টি ওপেন হবে

5. Icon changer আপনার সিসটেমের সকলা ICONS  সার্চ করবে এবং এটা থেকে আপনি পছন্দের আইকন সিলেক্ট করুন।

6. এখন ICON পছন্দ করে  SET অপশনে ক্লিক করুন।

7. এখন একটা পপআপ উইন্ডো দুইটা অপশন জিজ্ঞাসা করবে।

  • Change embeded icon.
  • Adjust Windows to display custom icon.

এখান থেকে Change embeded icon সিলেক্ট করুন।

8. আপনার আইকন চেঞ্জের কাজ শেষ এবার আমাকে কমেন্ট করুন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনেরতো দেখতেছি ঝড় শুরু হইছে, সমস্যা নাই, চালাইয়া যাও। ( ssc পরীক্ষা শেষ, এখন আর কি করবা? ঝড় তোল।পরে যেন আবার টিউনের খরা চইলা না আসে খেয়াল রাখবা)
.
আর icon change করলে ভালই হয়, তাতে exe ফাইল গুলো আরো সহজ ভাবে ধরা যায়। ধন্যবাদ।

    আসলে মাঝখানে যে কয়দিন ঝড় থেমে ছিল সেই কয়দিন টিউনগুলো কালেকশন করে রাখছিলাম। আবার ঝড় থামাবো, আবার শুরু করব এভাবেই যতদিন বাচিঁ ইনশায়াল্লাহ চলবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সময়ের বড়ই অভাব তাই বেশী ধন্যবাদ দিতে পারলাম না। 😉

    তারপরেও আপনাকে ধন্যবাদ, একবার ঠু দিছেন তাই।

ভাল হয়েছে।

লিংকটি কাজ করছেনা। ঠিক করে দিন। সুন্দর বিষয় নিয়ে টিউন করার জন্য ধন্যবাদ। সবাই কি না দেখেই কমেন্ট করলেন!!!

Level 0

শোয়েব ভাই,ভাল টিউন দিলেন,
ধন্যবাদ…………..।

ভাল টিউন………….. ধন্যবাদ

    আপনারা আমাকে এভাবে উৎসাহ দিলে আমি সুন্দর মানষিকতা নিয়ে টিউন করতে পারব।

Level New

কঠিন জিনিস,ধন্যবাদ সহ সামনে এগিয়ে যাওয়ার শুভকামনা রইল।

ধন্যবাদ,ডাউনলোড করে রাখলাম পরে কাজে লাগবে।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।