আর নয় কোডেক! দারুন একটি মাল্টিফরমেট ভিডিও প্লেয়ার(অল ফরমেট সাপোর্টেড)

আমরা অনেকেই বিভিন্ন প্লেয়ার ব্যবহার করি কিন্তু বেশীরভাগ প্লেয়ারই সকল ফরমেটের ভিডিও সাপোর্ট করেনা। আর এজন্য একাধিক প্লেয়ার ইনস্টল করি। আপনাকে অল ইন ওয়ান সুবিধা দিতে এলো SMPlayer. এটিতে আপনি কোডেক ছাড়াই বিভিন্ন ফরমেটের ভিডিও চালাতে পারবেন । এর সাউন্ড কোয়ালিট অনেক উচ্চ। এর বিট ডিভিডি  প্লেয়ারের মত ।

এটি নিচের ফরমেটগুলো সাপোর্ট করে-

AVI, MKV, OGM, MPEG, VOB, 3GP, ASF, MOV, WMV, MP3, Ogg, DVD, Internet streams etc.

নিচের লিংক হতে এটি ডাউনলোড করতে পারবেন

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি Combined Community Codec Pack ব্যবহার করি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেই সব ফাইল চলে আমার পিসি’তে। এমনকি আজকালের হাই ডেফিনিশান .m2ts ফাইলও চলে বেশ ভালোভাবেই। আমাকে কখনো একাধিক প্লেয়ার ব্যবহার করতেই হয়নি।

আমার একটা প্রশ্ন আছে, কোডেক লাগেনা এই কথা কি ঠিক? এই প্লয়ারের ইনস্টল ফাইলের মধ্যেই নিশ্চয় কোডেক প্যাক দেওয়া আছে, নয়তো কিকরে সব ফাইল চালানো সম্ভব বলুন?

    কোডেক লাগেনা এই কথা কি ঠিক?——- এই কথাটি এই দৃষ্টিকোন হতে ঠিক যে, এই প্লেয়ারটি ব্যবহার করলে আলাদাভাবে কোডেক ব্যবহার করার দরকার নেই।
    এর সাউন্ড কোয়ালিটি উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের চেয়ে অনেকগুনে ভালো….

    সহমত রিয়া আপু, কোডেক ছাড়া কিভাবে হয়?

    কোডেক লাগেনা এই কথা কি ঠিক? — এই কথাটি এই জন্য ঠিক যে, এই প্লেয়ারটি ব্যবহার করলে আলাদা কোন কোডেক দারকার হয় না ।

    আমি K-Lite Mega Code Pack ব্যবহার করি তাই আমার WMP 11 সব ফরম্যাটের ভিডিও চলে।

কোডেক লাগেনা এই কথা কি ঠিক?——-এই কথাটি এই দৃষ্টিকোন হতে ঠিক যে এই প্লেয়ারটি ব্যবহার করলে আলাদাভাবে কোডেক ব্যবহার করতে হয়না বা লাগেনা ।
( ধন্যবাদ রিয়া আপু)

প্রায় ২ বছর আগে SMPLAYER এর অনেক ভক্ত ছিলাম. কিন্তু এটি সব ফরমেট সপোর্ট দেয় এটা ঠিক না, তাই এখন GOM এবং রিয়া অপু’র মত Combined Community Codec Pack ব্যবহার করি. এছাড়া VLC তো বস, একটু স্লো এই যা.

ধন্যবাদ.

    Combined Community Codec Pack….ETA KOTHAY PAOA JAY ?

    শিমুল ভাই, এইটি নতুন ভার্শনের ২ বছরের আগের না।

    এছারাও আরেকটি কোডেক আছে যা Combined Community Codec Pack এর মতো এবং কিছু ফরমাটের ক্ষেত্রে আরো কার্যকরী K-Lite Codek Pack http://www.free-codecs.com/download/K_lite_codec_pack.htm

    Thanks,
    kintu Combined Community Codec Pack install kore chalanor samay to EDVD file gulor sound 80% kome jachhe.
    ki korte hobe ?
    Please help me.

    বিপাশা! অনেকদিন পরে আপনাকে দেখছি, কেমন আছেন?
    Combined Community Codec Pack ব্যবহার করে সাউন্ড কমে যাচ্ছে? আমি এই ব্যাপারটা সঠিক বলতে পারবোনা, আমার এমন হয়নি কখনো 🙁

    এটা নতুন ভার্শনের , ২ বছরের আগের না 🙂

Level 0

রুহুল আমীন ভাই,ডাউলোড করলাম দেখি কেমন লাগে,আর আমি gom-playe ব্যবহার করি ধন্যবাদ।
নেট থেকে কোড নামিয়ে নিলে বস প্লেয়ার ……..

http://gom-player.en.softonic.com/

রুহুল আমীন ভাই আপনার মেইল পাইছি ধন্যবাদ।

Thanks all to watch this tune

আমি KM Player ইউজ করি …..রিমোটলি কন্ট্রোল করি মোবাইল থেকে …………

mama download link to kaj kore na 🙁

mama akon kaj kortacea 🙂

🙂 চালিয়ে যান 🙂

jotillllllllll