পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও প্রেসেজন্টেশন

কোথাও কোনো উপস্থাপনা তুলে ধরতে এমএস পাওয়ার পয়েন্টের বিকল্প এখন আর নেই। এ সফটওয়্যারে উপস্থাপনাটি (প্রেজেন্টেশন) যে ফরম্যাটে রাখা হয়, তা সহজেই সম্পাদনা করা যায়। আর সেটি চালানোর জন্য সব সময়ই দরকার হয় বড় আকারের অফিস প্রোগ্রামগুলো। আবার যদি পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা কোনো উপস্থাপনা টেলিভিশন বা মোবাইল ফোনে দেখানোর দরকার হয়, সে ক্ষেত্রে একে নির্দিষ্ট ধরনের ভিডিওতে পরিবর্তন করে নিতে হবে।
মনিটরে দেখা ছবি সংগ্রহ বা স্ক্রিন ক্যাপচার করার যেকোনো প্রোগ্রাম দিয়ে এই রূপান্তরের কাজটি করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে সমস্যা হলো, সম্পূর্ণ উপস্থাপনার প্রতিটি স্লাইড নির্দিষ্ট সময় অপেক্ষা করে পরিবর্তন করতে হবে। শেষ হয়ে গেলে বন্ধ করে এটি সম্পদনা করতে হবে। এই বিশাল কাজটি না করেও পাওয়ার পয়েন্টে তৈরি করা স্লাইড থেকে সরাসরি ভিডিও ফাইল তৈরি করা যায়। ডিভিডি প্লেয়ার, আইপড বা মোবাইল ফোনের উপযোগী করে বিভিন্ন ভিডিও ফরম্যাটে সরাসরি রূপান্তর করা যায় পাওয়ার পয়েন্টের ফাইলকে।
রূপান্তরের কাজটি করা যাবে লিউও পাওয়ার পয়েন্ট টু ভিডিও কনভার্টার নামের একটি সফটওয়্যার দিয়ে। সফটওয়্যারটি পাওয়া যাবে http://www.leawo.com/powerpoint-video-converter ঠিকানার ওয়েবসাইটে।
রূপান্তর করার জন্য ফাইল যুক্ত করার পর প্রতিটি স্লাইড কতক্ষণ পরপর পরিবর্তন করা হবে, স্লাইডগুলো চলার সময় কোনো অডিও ফাইল ব্যবহার করা হবে কি না, তা নির্ধারণ করে দেওয়া যাবে। সফটওয়্যারটির বিশেষ বিশেষ সুবিধাগুলো হলো, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে তৈরি করা সব ফরম্যাট (pptx, ppt, ppsx, pps) এটি সমর্থন করে ভিডিও ফাইল হিসেবে রূপান্তর করা হলেও প্রেজেন্টেশনে ব্যবহার করা সব ধরনের এনিমেশন সঠিকভাবে সংরক্ষিত থাকবে। সঠিক অনুপাতে রূপান্তর করার ফলে ছোট বা বড় যেকোনো আকারে দেখার সময় ছবি অসামঞ্জস্যপূর্ণ দেখাবে না। পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও রূপান্তর করা ছাড়াও এই সফটওয়্যার দিয়ে অডিও ফাইল রূপান্তরের কাজও করা যাবে।

আসা করি কমেন্ট করতে কেউ দ্বিধা করবেন না। কাল আবার হাজির হব নতুন কোন টিউন নিয়ে। শুভ রাত্রি।

Level 0

আমি সাইফুর রহমান (হীরক)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

E-mail: [email protected] Personal Blog: www.hirokbd.wordpress.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তোমাকেও অনেক ধন্যবাদ D:

Level 0

নতুন করে পড়তে ভালো লাগলো । তবে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই আমার মনে হয়েছে এটি আমার লেখাটির(http://nasir8891.wordpress.com/2010/02/04/powerpoint-to-video-converter/) সাথে মিলে যাচ্ছে। কিন্তু যেহেতু আপনি কোথাও উল্লেখ করেননি তাই ভবলাম হয়তো দুই জনের চিন্তা একরকম হতেও পারে।

ভালো থাকবেন।

পাওয়ার পয়েন্ট থেকে ভিডিও রূপান্তর করা ছাড়াও এই সফটওয়্যার দিয়ে অডিও ফাইল রূপান্তরের কাজও করা যাবে।

http://www.regnows.com/PowerPoint-to-Video-Pro.html