ইংরেজি গানের সাথে লিরিক চান? তাহলে এটা মিস করবেন না

আমরা অনেকেই বিশেষ করে তরুন প্রজন্ম ইংরেজি গান শুনতে অনেক পছন্দ করি। এর অনেক ভাল দিক আছে। যেমন ইংরেজি ভাল জানা যায়। তবে এর কিছু সাইড ইফেক্টও আছে। আমরা ওদিকে না যাই। ইংরেজি গানের পজিটিব দিক নিয়েই আমার আজকের টিউন।

আমরা ইংরেজি গান শুনি কিন্তু এর বেশির ভাগ অর্থ আমরা বুঝতে পারি না। কারন তাদের উচ্চারন আমরা বুঝতে পারি না। তাই আপনি যদি ইংরেজি গানের সাথে সাথে লিরিকও দেখেন তাহলে গানও যেমন বুঝতে পারবেন ঠিক তেমনি আপনার ইংরেজি শিক্ষাও হয়ে যাবে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি যাকে বলে।

আপনারা হয়তো ভাবছেন এটা অনেক ঝামেলার ব্যাপার এত লিরিক খুজবো কখন আর গান শুনবো কখন? না এত সহজে হতাশ হয়েন না। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, গানের লিরিক আপনাকে খুজে বের করতে হবে না। Minilyrics নামের এই ছোট সফটওয়্যারটি গানের লিরিক নিজে নিজেই খুজে বের করবে। আপনি যখন একটি গান প্লে করবেন তখন এটি অটোমেটিক লিরিক খুজে বের করে আপনার স্ক্রিনে তা শো করবে। এছাড়াও গানে যে লাইনটি শিল্পী বলছে ঠিক সে লাইনটির লিরিক বড় করে শো করবে। অর্থাৎ আপনি গানের সাথে গানের কথাও মিল পাবেন।

যে সব প্লেয়ার সাপোর্ট করেঃ

  • · Winamp
  • · Windows Media Player
  • · Foobar2000
  • · Apple iTunes
  • · RealPlayer
  • · Quintessential Player
  • · Musicmatch Jukebox
  • · MediaMonkey
  • · The KMPlayer
  • · JetAudio
  • · Yahoo! Music Engine
  • · J. River Media Center
  • · J. River Media Jukebox
  • · XMPlay
  • · BSPlayer

এছাড়াও সাথে আছে অনেক সুন্দর সুন্দর স্ক্রিন। এটি প্লেয়ার ওপেন করার সাথে সাথে নিজেও ওপেন হবে।

ডাউনলোড লিঙ্কঃ

Minilyrics v7.0.570

সাথে কীজেন ফাইল এবং প্যাচ ফাইল আছে। যেটা দিয়ে খুশি ফুল ভার্শন করে নিন। আর মজার বিষয় হলো ট্রায়াল ভার্শনেরও মেয়াদ শেষ হয় না তবে এত সুবিধা পাবেন না।

কারো কোন সমস্যা থাকলে মন্তব্যে জানান।

আশা করি সবার কাজে লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ সুন্দর তো, ডাউনলোড দিলাম।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

আপনার আর কোন কাজ নাই। খালি comment করেন। টিউন করবেননা?

    ভাই কিছু বললেন আমাকে?

    তাইলে আপনি যেখানে কমেন্ট করছেন এটা কি ?

জ়টিলসস এটাই খুছিলাম । ধন্যবাদ জুবায়ের ভাই ।

    জটিলস ধন্যবাদ ফাহিম ভাই।

    ফাহিম রেজা বাঁধন ভাইয়ার সাথে একমত। আসলেও খুব সুন্দর টিউন 😀

    দুই ফাহিম ভাইকে ডাবল ধন্যবাদ।

hindi song লিরিক side den……….

    ভাই আপনি কি হিন্দি ভাষা পড়তে জানেন?

    Hindi song ও হয় English a Lekha.

    আপনারা ঠিক কি বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না।

ভাইরাস !!!

জিপ ফাইলের ভিতরে যে “ক্রাকটা” আছে অইটা ভাইরাস ইনফেক্টেড।

    আপনি এখানে ক্রেক ফাইল পাইলেন কই? আর ভাইরাসতো অনেক পরের কথা।

সরি ক্রাক না, keygen টা “MiniLyrics v7.0.570\Keygen & patch\**”।

    ভাই আপনি কোন এন্টভাইরাস ব্যবহার করেন জানি না। তবে যদি ভাইরাস থাকতো তাহলে এখানে অনেকেই এটা বলতো।

Lyrics ….. ধন্যবাদ জুবায়ের ভাই ।

Level New

ধন্যবাদ হাসান ভাই। কিন্তু গানের artist and album এর নাম দেওয়া না থাকে তাহলে lyrics আসে না। তবুও আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    সায়েম ভাই আপনার কথা ঠিক বুঝলাম না। গানের artist and album না থাকলেও কোন সমস্যা নেই। এটা নিজে নিজেই খুজে বের করবে আর আপনাকে একবার সেটা সিলেক্ট করে দিতে হবে।
    ধন্যবাদ।

    Level New

    পেয়েছি option 😛

Level 0

জুবায়ের ভাই ধন্যবাদ……….।

খুবই মজার জিনিস | Thanks ……………

আমার আর কিচ্ছু বলার নেই……এই টিউন টা একটু দেখেন https://www.techtunes.io/tutorial/tune-id/14417/ ………

    আকাশ ভাই , অনেক কষ্ট করে লিঙ্কটা খুঁজে বের করেছেন তা দেখলেই বোঝা যায়। টেকটিউনের প্রতিটি টিউন সম্পর্কে আপনার জ্ঞানের পরিধি দেখে মুগ্ধ হচ্ছি।
    কিন্তু লেখক নিজের নিজস্বতা এবং অন্তর্নিহিত শক্তি ও মনের কথা দিয়ে সফটওয়্যারটির বর্ণনা করেছেন। তাই বলতে পারি এটা কপি-পেস্ট টিউন না। তাছাড়া ৪৪টি টিউন নিজের জ্ঞান ও বুদ্ধি দিয়ে করার পর ৪৫ টিউন ……… করে করবেন এই কথা আমরা ভাবলে ভীষণ ভুল হবে।

    ধন্যবাদ আকাশ ভাই লিঙ্কটা দিয়ে দেয়ার জন্য। আমিও এটা খুজ ছিলাম। তাহলে টিউনে বলে দিতে পারতাম। তবে আপনি নিশ্চই ভাল করে দেখেন নাই। ঐটাতে ট্রায়াল ভার্শন দিয়ে টিউন করা হয়েছে আর আমি ফুল ভার্শন + নতুন ভার্শন দিয়ে টিউন করেছি। আমি কি বুঝাতে চাচ্ছি আশা করি আপনি বুঝতে পারছেন।

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যওঃ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার হয়ে অসম্ভব সুন্দর জবাব দেয়ার জন্য।

হাসান ভাই দারুন একটা সফটওয়্যার। ডাউনলোড করলাম ভালো লাগলো। কিন্তু কীজেনটা কাজ করে না। এভিজি এটাকে ভাইরাস দেখাই। কীটা মন্তব্যে লিখে দিলে ভাল হয়। চালিয়ে যান……..

    সাথে প্যাচ ফাইল আছে। তাহলে প্যাচ দিয়ে ফুল ভার্শন করেন।

জটিল একখান সফটওয়ার গিফট……… ধন্যবাদ

হাসান ভাই কীজেন এবং প্যাচ দুইটারই একই অবস্থা এভিজি খুলতে দেয়না। দয়া করে কীটা মন্তব্যে যোগ করে দেননা ভাই কিংবা ইমেল করুন rasikul1989@gmail এই ঠিকানায়। আমি চাপাইনবাবগঞ্জের মানুষ ভাই ভালকৈরা কোহছি ভাই এ্যাকটু দেননাজি ভাই। খুবই দরকার। টেকটিউনস এর সকল টিউনার,পাঠক এবং টেকনিউনস কর্তৃপক্ষকে চাপাইনবাবগঞ্জে আমা খাবার দাওয়াত থাকলো। অবশ্যই আসবেন কিন্তু..

    বাংলাদেশে প্রথম গ্রহনযোগ্য মাত্রার অধিক আর্সেনিক পাওয়া যায় চাপাইনবাবগঞ্জে ১৯৯৩ সালে ।

    যে এন্টিভাইরাস ক্রেক,প্যাচ,কীজেন ফাইল ভাইরাস হিসেবে ধরে ডিলেট করে দেয় আমি বলবো সে এন্টিভাইরাস ব্যবহার না করাই ভাল। নাহলে সামনে আরো অনেক সমস্যায় পরবেন।

    আপনার মেইল চেক করেন। কী পাঠিয়ে দিয়েছি।
    আপনার দাওয়াতের জন্য ধন্যবাদ। 😀 😀

হাসান ভাই তাহলে কি্ এন্টিভাইরাস ব্যবহার করবো ভাই। আর আপনার মেইলতো এখনও পাইনাই ভাই। একটু দেখবেনকি?

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি ভাই চাপাইনবাবগঞ্জের ব্যাড সাইডটা না দেখে ভাল দিকগুলো দেখেননা ভাই। ধন্যবাদ

ধন্যবাদ কাজে লাগবে।

Level 0

ধন্যবাদ।

Level 0

নতুনের কিছুই নেই । এটা নিয়ে টেকটিউনসে আগেও টিউন করা হয়েছে । নতুন ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ ।

    আপনি নতুন একটা সফটওয়্যার বানান। ঐটা নিয়ে টিউন করবো।

ধন্যবাদ টিউনের জন্য।

Nice tune.thanks Mr.Jabir.

Level 0

ভাই ফাইল ডিলিট দেখাচ্ছে!!!!!!!!!

Level 0

mediafire থেকে ফাইলটি মুছে ফেলা হয়েছে। দয়া করে অন্য লিঙ্ক দিন অথবা আমাকে ইমেইল করন please
আমার ইমেইল [email protected]