যেকোন পন/ হ্যাকিং ওয়েব সাইট-এ আপনি বা আপনার শুভাকাঙ্খীর প্রবেশাধিকার সংরক্ষন করুন।

বিধাতা মানবজাতির উপকারের জন্য বিভিন্ন উপকরন তৈরী করেছেন, এসব উপকরন কারো কারো অনেক ভালো লাগে আবার কারো লাগেনা। সেইরকম আমার এই টিউনটি হয়ত কারো কারো উপকারে আসবে। আবার একই সাথে কারো কারো উপকারে আসবেনা। আজকে প্রথম টেকিটউনে টিউন করতে বসলাম। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে পজেটিভ কমেন্ট দিবেন। যাই হোক আপনাদের মূল্যেবান সময় নষ্ট না করে শুরু করি।
আমি যে সফটওয়ার এর কথা বলতে যাচ্ছি তার নাম "k9 Web Protector"।
এই সফটওয়ারটির দ্বারা আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্লক করতে পারবেন। যেমন:

শুধু তাইনা আপনি এই ব্লক লিষ্ট থেকে আপনার প্রয়োজন অনুযাযী ব্লককৃত আইটেম (ওয়েব সাইট) কম বেশী করেতে পারেবন।
যেমনটি আপনার পিকচারটিতে দেখছেন, এইখানে বাম পাশ্বে High, Default etc. item দেয়া আছে। চাহিদা অনুযায়ী কম বেশী করুন। আবার আপনি ইচ্ছা করলে ব্লককৃত ওয়েব এড্রস কিছুক্ষন বা কিছু ঘন্টার জন্য আনব্লক করতে পারেন। যেমন:

বাকীটা আপনি নিজেই দেখে নিবেন।
আর যদি আপনার সফটওয়ারটি ডাউনলোড করেন তাহলে ইন্সটলের সময় অবশ্যই License এ ক্লিক করেবন, এবং এটি আপনার ইমেল এড্রেস চাইবে এবং সাথে সাথে আপনার ইমেইল এড্রেসে License key পৌছে যাবে।

ডাউনলোড করেন এই লিঙ্ক থেকে।
http://www.ziddu.com/download/10020123/k9-webprotection.rar.htm

সুত্র: প্রথম আলো।

Level 0

আমি Ashiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনটিতো খুবই ভাল হইছে কিন্তু এতদিন নজরে আসেনি কেন বুঝতে পারলাম না,আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউন্টির জন্য।