Internet Download Manager V5.19.3 ফুল ভার্সন।$29.95 ডলার সাশ্রয় করে ফ্রী’তে ডাউনলোড করুন।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।অনেকেই আই.ডি.এম (Internet Download Manager) নাম কম বেশী শুনেছেন।ইন্টারনেট ডাউনলোড মেনেজার সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ । কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড ফাইল থাকে না।  ওই ফাইলটি নিজ থেকেই IDM ডাউনলোড শুরু করে দেয়।যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা। আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব।

Internet Download Manager Feature:

১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ইউআরএল এ ডাউনলোড লিংক এসে গেছে।

২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।

৩।  গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎ ভিডিও,অডিও,টেক্সট ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

৪।  Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন।

৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট ।

৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস সম্পকে সচেতন করে।

আরো বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন।

লেটেষ্ট ভারর্শন হল ৫.১৯.৩.০ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন অথবা  এখানে ক্লিক করুন।

"এটি ১০০% অরিজিনাল আই.ডি.এম এর মত কাজ করে"। নিশ্চিন্তে ব্যবহার করুন এবং সুন্দর সুন্দর মন্তব্য করুন।

যারা ব্যবহার করতে পারছেন না তারা নিচের নিয়ম অনুসরন করুন

পূবের ভার্সন থাকলে Uninstall করার সময় সম্পূন ডিলেট অপশনে ক্লিক করুন, তাহলে registered  ফাইল গুলো সাথে  ডিলেট হয়ে যাবে। এরপর  কম্পিউটার রিষ্টাট করু্ন। আপনার ডাউনলোডকৃত আই.ডি.এম 5.19.3 ফোল্ডারে প্রবেশ করুন এবং এক্স ফাইলটিতে ক্লিক করে ইন্সটল করুন ----> ইন্সটল সম্পূণ হলে IDM Crack ফোল্ডারে প্রবেশ করে IDMan.exe এবং Registration.REG এই দুইটি ফাইল কপি করুন--->এবার যে স্থানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্সটল করা হয়েছে সে ফোল্ডারে প্রবেশ করে এই দুইটি ফাইল পেষ্ট করুন---> তারপর Registration.REG লেখা ফাইলটিতে ক্লিক করুন--->প্রথমে বক্সে ইয়েস এবং পরের বক্সে ওকে লেখাতে ক্লিক করুন।এখন স্টার্ট মেনুতে গিয়ে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফোল্ডারে প্রবেশ করে IDM রান করুন এবং ১০০% নিশ্চিন্তে আনলিমিটেড ব্যবাহার করুন

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ!!!! ভাইয়া…

    Level 0

    আপনাকে ও ভাইয়া!!!!!

আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য একটা কাজের জিনিস দিছেন ডাউনলোড করে নিলাম।

    Level 0

    আপনাকে ধন্যবাদ

nice and usefull tunes.thanks bro

    Level 0

    ধন্যবাদ আপনাকে

হায়!! হায়!! ইশান ভাই সর্বনাশ হইয়া গেছে……………………….আমি আপনাকে ধন্যবাদ না জানিয়ে জিনিষখানা ডাউনলোড কইরা ফালাইছি!!……হা……..হা………টেংকিউ

    জাহাংগীর ভাইইয়ের ছবিটা আর টীউনটা খুব সুন্দর হইছে…

কাজের টিউন !

    Level 0

    ধ্যনবাদ।

প্রশ্নঃ আপনি বলেছেন, ” আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই।যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন।” আপনি স্পষ্ট করে বলার পরও আবার জিজ্ঞেস করছি, হটফাইলে কোন রিজিউম সাপোর্ট নাই, ঐখান থেকেও কি রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করতে পারব?

    Level 0

    Internet Download Manager will resume unfinished download from the place where they left off.Comprehensive error recovery and resume capability will restart broken or interrupted downloads due to lost or dropped connections, network problems, computer shutdowns, or unexpected power outages

    Level 0

    কিন্তু এটা হটফাইলকে কিংবা মেগাআপলোড কিংবা রেপিদশেয়ার এগুলো কে আইডিএম কিন্তু কখনো রিসিউম করতে পারেনা

IDM ডাউনলোড করে ইনস্টল করলাম।
(You may choose the order, buttons, and columns to appear on the main IDM window. There are several different skins for the toolbar with different button styles. All skins can be downloaded from IDM home site. Also users can design their own skins.)
পছন্দমতো স্কিনও ডাইনলোড করেছি। কিন্তু এগুলো ইনস্টল করবো কিভাবে ?

    Level 0

    প্রথমে Internet Download Manager অপেন করুন—>ভিউ ক্লিক—> Customiz url লিস্ট ক্লিক—>ওইখান থেকে আপনার পছন্দ মত Toolbar looks এর জিপ ফাইল গুলো ডাউনলোড করুন—>জিপ ফাইলটি Extract করুন—>এবার যে স্থানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইন্সটল করা হয়েছে সে ফোল্ডারে প্রবেশ—>Toolbar ক্লিক করে Extract ফাইল গুলো পেষ্ট করুন—>এবার Internet Download Manager রিষ্টাট করুন–>এবং ভিউতে আপনার ডাউনলোডকৃত Toolbar ক্লিক করুন।

    ধন্যবাদ Esshan ভাই আপনার কাজের টিউন ও টুলবার সেটিংসের টিপস্ দেবার জন্যে।
    আমি পছন্দের টুলবারটি সেট করতে পেরেছি, কিন্তু সেটা ডিফল্ট হিসেবে আসছে না। কমপুটার রিস্টার্ট দেবার পর পুরনো (ডিফল্ট) টুলবারটিই আবার আসছে। আমার ডাউনলোডকৃত টুলবারটিকে কি ডিফল্ট হিসেবে সেট করা যাবে? প্লিজ উপায় জানাবেন।

    Level 0

    কিন্তু ভাই আমার তো এই সমস্যা হচ্ছে না । আমার পিসি সারাদিনে ৮-১০ বার বন্ধ এবং রিষ্টাট দেওয়া হয়। কিন্তু Internet Download Manager এর Toolbar তো আমি যেটা নিবাচন করি সেটাই থকে।আপনি একটু ভাল করে দেখুন কথায় ভুল হচ্ছে ।

    ধন্যবাদ ভাইয়া, অবশেষে ভুলটা শোধরাতে পেরেছি। আর fake registration এরও সমাধান করে registration ভার্সন ব্যবহার করতে পারছি।
    টিউন ও টিপসের জন্যে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ!!!!!

fake registration,
idm not works.
shakil arefin bhai please check this .

    Level 0

    কেন কাজ করে না একটু বুজিয়ে বলবেন।এটা ১০০% কাজ করে ।

    ইশতিয়াক ভাই, আপনি কি আগে IDM এর কোন registered ভারসন ইউস করতেন? যদি করে থাকেন তাহলে এটা কাজ না করে fake registration দেখাবে। এটাকে ঠিক করতে হলে এগুলো করেন। idm আন-ইন্সটল করুন।
    এরপর start-run-লিখুন regedit- enter- SOFTWAREHKEY_LOCAL_MACHINE-SOFTWARE- এগুলো পাশের + চিহ্ন গুলোতে ক্লিক করে – মাইনাসে আনুন। এখন Internet Download Manager এ ডাবল ক্লিক করলে দেখবেন ডান পাশে email, serial সহ অনেক নাম্বার আছে। এগুলোকে সব গুলোকে ডিলিট কবুন।তারপর ইচ্ছে হলে পিসি রিস্টার্ট ও দিতে পারেন ।
    এবার Esshan ভাই এর লেটেস্ট আইডি এম ইন্সটল করে registration করুন। কাজ হলে জানাবেন, ইমেইল- likewarid {at} gmail {dot} com

    ইশতিয়াক says:
    ১ জুন, ২০১০ at 4:13 পুর্বাহ্ন

    fake registration,
    idm not works.
    shakil arefin bhai please check this .
    ___________________________________

    এটা শাকিল ভাই এর আইডি নাকি ????

নিচের লিংকটা দেখুন আর সহজ কেরামতিতে ব্যবহার করুন আইডিএম এর সর্বশেষ ভার্শন
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23705/

টিউটি ভাল হইছে but আপনার টিউনের বিভাগটি ঠিক করুন, এটিতো কোন হ্যাকিং নয় বা সাইবার ক্রাইম ও নয়। হ্যাকিং বিভাগটি এসব টিউন না করে বিভাগটির বিশুদ্ধতা রক্ষা করুন।

    Level 0

    একমত …………

    Level 0

    কি বলেন ভাই! $29.95 সফটওয়্যারটি একদম ফ্রীতে ব্যবহার করা কে কি বলে?

amar o fake registration,dur kno j ae idm setup korta galam?bi fack dakai kno? taratari somadan dan

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও says:
    ১ জুন, ২০১০ at 1:54 অপরাহ্ন

    ইশতিয়াক ভাই, আপনি কি আগে IDM এর কোন registered ভারসন ইউস করতেন? যদি করে থাকেন তাহলে এটা কাজ না করে fake registration দেখাবে। এটাকে ঠিক করতে হলে এগুলো করেন। idm আন-ইন্সটল করুন।
    এরপর start-run-লিখুন regedit- enter- SOFTWAREHKEY_LOCAL_MACHINE-SOFTWARE- এগুলো পাশের + চিহ্ন গুলোতে ক্লিক করে – মাইনাসে আনুন। এখন Internet Download Manager এ ডাবল ক্লিক করলে দেখবেন ডান পাশে email, serial সহ অনেক নাম্বার আছে। এগুলোকে সব গুলোকে ডিলিট কবুন।তারপর ইচ্ছে হলে পিসি রিস্টার্ট ও দিতে পারেন ।
    এবার Esshan ভাই এর লেটেস্ট আইডি এম ইন্সটল করে registration করুন। কাজ হলে জানাবেন, ইমেইল- likewarid {at} gmail {dot} com

    Level 0

    আপনি সঠিক পদ্ধতি বলেছেন
    কিন্তু এটা টিউনে আশা উচিত ছিলো
    যাহোক আমি একটা কথা বলি কেউ মনে কিছু নিয়েননা

    টিউনার এটা পেয়ে এটা শেয়ার করেছেন এটা যেমন সত্য(এ জন্য তাকে ধন্যবাদ)
    ঠিক তেমনি উনি এর ফুল ব্যবহার প্রদান করতে পারেননি………
    তাই সকলকে অনুরোধ টিউনের আগে ২-১ দিন নিজে ব্যবহার করুন…সমস্যা দেখুন
    এতে টিউনে আরো প্রচুর তথ্য দেওয়া সম্ভব হবে,
    আর এতে আপনাদের সকলের টিউনের মান অনেক বৃদ্ধি পাবে

    AKHON SOB OK HOYA GASA.THANK U.

    Level 0

    এত সহজ জিনিশে, বানিয়ে ফেলছেন কত বড় বড় সমস্যা ।আপনি আমার টিউনটির নিচের অংশের লেখা গুলো ভাল মত লক্ষ না করায় এই সমস্যাটি হয়েছে।যাই হক ওরারিদ ভাই আপনাকে ধ্যনবাদ……।

    Lucky FM ভাই আপনি না জেনে অযাথা মন্তব্য করবেন না।প্লীজ!!!সুধু আপনাকে একটা কথা বলতে চাই, আপনি মেহেরবানী করে সফটওয়্যারটি ডাউনলোড করে প্রথমে হেল্প ক্লিক করুন…>About IDM ক্লিক করুন।

Level 0

অসাধারন জিনিষ, অনেক দিন থেকে ব্যবহার করছি। ধন্যবাদ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ!!!

অনেক দরকারি সফট। কাজ়ে লাগবে।

অনেক অনেক ধন্যবাদ 🙂

    Level 0

    আপনাকেও ধ্যনবাদ

Level 0

এই পযন্ত ৫৪৮ জন ডাউনলোড করেছেন, কিন্তু মন্তব্য এত কম কেন???

    কেন আবার জানেন না……………..বাঙ্গালী কেবল নিতে জানে কিছু দিতে জানে!!!! ওরে আবার তোরা মানুষ হ……………

    Level 0

    আপনার মন্তব্যগুলো ও বরাবরের মতই উৎসাজনক । অসংখ্য ধন্যবাদ আপনাকে

Level 0

এসান ভাই, আপনাকে ধন্যবাদ, সবার দৃর্স্ঠি আকর্যন করছি যাদের fake registration,
idm not works.তাদের জন্য এ প্যাঁচটি http://www.mediafire.com/?gyw0ytmtwnu
ডাউনলোড করে নিন । এবার প্রথমে ANTI VIRUS ও idm ডিজেবল করে নিন পরে প্যাঁচটি অপেন করে প্যাঁচটি অপশনে ক্লিক করে নিন । এবার সারা জীবনের জন্য ঝামেলা খতম………।

    Level 0

    কি জিনিস দিলেন ভাই! আমার পিসিতে ডাউনলোডই করা যায় না “ESET” smart security ভাইরাস হিসাবে চিহ্নিত করে?

খুব ভাল একটা সফটওয়্যার। অনেকদিন ব্যবহার করেছি (এখন অবশ্য ফ্রী ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি)। সফটওয়্যারটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    আমার দেওয়া ফ্রী “ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি” ব্যবহার করে দেখুন।

THANK YOU ESSHAN BHAI, THANK YOU সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও BHAI,THANK YOU [আইটিপ্রেমী রুহুল ] BHAI, THANK YOU SHAKIL AREFIN BHAI.
YEAH PREVIOUSLY I BEEN USED IDM, SO NOW YOUR RESPONSES MAKES ME ALL CORRECT , RESULT 100% OK.

ধন্যবাদ আপনাকে । খুবই একটা কাজের জিনিস উপহার দিলেন।

    Level 0

    ধ্যনবাদ!!! আপনাকেও

Level 0

এসান ভাই, আপনে আমার টিউনটি ঠিক মতন পড়েননি? প্রথমে ANTI VIRUS ডিজেবল করে নিন পরে ডাউনলোড করে নিন ধন্যবাদ……….।

    Level 0

    ভাই আপনার এটাতে দেখি Spyware আছে !!!!!!

Level 0

“সতর্কবানী”
ভাইরাসের সাথে জরিত, এই ধরনের লিংক অথবা সফটওয়্যার দেওয়া থেকে প্লীজ বিরত থাকুন।

Level 0

Esshan Vai,
Thank u very much.
Really useful tunes.
No virus detected coz it changes system registry. I wanted ths coz when we download a patch file then our antivirus detected it and remove. Personally I don’t want to stop my antivirus and install a program coz I am using license key antivirus so I have to secure my computer first. So I didn’t want to download patch coz most of the time it contain malware.
When I read ur tunes and was confused tht I wud download or not coz it wud be like other patch. But when I unzip then realize what I wanted I get it now. I was using 6.05 trail version and now im happy wth 5.19
Thank u again bro. Good job. Cheers ::::::::::::::::: 😀