আমার দেখা সেরা মিডিয়া প্লেয়ার, আমি এমন কোন মিডিয়া ফরমেট পাইনি যেটা এই প্লেয়ারে চলেনি! লাগবে নাকি আপনাদের?

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকি। আমরা যদি কোন জরিপ করি তাহলে দেখা যাবে গড়ে আমাদের সবার কম্পিউটারে কমপক্ষে ৩টা মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে। কোনটা ভিডিও দেখার জন্য আবার কোনটা গান শুনার জন্য। আবার কিছু কিছু ভিডিও দেখার জন্য আলাদা বিশেষ বিশেষ প্লেয়ার আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু শুনতে আশ্চর্য লাগলেও সত্য কথা হলো আমার কম্পিউটারে মাত্র একটা মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে। অবাক হলেন তাইনা? আসলে আমি এমন কোন ভিডিও বা অডিও ফরমেট আজো পাইনি যেটা এই প্লেয়ারে চলেনি। তাহলে আর বাড়তি অন্য প্লেয়ার ইনস্টল দিতে যাবো কেন?

যাইহোক আপনারা হয়তো অনেকেই আমার উপর অতি মাত্রায় বিরক্ত হয়ে গেছেন! হয়তো ভাবছেন বেটা এতো কথা বলছে অথচ প্লেয়ারটার নামটাই বলছেনা! এই জাদুকরি প্লেয়ারের নাম শুনতে হয়তো আপনাদের ধৈর্য্য আর কুলাচ্ছে না । তবে আর দেরী না করে বলেই ফেলি..... প্লেয়ারটির নাম Daum PotPlayer । হয়তো এই নাম আপনাদের অনেকেই আগে কখনো শুনেননি । তবে কথা যাইহোক আমি আশা করছি আজকের পর থেকে টেকটিউনস এর সবাই শুধু এই একটা প্লেয়ারের নামই জানবে ।

ডাউনলোড করার আগে চলুন জেনে নিই দেখতে কেমন হবে এই প্লেয়ারটি

ডাউনলোড করে ইনস্টল করে আপনারা যখন এটা চালাবেন তখন দেখতে এরকম লাগবে।

দেখতে ভালো লাগছেনা তাইনা? সমস্যা নেই প্লেয়ারের যেকোন জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Skin Option থেকে Skin পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের Skin। আমার প্লেয়ারটি দেখতে এরকম।

সাপোর্টেড মিডিয়া ফরমেট এবং ডাউনলোড

যে কোন ধরনের অডিও বা ভিডিও ফাইল সাপোর্ট করবে। আমি আজো খুজে পাইনি কোনটা সাপোর্ট করেনা। সুতরাং আপনারা কেউ পেলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পোষ্ট আপডেট করে দিবো। যাহোক অনেক কথা বলা হয়েছে। এবার ডাউনলোড করার পালা। নিচের ডাউনলোড লিংক থেকে এখনি এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন ।

৩২ বিটের জন্য এখান থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ১৫ এমবি ।

৬৪ বিটের জন্য এখান থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ১৩ এমবি ।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । কিন্তু আমার কাছে MPC-HC সবচেয়ে ভাল লাগে । এতেও আমার জানামতে সব ফরম্যাটের ভিডিও সাপোর্ট করে ।

সব চলে না। আমার একটি (এমপি-৪) মুভি চলে নি।

    @স্ট্যালিন: এমপি-৪ না চলার কোন কারন নেই, আপনি ফাইলের প্রপার্টিস থেকে ডিফল্ট মিডিয়া প্লেয়ার হিসাবে এটা সিলেক্ট করে দেন । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

      @সানিম মাহবীর ফাহাদ: অন্য প্লেয়ারে চলে কিন্তু আপনার দেওযা প্লেয়ারে চলে না কেন বুঝলাম না।

        এটার ওল্ড ভার্সন ব্যবহার করেন তাহলে। তবে বর্তমান ভার্সনও এখন অনেক আপগ্রেডেড।

আমি QQ Player ব্যবহার করি।

Level 0

আমার gp র call লিস্ট Onlineএ দেখতে চাই কেউ সাহায্য করবেন ।
এ নিয়ে TTতে যে টিউন হয়েছে তার tune ID হলেও চলবে ।

Level 0

আমার সবচেয়ে প্রিয় এই প্লেয়ারটি…আমি বিগত ২ বছর ধরে এটা ইউস করি ।

Bigoto 1yr jabot ei player ta use korsi…. age km player use kortam… pot player er sobkisui valo but resolution quality kmp er cheye kharap, performance e gie sob kisu high kore nileo kmp er moto quality paoa jay na… picture quality er dik theke ami splash player kei egie rakhbo but low configuration er pc er jonno pot player is the best… jodio amar janamote korean ei software er kono english online forum nei…. share korar jonno thanks….

    @ashik faisal: আপনাকেও ধন্যবাদ পট প্লেয়ার সম্পর্কে এতো সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ।

Level 0

may be it will better but I will tell another player name.BS PLAYER. you can watch video three
different view other wise it will take subtitle auto download over all best. you can try it?

    ব্যাপারটা আপেক্ষিক। একেক জনের কাছে একেকটা ভালো লাগে। তবে আমার কাছে এটাই সেরা।

ekta mp4 format support korena

Level 0

ভাই এই প্লেয়ারটা কি ইউনিকোড সাপোর্ট করে???

আমার কাছে KM কে বেস্ট মনে হয়।

Vlc use kori r kono kisu lagena.

ভাই আমি অনেক দিন থেকে এটা ব্যবহার করি কিন্তু পুরান ভার্ষণ। কিন্তু সিনেমা হলে যে মুভি গুলো চালায় সে গুলোর সাউন্ড খারাপ হয় বলে চালায় না তারা। আপনার নতুন ভার্ষণ খুব ভাল লাগলো কিন্তু একটা সম্যসা যে মাউসের চাকা চাপলে পুরানটাতে গান নেক্স হত, ডাবল কিলিক করলে বড় হত কিন্তু এটা তা হয় না? যদি এই কমান্ট চেন্চ করা যায় একটু বলেন।

    সেটিংস থেকে আপনি মাউস বাটনগুলো নতুন করে এসাইন করতে পারবেন। তখন আর ঝামেলা হবে না।

Asha kori Player ta Valo i hobe.
Amar dekha sob rokom feature saho sob theke chhoto (7 mb) Player bodh hoy ”SPlayer”.
Koyekta ”Dual Audio movie” problem chhara ekhono porjyonto kono vdo format dekhte asubidha hoy ni.
Ebar eta use kore dekhi….ki hoy !!!
Thanks 2 All.

    প্লেয়ারের ব্যাপারটা আপেক্ষিক। একেক জনের কাছে একেকটা ভালো লাগে। আমার কাছে এটাই সবচেয়ে ভালো।

xp SP3 তে সাপোট করবে…?

webvix codec suppoteded video cannot play

Level 0

Nice Player!

KMPlayer, VLC & Pot Player
these three are equally best.
And for Codec support “K-lite Mega Codec Pack” is the best.

    এটা যখনকার টিউন তখন এটাতেই বেশি সুবিধা ছিলো। আমি এখনও এটাই ব্যবহার করি।