সুনান আবূ দাউদ ( সহীহ ও যইফ আলাদাকৃত ) ডাউনলোড করুন

সুনান আবূ দাউদের যেসব পিডিএফ আছে সেগুলোতে সহীহ যইফ আলাদা করা নেই। এই খন্ডটিতে আলাদা করা হয়েছে। নেটে প্রাপ্ত এই বইটি আামার কাছে বেশ ভালো লেগেছে।

কারণ :
এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্য হলো :

sahih abu dawood bangla

এটির হাদীসে সহীহ ও যইফ তাহক্বীককৃত করা হয়েছে যা বাজারের অন্যগুলোতে বিদ্যমান নেই।
হাদীসের তাহক্বীকের ক্ষেত্রে শুধু শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর বর্ণনা নয়, সেই সাথে অন্য মুহাদ্দিসীনে কেরামের বর্ণনায় উল্লেখ করা হয়েছে।
হাদীসগুলো অন্য যে হাদীসগ্রন্থে রয়েছে সেগুলোও উল্লেখ করা হয়েছে।
অন্যান্য হাদীস গ্রন্থের শুধু হাদীসগুলো নয় বরং সেই সাথে অধ্যায়ের নম্বর ও শিরোনামও বর্ণনা করা হয়েছে।
হাদীস সহীহ ও যইফ এর ক্ষেত্রে শুধু উল্লেখ করা হয় নি। সেই সাথে কেনো সহীহ বা কেনো যইফ, কোন কোন রাবী দুর্বল বা মিথ্যাবাদী বা শাহেদ (সমার্থক) হাদীস রয়েছে কিনা তাও উল্লেখ করা হয়েছে।
হাদীস বা হাদীসের অনুচ্ছেদ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি তা উল্লেখ করা হয়েছে। যা অনন্য। এই বিষয়টি আমাদের হাদীস হতে উপকৃত হতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরুর পূর্বে এ সংক্রান্ত মাসআলাগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। যা আমাদের সেই বিষয়গুলো থেকে বিশদ ধারণা পেতে সাহায্য করবে। যেমন উযূর পূর্বে উযূর মাসআলা, গোসলের পূর্বে গোসলের মাসআলা, তায়াম্মুমের মাসআলা প্রভৃতি।
সুনান আবূ দাউদের কোন হাদীস মিশকাত শরীফে থাকলে তা নম্বর সহ উল্লেখ করা হয়েছে। যা মাদরাসায় পড়ুয়া ছাত্রদের সহযোগীতা করবে ।
বিভিন্ন বিরোধপূর্ণ মাসআলার ক্ষেত্রে কিভাবে সঠিক বিষয়টি জানা যায় বা কোন বিষয়টি সুন্নাহর কাছাকাছি সে বিষয় বিস্তারিত জানার জন্য টীকা সহ বিস্তারিত আলোচনা রাখা হয়েছে। শুধু একটি মতের হাদীসগুলো নয় সব মতের হাদীসগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। এবং নিরপেক্ষভাবে সহীহ সুন্নাহর ক্ষেত্রে কোনটি সঠিক তা আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে মুহাদ্দিসগণ ও ইমামদের মতামত কি তাও আলোচনা করা হয়েছে।
“যা জানা জরুরি” শিরোনামে হাদীসের বিষয়গুলো সম্পর্কে কিছু লেখা হাদীসের সহীহ ও যইফ এর নীতিমালা বিষয়ে প্রাথমিক ধারণা দিবে ।
” পিডিএফ এর কপিটিতে প্রত্যেকটি পাতায় ইন্টারেকটিভ লিংক ( Interactive Link ) যুক্ত করা হয়েছে। যাতে পাঠকদের পড়তে সুবিধা হয়। প্রতিটি সূচীপত্রে ক্লিক করে সেই কাঙ্খিত পেজে যেতে পারবেন আবার ক্লিক করে সূচীপত্রতে ফিরে আসতে পারবেন।

বইটির ডাউনলোড লিংক

বইটি আমি পেয়েছি এই সাইট থেকে

Level 0

আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am shahadat from RUET. I am so simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks and zajakallahu khairan zajza.

http://WWW.waytojannah.com is the best Islamic site. you may visit this.

একজনের অনুমতি ছাড়া বই কাটাছেড়া করা উচিৎ না। বইটা বোধহয় আলবানীর। সকল মুহাদ্দিসগনই তাদের মতে সহিহ জইফ নির্ধারণ করেছেন তবে দুনিয়ায় একমাত্র আলবানীই তার মত মত বইটাকে দুইভাগ করেছেন

    @Junaid Ahmed Shawon: এটা আপনার অজ্ঞতা। যুগে যুগে হাদীসের তাহক্বীক চলতেই থাকবে। আধুনিক মুহাদ্দিসগণের মধ্যে মুসনাদে আহমাদের তাহক্বীকই করেছেন দুজন বিখ্যাত মুহাদ্দিস শাইখ আহমাদ শাকির ও শুআইব আরনাউত্ব, ইবনে খুজাইমার তাহক্বীক করেছেন ড. মুস্তফা আজমী, দারে কুতনীর তাহক্বীক করেছেন ড. সালিম হুসাইন, যাদুল মা’আদ এর তাহক্বীক করেছেন কাদির আরনাউত্ব। এভাবে না জেনে মুহাদ্দিস সম্পর্কে মন্তব্য করা ঠিক হয়নি। এরকম আরও মুহাক্কিক আলেম রয়েছে। যেমন ফুয়াদ আল বাকীও অন্যতম।