প্রফেশনালদের মতো আপনার ছবিতেও ভেক্টর আর্ট করুন!!!(চমকে দিন বন্ধুকে)

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আমার এই টিউনের জন্য আমি প্রায় দুই দিন ধরে কাজ করেছি। যারা ভেক্টর আর্ট সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন এটা কত জটিল ব্যাপার। ফটোশপের মাধ্যমেও ভেক্টর আর্ট করা বেশ জটিল এবং কঠিন ব্যাপার। তবে Adobe Illustrator দিয়ে করা গেলেও আমার মতো যারা এসব কিছুই জানে না তাদের জন্য নিয়ে এসেছি একটা জটিল সফটওয়্যার। যেটা দিয়ে আপনি ফটোশপ বা Adobe Illustrator এর কাজ না জেনেও ভেক্টর আর্ট করতে পারবেন।

Algolab Photo Vector নামের এই সফটওয়্যার দিয়ে আমি গত দুই দিন ধরে চেষ্টা করে ভেক্টর আর্টের কাছাকাছি মনে হয় কিছু একটা দাড় করাতে পেরেছি। এখানে যারা এ কাজ পারেন তাদের কাছে হয়ত হাস্যকর লাগবে। কিন্তু তারপরেও যেটুকু করেছি তা এই সফটওয়্যার ছাড়া কখনো সম্ভব হতো কিনা জানি না। কারন আমি ফটোশপ বা Adobe Illustrator এর কিছুই জানি না।

অনেক কথা বলে ফেললাম। এবার কাজের কথায় আসি। তবে আপনারা আবার ভয় পেয়ে পিছিয়ে যাইয়েন না। একটু কঠিন হলেও আপনারা যদি ধৈয্য সহকারে চেষ্টা করেন তাহলে আশা করি সফল হবেন। তাহলে চলুন এবার আমার করা ভেক্টর আর্ট দেখি।

সাধারন ছবিঃ

ভেক্টর আর্ট করা ছবিঃ

তেমন ভাল হয় নাই জানি। তবে নাই মামার চেয়ে কানা মামা ভাল।

তৌহিদুর রহমান ভাই ভেক্টর আর্ট নিয়ে টিউন করেছিলেন। উনার টিউনের একটা ছবি দিলাম।

দেখেছেন কতো সুন্দর!
উনার টিউন এখানে

ডাউনলোড লিঙ্কঃ

Algolab Photo Vector 1.98.86
এটি মাত্র 2MB।

যেভাবে ভেক্টর আর্ট করবেনঃ

সফটওয়্যারটি ওপেন করুন।
ছবি আপলোড করুন।
এখন আপনি যদি কোন এডিটিং ছাড়াই ভেক্টর আর্ট করতে চান তাহলে মানুষের আইকনটাতে ক্লিক করে কাজ সারতে পারেন। তবে এতে তেমন ভাল হয় না।
তাই এডিটিং করে নিলে ভাল হয়। এটা করতে যান Edit => Bitmap and Palette । এখান থেকে আপনার প্রয়োজন মত পরিবর্তন করে নিন। আরও বিস্তারিত জানতে F1বা Help এ গিয়ে দেখুন।

আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি ট্রাই করে….কেমন কাজ করে….

ভাই এইটাই খুজছিলাম……….।।.।।……

অনেক সুন্দর টিউন যোবায়ের ভাই

Level 0

সুন্দর টিউন হয়েছে, ধন্যবাদ।

    দুঃখিত , দুইবার মন্তব্য হয়ে গেল। আমি আসলে একটা জিনিস টেস্ট করছিলাম। কিভাবে সফটওয়্যার এর সাহায্যে এক ক্লিক এ automatic মন্তব্য দেয়া যায়। আমি এখন এক ক্লিক(shift+a) দিতেই মন্তব্য পোস্ট হয়ে গেল।
    এর কাজ হল আমি আগেই বিভিন্ন মন্তব্য তৈরি করে রাখব। এখন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কী চাপলেই বিভিন্ন মন্তব্য পোস্ট হয়ে যাবে। সমস্যা হল বাংলা কাজ করে না। বাংলা কাজ করানোর চেষ্টা করছি।

    সমাধান হইলে আপনার টিউন চাই এইটা নিয়া। 😛 😉

    অহ নো ! আমার আর টিউন করা হল না। এতে বাংলা কাজ করে না,ইংরেজি করে।
    তবে একটা জিনিসে মজা পেয়েছি, তা হল ফেসবুক ফ্রেন্ডদের ভাল মত বিরক্ত করা। আমি কমান্ড দিয়েছি, “ami valo achi”, এই লেখাটা auto কমান্ড দিয়ে রেখেছি। এখন কারও সাথে চ্যাট করতে হলে , শুধু (shift+a) তে ক্লিক দেই, মুহূর্তেই শত শত “ami valo achi lekha” লেখা automatic পোস্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা অবাক আর আমার উপরে মহাবিরক্ত।

    আপনার সফটওয়্যার ডাউনলোড করছি……

    Level 0

    কমান্ডটা শেয়ার করবেননা??

    কমান্ডটা প্রবাসী ভায়ের সাহায্যটির মন্তব্যে আছে

    @সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও আপনার ফেসবুক আইডিটা দেয়া যাবে?

    কোডটা আমি একটু সামান্য গবেষণা করে বের করেছি। কোডটা এই-
    +a::
    Send Thanks for your tune. {tab} {enter}
    return

সুন্দর টিউন দেখব একবার ট্রাই করে ধন্যবাদ।

ভাই সেটাপ দিতে গেলে ভাইরাস দেখায়।

    আমার এন্টিভাইরাসতো কিছু ধরলো না। আপনারটায় ভাইরাস ধরা পরলো কি করে বুঝলাম না।
    তবে ভাইরাস নাই আমি নিশ্চিত। বাকিটা আপনার ইচ্ছা।

এতো সহজে ভেক্টর আর্ট পাওয়া যাবে জানলে আপনার সাথে কবে বন্ধু পেতে ফেলতাম !
ধন্যবাদ টিউন কাজে আসবে !

হুম !!! 🙂

অতি সুন্দর টিউন……….ধন্যবাদ হাসান ভাই। আপনার কাছে ছবি স্ক্র্যাচ (scratch) করার software আছে, তাকলে আমাকে দিয়েন।

একবার ট্রাই করে দেখবো ধন্যবাদ।

বাহ চমৎকারতো !
ব্যস্ত থাকার কারনে দেরীতে দেখা হলো । শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

ধন্যবাদ

Level 0

Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus Virus

Ki post koren? Khali torjon virus

apnar sob post gulai osadharon….apnar protiti post tekey ami notun onk jinis sikche…