আপনার ডেস্কটপ কে জীবন্ত বানাতে চান ?? তাহলে এই টিউন এখনেই পড়ুন !!

সবাই কে আমার সালাম ! আপনারা কেমন আছেন ? মনে হয় ভাল !! যাই হোক আমি আল্লাহ এর অশেষ রহমতে ভাল আছি । মিডটাম Exam শেষ হল তাই ভাব লাম হাতে যে টিউন গুলো জমে আছে তা করে নেই । আমি ভিজুয়্যাল বেসিক নিয়ে টিউন শুরু করে ছিলাম কিন্তু পরীক্ষার আর নিজের কিছু ব্যস্তার জন্য টিউন গুলো শেষ করতে পারি নাই , দেখি এখন ফ্রী যেহেতু আছি কত টুকু শেষ করতে পারি । অনেক কথা বলে ফেললাম , ত আজ কের টিউন প্রসঙ্গে আসা যাগ ।

আজ আমি একটা মজার সফওয়্যার নিয়ে টিউন করতে যাচ্ছি । এই সফওয়্যার টার নাম BumpTop । অবশ্য যারা জানে তারা নাম শুনে হয়ত বুঝে গেছে ব্যপার টা বুঝে গেছেন , তবে আমার এই টিউন যারা জানেন না তাদের জন্য ,যাই হোক এই সফওয়্যার টা দিয়ে আপনারা আপনার ডেস্কটপ কে জীবন্ত বানিয়ে ফেলতে পারবেন । ত আর দেরি কেন , এখনেই এখান (জ়িপ ফাইল Password : techtunes) থেকে সফ টা ডাউনলোড করেনিন ।

untitledজীবন্ত ডেস্কটপ চিত্রঃ

কিভাবে ইনস্টল করবেনঃ

BumpTop সফওয়্যার টা কিভাবে ইনস্টল করবেন তা ধাপে ধাপে দেওয়া হল ,

  • ১ম সফওয়্যার টা এখানে (জ়িপ ফাইল Password : techtunes) থেকে নামিয়ে নিন ।
  • তারপর এটা রান করুন ।
  • নিচের ছবিটার মত একটা পেজ আসবে , সেখানে Next বাটন ক্লিক করুন ।

1

  • এবার নিচের ছবিটার মত আসবে তাতে I Agree  সিলেক্ট করে দিন এবং Next বাটন ক্লিক করুন ।

2

  • এবার আর নিচের ছবিটার মত আসবে , এবার আপনি ইচ্ছা করলেই এটা একা আপনি ব্যবহার করতে চাইলে Just me আর সবাই কে ব্যবহার করার জন্য Everyone ক্লিক করুন এবং Next বাটন ক্লিক করুন ।

3

  • এবার আবার নিচের ছবিটার মত আসবে  , আপনি যদি ডেসটপ এর জন্য শর্টকাট রাখতে চান তাহলে এখানে সিলিক্ট করে দিন আর না চাইলে মার্ক টা তুলে দিন , এবং Next বাটন ক্লিক করুন ।

4

  • এবার নিচের ছবিটা আসলে বুঝবেন আপনার ইনস্টল করা শেষ হয়েছে , এবার Close বাটন ক্লিক করুন ।

5
ব্যস কাজ শেষ এবার আপনার ডেস্কটপ শর্টকার্ট এ ডাবল ক্লিক করুন এবং মজা পান জীবন্ত ডেসটপ এর ।

ডাউনলোডঃ (Password: techtunes)

download_button

তর্থ সুত্র ও বিস্তারিতঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওরে তোরা সবাই বাজনা বাজা…………..বাঁধন ভাই জটিল সব টিউনের রাজা!!!!!!!!!!!!
জটিল বিষয় করে সোজা……………………তার টিউন পড়ে পাই যে মজা!!!!!!!!!!!
ওরে তোরা বাজা………আরো জোরে বাজা………………………………………….!!!!!!!

    খেক খেক !!! হে হে !! হু হু ! ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য !!

    জাহাঙ্গীর@ জটিল হইছে ………

    ফাহিম ভাই@ ওরে তোরা সবাই বাজনা বাজা…………..বাঁধন ভাই জটিল সব টিউনের রাজা!!!!!!!!!!!!
    জটিল বিষয় করে সোজা……………………তার টিউন পড়ে পাই যে মজা!!!!!!!!!!!
    ওরে তোরা বাজা………আরো জোরে বাজা………………………………………….!!!!!!!

    @সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও ভাই অবশেষ এ মুখস ছেরে বের হলেন ?? ধন্যবাদ ছবি দেয়ার জন্য !!

তোমার টিউন নিয়ে আর নতুন করে কি বলবো, প্রত্যেকটিই অসাধারণ। এ টিউনটাও হয়েছে খুব খুব সুন্দর। ধন্যবাদ ( 🙂 🙂 🙂 🙂 🙂 )

    অনেক অনেক ধন্যবাদ ফাহিম ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য !! আপনার নতুন টিউন কবে পাচ্ছি ??

    ভাই, একটা কাজ নিয়ে এতো ব্যস্ত আছি যে একটা টিউন অর্ধেক লিখেও শেষ করতে পারছি না সময়ের অভাবে। তবে দ্রুতই নিয়মিত হওয়ার চেষ্টা করবো।

    অপেক্ষায় থাকলাম………………………………………

ভাল একটা টিউনের অপেক্ষায় ছিলাম অনেক ক্ষন ধরে,বিরক্ত ধরে গিয়েছিল,কম্পিউটার বন্ধ করতে যাব ঠিক তখনই নজর পড়ল তোমার টিউনের উপর,মনে হচ্ছে প্রচন্ড গরমের ভিতর একটু খানি ঠান্ডা বাতাসের মতন এসে হাজির হলে তুমি টিউন নিয়ে,টিউন কেমন হয়েছে বলতে হবেনা তোমার টিউন সব সময় ভালই হয় এবারও ব্যতিক্রম হয়নি,ধন্যবাদ টিউনের জন্য।

    আপনাকে অনেক ধন্যবাদ আতাউর রহমান ভাই আপনার আপনার সুন্দর মন্তব্যের জন্য !! আপনার মন্তব্যে গুলো আমাকে ভাল টিউন করতে উৎসাহ দেয় !! আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ ……………………

ব্রাদার……………. zip file Extract করতে গেলে password চাইছে password কি হবে?

Level 0

অনেক ধন্যবাদ ফাহিম ভাই আপনার সুন্দর টিউনের জন্য ।

টিউনের জন্য ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা

ভালই তো মনে হচ্ছে। তবে ডাউনলোড করবো না 😀
এমনিই অনেক সফটওয়্যার ইন্সটল করা হয়ে গেছে কম্পিউটারে 😛

ধন্যবাদ বাঁধন টিউনের জন্য।এক সময় bumptop ব্যবহার করতাম কিন্তু পরে ছেড়ে দিয়েছি।তবে নতুন যারা ব্যবহার করবে তারা মজা পাবে।

অনেক ধন্যবাদ ভাই সুন্দর টিউনটির জন্য আর ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে ঘুমের মধ্যে রচিত কবিতার জন্য ।

Level 0

আরে ফাহিম ভাই কি জিনিস দিলেন ভাই মাথা তো আবার ঘুরাই তেসে। এটা আমি অনেক আগে একবার পেয়েছিলাম পরে কম্পিউটার formate দেয়ায় সব প্রয়োজনীয় সব ফাইল মুছে গিয়েছিল। তাই আপনাকে ধন্যবাদ এটা শেয়ার করার জন্য

খুবই সুন্দর লাগল ভাই । জটিল জিনিস।

ডাউনলোড করলাম। সুন্দর একটি জিনিস দেওয়ার জন্য বাধন তোমাকে ধন্যবাদ।

খুব ভাল লাগল ডাউনলোড করলাম।খোবই সন্দর একতা জিনিস …………………শুভ কামনা রইল……………।ভাল থাকবেন

password ta koto? password protected bole.

বাঁধন ভাই আমারতো ডেক্সটপ থেকে মাই কম্পিউটারে ঢূকতে ইচ্ছা করছে না। একদম ন্যাচারাল মনে হচ্ছে। অনেকদিন পর মজার একটা সফট পেলাম।
ধন্যবাদ এটি শেয়ার করার জন্য। 🙂

Level 0

টাচস্ক্রিন পিসির/লেপটপের জন্যে খুব কাজে আসবে সফট টা 🙂

Level 0

আমার ডেস্কটপতো পুরাই খালি , কিচ্ছু নাই , এই সফট দিয়া আমি কিছুই করতে পারলাম না , কি দুস্ক !!

সুন্দর টিউন । ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই অনেক ভালোলেগেছে………………………>

আগে ব্যবহার করেছিলাম । সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ ।

Level 2

আপনাকে ধন্যবাদ …..!!!!!!!!
🙁 আপনার লিঙ্ক টা মুছে দেয়া হয়েছে (প্লিজ ভাই নেক্সট টাইম আমার টিউন কখন লিঙ্ক দিবেন না ) 🙁
___________________________

আমি CubeDesktop ব্যবহার করছি বর্তমানে… সময় করে আপনারটা একবার ট্রাই মারবো… দেখি কোনটা ভালো 🙂

Level 0

Not so bad

Level 0

রেজা ভাই সব ঠিক আছে কিন্তু open করতে পারছিনা দয়া করে বলবেন কি ভাবে open করব।

ধন্যবাদ টেকপার্ক ভাই !!!

Level 0

শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…

Level New

awesome

ধন্যবাদ

Level 0

The following Error showing….. ” Error Initializing Hardware Acceleration”