নিয়ে নিন টেরা কপি লেটেস্ট ফ্রী তে!

আমাদের অনেক কাজেই প্রতিনিয়ত এক পিসি থেকে অন্য পিসি বা এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে ফাইল কপি করতে হয়। উইন্ডোজ এর ডিফল্ট কপিয়ার দিয়ে আমরা তা করে থাকি। কিন্তু এতে অনেক সময় লাগে। কম সময়ে, দ্রুত গতিতে এবং রিযিউম সাপোর্ট সহ কপি করার ক্ষেত্রে আমরা Ultra Copier, Tera Copy, Super Copier ইত্যাদি ব্যবহার করি। এর মধ্যে টেরা কপি বহুল ব্যবহৃত। আজকে আমি এর সর্বশেষ এবং লেটেস্ট ফুল ভার্সন ফ্রীতে শেয়ার করছি।

Resume Support কি?? 

ধরুন, আপনি বড় সাইজের একটি ফাইল ধরা যাক ১-২ গিগাবাইট এর ফাইল পিসি থেকে ফ্ল্যাশ ড্রাইভে[পেন ড্রাইভ নামে পরিচিত] কপি করবেন। কপি শুরু হল, কিন্তু ২০৪৬ এমবি কপি হওয়ার পর বিদ্যুৎ চলে গেল। তখন আপনি যদি উইন্ডোজ এর ডিফল্ট কপিয়ার ব্যবহার করে থাকেন ,আপনার মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকবে না। কিন্তু আপনি যদি এই সফট দিয়ে কপি করে থাকেন, তাহলে, দেখবেন আপনি তার পর থেকেই কপি করতে পারছেন। কি, মজা তাই না??
তাহলে এবার ডাউনলোড করার পালা, নিচের লিঙ্ক থেকে টেরা কপি ২.৩ ডাউনলোড করুন , প্রায় ৩ এমবি।

ডাউনলোড তো করলাম, কিভাবে ফুল ভার্সন করব?? 

  • প্রথমে টেরা কপি Winrar, Winzip, 7zip এর সাহায্যে এক্সট্র্যাক্ট করুন। অতঃপর ইন্সটল করুন।
  • এবার রার ফাইলের ভেতরে রাখা সিরিয়াল কপি করুন।
  • টেরা কপি'র UI[User Interface]  খুলে "More" এ ক্লিক করুন।
  • এবার "Get Pro version" এ ক্লিক করুন।
  • একটি বক্স আসবে। সেখানে কি গুলো পেস্ট করুন
  • ব্যস! ফুল ভার্সন উপভোগ।

উপকারে আসলে টিউমেন্ট করুন। 😀

                                                

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“আপনি তার পর থেকেই ডাউনলোড করতে পারছেন ” Download Na “Copy Resume”?. Onek Sundor Post THanks A Lot………

    @মোঃ আরিফ:দুঃখিত, ভাই, আমি খেয়াল করি নি। এখন ঠিক করেছি, ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়া এবং টিউমেন্ট করার জন্য।

Level 0

terapopy 2.3 বের হইসে December 9, 2013 এ। এমন ভাবে বললেন মনে হয় আরও নতুন কোন ভার্সন আসছে!

    @towfiq.eee: ডিসেম্বরে বের হলেও এর পর তো আর কোন ভার্সন বের হয় নি অফিসিয়ালি ।

      Level 0

      @ফ্রীওয়্যার সিজান: to aita onek purano hoye gase

Level 0

@ফ্রীওয়্যার সিজান, ধন্যবাদ সুন্দর একটি ফুলভার্সন টেরাকপি সফটওয়ার শেয়ার করার জন্য ।

বস ফ্রী তে ১টা ভালো জিনিষ দিলেন, তাই ধন্যবাদ।