এবার আপনার Android মোবাইলে / পিসিতে সময় মত alarm দিয়ে আপনাকে জাগিয়ে দিবে!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আপনাদের সাথে অন্যরকম ২টি alarm সফট/Apps নিয়ে হাজির হয়েছি, আমরা সবাই সকালে তাড়াতাড়ি উঠার জন্য বিভিন্ন জনে বিভিন্ন ভাবে alarm সেট করি এখন তো প্রযুক্তি যুগ তাই, তাই সবাই মোবাইলে/ পিসিতে alarm ব্যবহার করি।
তাহলে আসুন কিভাবে আপনি আপনার মোবাইলে/ পিসিতে alarmসেট করবেন তা শিখে নিয়।

১। Android ফোনে alarm সেট করার নিয়মঃ প্রথমে এখান থেকে Android ফোনের জন্য Apps টি ডাউনোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল করুন! এবার Add New Alarm বাটনে ক্লিক করে আপনার পছন্দের সময় দিয়ে Set বাটনে ক্লিক করুন।

আর ১টি জিনিস খেয়াল রাখতে হবে যে Alarm Siylent মোডে যে না থাকে যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে সেটিং থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।

ব্যাস এবার নিদির্ষ্ট সময়ে Alarm দিবে।

১। পিসিতে Alarm সেট করার নিয়মঃ আমরা উপরের কিভাবে Android ফোনে Alarm সেট করতে হয় তা শিখেছি এখন দেখব কিভাবে পিসিতে Alarm সেট করতে হয় তার নিয়মঃ প্রথমে এখান থেকে পিসির জন্য সফট টি ডাউনলোড করে ইন্সটল করুন, তারপর চালু করুন।
এবার Add বাটনে ক্লিক করে নিদির্ষ্ট সময়ে জন্য Alarm সেট করে দিন।

ব্যাস এবার সময় হলে পিসিতে Alarm দিবে পাখির ডাক দিয়ে।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার তো !! ধন্যবাদ শেয়ার করার জন্য ।