নিয়ে নিন $২৯.৯৫ ডলার মূল্যের সফ্টওয়ার একদম ফ্রিতে। এখন আপনার পিসির সকল ডুপ্লিকেট ফাইল মুছে ফেলুন এক ক্লিকেই।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। দীর্ঘদিন পরে আজ টিউন করতে বসলাম। জীবনের সাথে ফিজিক্সের থিওরী অব ইনার্শিয়ার মিল আছে বলেই টিউন না করতে করতে একটা জড়তা চলে আসছিল। আশা করি এই জড়তাকে অতিক্রম করে আবার টেকটিউনসে নিয়মিত হবো। যাহোক, এখন কাজের কথায় আসি।

অনেক সময় দেখা যায় আমাদের অনেকের পিসিতে একই ফাইল বা ফোল্ডার একাধিক ড্রাইভে থাকে। যা আমাদের কম্পিউটারে জায়গার অপচয় ছাড়া আর কিছু না। এমন যদি হতো যে একটি সফ্টওয়ার দিয়ে সব ডুপ্লিকেট ফাইল গুলোকে আমরা অনায়াসে মুছে ফেলতে পারতাম তাহলে কেমন হতো? আপনাদের এই কথা ভেবেই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডুপ্লিকেট ফাইল ক্লিন করার একটি জনপ্রিয় সফ্টওয়ার Duplicate Cleaner Pro. আমি অন্ধ অনুকরণ পছন্দ করিনা। তাই ব্যবহার শুরু করার আগে আসুন সফ্টওয়ারটি সম্পর্কে বিস্তারিত তাদের নিজস্ব সাইট .থেকে জেনে নিই।

এতোক্ষণতো কেবল Duplicate Cleaner সম্পর্কে জানলেন। যদি ফিচারগুলো ভালো লেগে থাকে তাহলে এবার চলুন ডাউনলোড করা যাক । সফ্টওয়ারটির মূল্য মাত্র ২৯.৯৫ ডলার। ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাওয়ার কিছূ নেই, আমি এটা আপনাদের ফ্রিতেই দিবো। তবে আর দেরী কেন? এখনি ডাউনলোড করতে নিচের ডাউনলোড অপশনে ক্লিক করুন।

Duplicate Cleaner Pro | Size 8.9 MB

ডাউনলোড হয়ে গেলে সফ্টওয়ারটি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন (আশা করছি আপনারা সফ্টওয়ার ইনস্টল কিভাবে করতে হয় সেটা জানেন)। ইনস্টল হয়ে গেলে সফ্টওয়ারটি রান না করে ডাউনলোড করা ফাইল হতে Instruction.txt File টা ওপেন করুন এবং নির্দেশিত পথে কাজ করুন। তারপর সফ্টওয়ারটি ওপেন করে ফুল ভার্সন উপভোগ করুন।

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar kasa aga thakai selo.thanks

সফটওয়্যার টা সুন্দর।

তবে ভাই TuneUp Utilities ব্যবহার করলে আর আলাদা কোন সফটওয়্যার এর দরকার হয় না। TuneUp এ এরকম বহু ফ্যাসিলিটি আছে।

ধন্যবাদ।

    আপনি যথার্থ বলেছেন। কিন্তু TuneUp Utilities এর ক্র্যাক বা সিরিয়াল পাওয়া কষ্টকর। তাছাড়া আপনি প্রত্যেকটি সফ্টওয়ার এর বিকল্প পাবেন। তাই বলে কি কোন কিছুকে এভয়েড করা যাবে?

Level 0

Dowload hoy na.

vai many many thanks

Level 0

সানিম মাহবীর ফাহাদ ভাই ,ভুলে সফ্টওয়ারটি ওপেন করে ফেলছি,সমাধান আছে কি?জানালে উপকার হয় প্লিস ধন্যবাদ।