উইকিপিডিয়া এখন অফলাইনে!!

আমাদের কারো কোন সঠিক ইনফর্মেশানের দরকার থাকলে উইকিতে একবার হলেও নজর রাখি, এটা স্বীকার করতেই হবে। তবে আমাদের যাদের বাড়িতে নেট কানেকশান নেই তাদের জন্যে এই ইনফরমেশানের ভান্ডারটা অফলাইন হয়ে থাকে। তখন শুধু গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় থাকেনা।

তবে এখন দিন বদলের হাওয়া বইতে শুরু করেছে। উইকিপিডিয়া এখন পাওয়া যাবে অফলাইনেও!! উইকিট্যাক্সি এমনই একটি ফ্রি পোর্টেবল এ্যাপ্লিকেশান যা উইকি কে অফলাইনে আপনার কাছে নিয়ে আসবে!!

এই টুলের সাহায্যে আপনি অফলাইনে উইকি তে ব্রাউজিং, সার্চিং এবং অফলাইনে পড়তেও পারবেন। এইক্ষেত্রে কোন নেট কানেকশানের দরকার নেই। কারন উইকির পেজগুলো উইকিট্যাক্সির ডেটা বেজে অলরেডি সেভ করা আছে। উইকিপিডিয়ার তথ্য ভান্ডার যেহেতু দিন দিন বেড়েই চলেছে তাই উইকিট্যাক্সি কম্প্রেশান টেকনিক ব্যবহার করে থাকে যাতে এই বিশাল ডেটাবেজ যতদূর সম্ভব ছোট পরিসরে রাখা যায়। সাধারনত, বর্তমানের সম্পূর্ণ উইকিপিডিয়া সহজেই একটি আট গিগা মেমরি স্টিকে সহজেই ফিট হয়ে যায়।

আরো সহজ ভাষায় বলতে গেলে, আমার মনে হয়েছে অনেকটা এ্যান্টি ভাইরাস আপডেটিং এর মত। নিয়মিত আপডেট করা হয়ে থাকে। যেহেতু এটি উইকি ডেটাবেজের সাথে সিঙ্ক্রোনাইজ করা তাই আপডেট করে নিলেই চলে। তাই আপনার বাসায় নেট কানেকশান না থাকলেও অনেকদিন পর পর ক্যাফে অথবা ফ্রেন্ডের কাছ আপডেট কপি করে নিয়ে আসলেই কাজ হয়ে যাবে।

আরো মজার ব্যাপার হচ্ছে এর ব্যবহারের এফিসিয়েন্সি। খুবই সিম্পল এবং ইজি গোয়িং। ব্যবহারের জন্যে আপনাকে ইন্সটল করার কোন দরকার নেই। শুধু উইকি আর্কাইভ কে আপনার হার্ডড্রাইভের যে কোন ফোল্ডারে এক্সট্রাক্ট করে নিলেই চলবে। এর আরো একটি পোর্টেবল ভার্সনও রয়েছে। যা আপনার মেমেরি স্টিকে রেখে দিতে পারেন এবং যে কোন রান করে ব্যবহার করতে পারবেন।

মূল সফটওয়্যার ডাউনলোড এবং আরো ইনফরমেশানের জন্যে উইকিট্যাক্সির এই পেজে লগইন করতে পারেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন উপায়। ধন্যবাদ আপনাকে এটি জানানোর জন্য।

অনেক ধন্যবাদ। দারুন তথ্য। এটা কি বাজারে ডিভিডিতে পাওয়া যাবে?

Level 0

ata ki vabe update korbo……. naki puro file-e abar downlod korte hobe………….