ডাউনলোড করুন All in 1 একটি জটিল মিডিয়া কনভার্টার Fomet Factory V2.45(letest)

Formet factory v2.30 নিয়ে জনপ্রিয় টিউনার নাবিল ভাই এর একটি টিউন হয়েছিল।কিন্তু সম্প্রতি Formet factory এর নতুন ভার্সন রিলিজ হয়েছে।এতে আগের ভার্সনের চেয়ে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। Formet factory নিয়ে নতুন করে বলার কিছু নেই,অসম্ভব ভাল একটি কনভার্টার এবং এর দ্বারা দুনিয়ার তাবত ভিডিও,অডিও এবং পিকচার এক ফরমেট থেকে অন্য ফরমেটে কনভার্ট করা যায়।আপনারা হয়ত অনেকেই এটি সম্পর্কে জানেন এবং ব্যবহার করে থাকেন।তবুও নতুন ভার্সনের কিছু সুবিধা সম্পর্কে জানতে পারবেন।প্রসংগক্রমে ক্ষমা চেয়ে নিচ্ছি নাবিল ভাই এর কাছে কারন তার অনুমুতি না নিয়ে তার টিউনের কিছু ইনফর্মেশন এখানে ব্যবহার করার জন্য।নতুনেরা ভালো ভাবে লক্ষ করুন। চলুন জানি সফটওয়্যারটির সম্পর্কে।

sshot-1

এটি Free time এর একটি জটিল ফ্রিওয়ার সফটওয়্যার। এটি দ্বারা প্রায় সব রকম মিডিয়া ফাইল কনভার্ট করা যায়। নিচে বিস্তারিত বর্ননা দেখুন।

sshot-2

sshot-3sshot-4sshot-5

১. উপরুক্ত ফরমেটে আপনি যেকোন ভিডিও কনভার্ট করতে পারবেন।

sshot-28

sshot-29

২. এছাড়াও আপনার মোবাইল এর সাপোর্টেড সব ফরমেটে ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন,ভিডিওতে ওয়াটার মার্ক এবং সাবটাইটেল খুব সহজেই যোগ করতে পারবেন।এছাড়া বিটরেটও নির্ধারন করে দিতে পারবেন.

untitled

sshot-32

৩. এছাড়া ভিডিও কাট, ক্রপ, ভিডিও কোয়ালিটি সেট, অডিও সেট,ফ্রেম যোগ করা ইত্যাদি সুবিধা তো থাকছেই।

sshot-12

sshot-11sshot-2

৪. উপরুক্ত ফরমেটে আপনি যেকোন অডিও কনভার্ট করতে পারবেন।

sshot-5

৫. আপনার অডিও গানের সাউন্ড এবং কোয়ালিটি বৃদ্ধি করুন 200% পর্যন্ত।

sshot-20

sshot-21sshot-1

৬. উপরুক্ত ফরমেটে আপনি যেকোন পিকচার কনভার্ট করতে পারবেন।

sshot-24

sshot-1

sshot-2

sshot-3

sshot-4

৭ .ভিডিও কনভার্ট ছাড়াও আপনি, সিডি/ডিভিডি থেকে অডিও, ভিডিও রিপ এবং সিডি/ডিভিডি বার্ন করতে পারবেন

sshot-1

sshot-30

sshot-31

৮. ভিডিও জয়েনার এর সাহায্যে আপনি একাধিক ভিডিও জয়েন করতে পারবেন।

sshot-2

৯. অডিও জয়েনার এর সাহায্যে আপনি একাধিক অডিও জয়েন করতে পারবেন।

sshot-3

১০. MUX এর মাধ্যমে অডিও এবং ভিডিও কম্বাইন করতে পারবেন।

sshot-4

১১. Media file info এর সাহায্যে যে কোন মিডিয়া ফাইলের ইনফো জানতে পারবেন।

এছাড়াও নিন্মলিখিত সুবিধা গুলো পাওয়া যাবে

  • নস্ট অডিও ভিডিও ফাইলকে রিপায়ার করা যায়
  • Multimedia ফাইল সাইজ রিডিউস করা যায়
  • iphone, ipod multimedia ফাইল ফরমেট সাপোর্ট
  • ছবি কনর্ভাটিংয়ে  Zoom,Rotate/Flip,tags সাপোর্ট
  • DVD রিপায়ার
  • ৫৬ ভাষা সাপোর্ট করে।

তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন মাত্র 37.4 MB এর অত্যান্ত কাজের এই সফটওয়্যারটি।

wc1c8y

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আকাশ ভাই, ধন্যবাদ নতুন ভারমনে জন্য,,,,,,,,,,।

    আপনাকেও অনেক ধন্যবাদ

খুবই ভাল কনভার্টার, আগের গুলো ব্যবহার করেছি । এটাও ব্যবহার করে দেখব । টিউনের জন্য ধন্যবাদ ।

    আপনাকেও ধন্যবাদ

ভাল জিনিষ………ধন্যবাদ!!

Level 0

ধন্যবাদ আকাশ ভাই , সুন্দর টিউন । বলতে পারেন format factory আমার প্রথম পছন্দ।

    Level 0

    আপনার কাছে কি portable ভার্সনটা আছে ।

    ধন্যবাদ কমল ভাই

ধন্যবাদ আপনাকে নতুন ভার্ষনটি নিয়ে টিউন করার জন্য,জিনিসটা আসলেই ভাল আর আপনার টিউনটা খুবই ভাল হইছে।

    ধন্যবাদ আতাউর ভাই।

ভাই আমি তো অনেক আগে সেই 1.70 ভার্সন থেকে বর্তমান সময়ের সর্বশেষ ভার্সন 2.45 ভার্সন ব্যবহার করছি । কিন্তু Format Factory-তে ভাই mp3 থেকে mid তে কনভার্ট করার সুযোগ আছে কি না আমার জানা নেই। আপনার জানা থাকলে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ হাসান ভাই।

Level 0

আমরা সবাই বলি ভাল ভাল, দেখা যায় সবই ভাল। তবে ব্যবহার কারিদের সমস্যা হয়, কোনটা রেখে যে কোনটা ব্যবহার করি………………. ধন্যবাদ আপনাকে ভাল জিনিষ শেয়ার করার জন্য।

টাইম পাইলে ডাউনলোডে দিবানি

    মন্তব্যের জন্য ধন্যবাদ

So nice.