এবার আপনার পিসি থেকেই শুনুন যে কোন বাংলা FM Radio Channel, তাও আবার কোন MB খরচ না করে !!!

আজ আপনাদের জন্য নিয়ে এলাম Online Radio Streaming Player (RsPlayer) এর পিসি ভার্সন। এর সাহায্যে আপনারা সুদুমাত্র ইন্টারনেট কানেকশন রেখেই যে কোন বাংলা এফএম রেডিও চ্যানেল  শুনতে পারবেন।

আর যারা কোন খরচ করতে চান না তারা নিচের লিংক থেকে ফেসবুক থেকে ডাউনলোড করে নিন।

https://www.facebook.com/download/698805236880404/RsPlayer.zip

এ ছারাও আপনাদের পছন্দের কোন রেডিও চ্যানেল থাকলে জানাতে পারেন পরের ভার্সন এ তা এড করে দেয়া হবে। আপনার পছন্দের চ্যানেল এর নাম জানাতে এখানে  ক্লিক করুন।

আল্লাহ হাফেজ।

সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি ডাটাবেস সফটওয়্যার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ করেনা…

কোন MB খরচ না করে !!!

Level 0

not working..

Level 0

আপনার RS Player-এ বেশ কিছু সমস্যা হচ্ছে।

১// চ্যানেল সংখ্যা একেবারেই কম।
২// কিছু কিছু চ্যানেল একেবারেই চলছে না।
৩// অনেক সময় চ্যানেল বদলানোর পরে আগে যেই চ্যানেল চলছিলো, সেটাও চলে না আবার নতুন কোন চ্যানেলও চলে না।
৪// অনেক সময়ই রেডিও বেশ কিছু সময়ের জন্য থেমে যাচ্ছে।
৫// জনপ্রিয় হোক বা না হোক, সবগুলি অফলাইন এবং অনলাইন চ্যানেল থাকা উচিত।

৬// ড্রপডাউন মেনুতে চ্যানেলগুলির লিস্টের পাশাপাশি এর ফ্রিকুয়েন্সি কত FM সেটা উল্লেখ থাকলে ভিষণ ভালো হতো।

৭// কোন চ্যানেল চালু করলে সেটা কমপক্ষে সম্পর্কে কিছু ইনফরর্মেশ থাকলে বেশ ভালো হতো।
এটা হতে পারে প্লে ও নেভিগেশন বাটনের উপরে অথবা নিচে।

যেমনঃ
1/ উক্ত চ্যানেলটির লোগো।
এইটা যেই খানে হেডফোনের ছবি বা লোগো রয়েছে সেইখানে থাকলে ভালো হয়।

2/ উক্ত চ্যানেলটির মূল ওয়েব সাইটের ঠিকানা, ফেসবুক-এর ঠিকানা।

3/ উক্ত চ্যানেলটির মূল প্রচার স্থান, অর্থাৎ দেশ ব্যাপি নাকি আঞ্চলিক নাকি বৈদেশিক ইত্যাদি সম্পর্কেও ইনফর্মেশন থাকলে ভালো হয়।

4/ এটি কোন ধরণের চ্যানেল, অর্থাৎ মিউজিক, খবর, শিক্ষা মূলক, সরকারী, বৈদেশিক, বিশেষ কোন ধরণ, ধর্মিও ইত্যাদি।

5/ এটি কি সাধারণ FM রেডিও অথবা অনলাইন রেডিও নাকি কমিউনিটি রেডিও ইত্যাদি সেই সম্পর্কেও ইনফরর্মেশ থাকা উচিত।

5/ RS Player-এ যে কানেক্টিভ লিন্কের মাধ্যমে রেডিও শুনা যায় সেই ঠিকানা।

৮// এতে ভলিউম বাড়ানো বা কমানোর কোন অপশনই নেই।
এবং বর্তমানে ভলিউম কত পার্সেন্ট রয়েছে সেটাও শো করা উচিত।

৯// এতে MP3 অথবা ইচ্ছা মতো অন্যান্য কোয়ালিটির সাউন্ড রেকর্ড সিস্টেম থাকলে ফাটাফাটি হতো।
আর যদি সিডিউল রেকর্ডিং সিস্টেম যোগ করা যায়, তবে তো কোন কথাই নেই।

১০// লোকাল টাইম ডিজিটাল ভাবে শো করলে সময় নিয়ে সুবিধা হতো।

১১// আপনার সুবিধার জন্য কিছু ওয়েব সাইটের ঠিকানা দিলাম।
হয়তো আপনি ওগুলি দেখেছেন বা এরচেয়েও ভালো ভালো সাইট দেখেছেন।
তবুও দিলাম।

অনলাইন রেডিও লিন্ক লিস্ট
1// http://www.radio-hitz.com/bangla-radio.htm
2// http://www.liveonlineradio.net/bangla/bangladesh-online-radio.htm
3// http://www.surfmusic.de/country/bangladesh.html
4// http://dhakaa.blogspot.com/2012/06/bangladeshi-all-fm-radio.html

রেডিও সফ্টয়্যার লিন্ক লিস্ট
1// http://www.prioarena.com/2010/09/bangla-and-hinde-fm-radio-software.html
2// http://www.esoftware24.com/2013/10/online-bangla-radio-player-v6.2-download.html

আর এটা কি সত্যিই কোন MB খরচ না করে?

ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে।

আল্লাহ হাফেজ।

Level 0

১২// আপনার এই সফটয়্যার পোর্টেবল হলে অনেক সুবিধা হতো।

১৩// IDM সফটয়্যার যেমন কাজ শেষ হওয়ার পরে কম্পিউটার সাট-ডাউন করার অপশন থাকে, ঠিক তেমনি এখানেও রেকর্ডিং অথবা সিডিউল রেকর্ডিং শেষ হওয়ার পরে কম্পিউটার সাট-ডাউন করার অপশন থাকা উচিত।

১৪// অনেক সফটয়্যার এমন থাকে যে, কম্পিউটারের সাথে বিদ্যুতের কানেকশান থাকলে সিডিউল টাইমে কম্পিউটার চালু হয়ে নিদৃষ্ট কোন কাজ করে, ঠিক তেমনি এই খানেও সিডিউল রেকর্ডিং-এর ক্ষেত্র ওই ধরণের একটি অপশন থাকলে ভালো হতো।

১৫// নিদৃষ্ট কিছু জনপ্রিয় অনুষ্ঠানের আর্কাইভ অনেক সময় এই চ্যানেলের মূল ওয়েব সাইটে অথবা অন্য কোন সাইটে সংরক্ষিত থাকে, যা পরবর্তীতে ডাউনলোড করে অথবা সরাসরি শুনা যায়।
এই সব জনপ্রিয় অনুষ্ঠানগুলির আর্কাইভ শুনা বা ডাউলোড করার অপশন থাকলে ভালো হতো।

vuya, kono kaj kore na

কাজ করছে, তবে MB কাটছে। Abc Radio, Dhaka Radio দুটি Channel কাজ করছে, অন্য Channel কাজ করছে না। REC করতে পারলে ভাল হতো।

কোন এমবি কাটবেনা। এটি কেমন কথা! তাহলে তো সবাই সারাদিন বসে পিসিতে মজা করে রেডিও প্রোগ্রাম শুনত!!

কাজ করেনা

Level 0

যাদের কাজ করে নি বা কোন কোন চ্যানেল কাজ করেনি তা জানান ,
আপনার পছন্দের কোন চ্যানেল থাকলে তা ও জানান এবং পরবর্তী ভার্সন এ আরও কি কি ফিচার চাচ্ছেন তাও জানান,
RsPlayer এর পরবর্তী ভার্সন সেগুলু এড করা হবে…
আপনার পরামরশ জানাতে ক্লিক করুন
https://www.facebook.com/download/698805236880404/

Level 0

যাদের কাজ করে নি বা কোন কোন চ্যানেল কাজ করেনি তা জানান ,
আপনার পছন্দের কোন চ্যানেল থাকলে তা ও জানান এবং পরবর্তী ভার্সন এ আরও কি কি ফিচার চাচ্ছেন তাও জানান,
RsPlayer এর পরবর্তী ভার্সন সেগুলু এড করা হবে…
আপনার পরামরশ জানাতে ক্লিক করুন
https://www.facebook.com/Bytesbd