পিসিতে আপনার মুখের হাসি/ফেস দেখিয়ে Login করুন (মজার সফট দিয়ে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Google মামাকে কাজে লাগিয়ে ১টী সফট পেলাম, এই সফটটির কাজ হল আপনার ছবি/মুখের হাসি দিয়ে লগইন করতে পারবেন আপনার পিসি, আমার কাছে ভাল লেগেছে আশা করি আপনার কাছেও ভাল লাগবে। এতে কিছুটা নিরাপত্তা থাকবে আপনার পিসি অন্যের হাত থেকে।

কাজের ধারাঃ উপরের ছবি থেকে সফট টী ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে চালু করুন।

এবার Register your face বাটনে ক্লিক করুন

তাহলে নিচের মত আসবে, এখন Please enter your windows password ঘরে পাসোয়ার্ড টাইপ করে Register Faces বাটনে ক্লিক করে আপনার হাসি মাখা মুখ/ফেস টি দেখিয়ে দিন।

তারপর কি-বোর্ড থেকে Windows key+ L প্রেস করুন দেখুন ।
বিঃদ্রঃ যদি আপনার ছবি দেখিয়ে Login না হয় তাহলে আপনি আপনার Password দিয়ে লগইন করতে পারবেন।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

nic, valo laglo …amar kaje ashbe ,, tnx

vai password dite parci na . The password you entered is incorrect , Please try again

    @সজিব আহমেদ: হবার তো কথা @ চেষ্টা করে দেখুন কোন কমান্ড ভুল হচ্ছে কি না # ধন্যবাদ টিউমেন্ট এর জন্য।

Level 0

এর থেকেও ভালো সফট হলো keylemon.

kub sundor laglo..

ভাল সফট কিন্তু password নিচ্ছে না ।

আপনারা password না দিয়ে করুন চলবে আশাকরি

    @রাধাকান্ত: হ্যাঁ password না দিয়েও চলবে কিন্তু password দিলে ভাল কারন ছবি না চিনতে পারলে তখন password দিয়ে খুলতে হবে।

না হাসলে লগ ইন হবে না ???

ট্রাই করি ,কাজ করলে থ্যাংক ইউ

মজা পাইলাম, বাট , আমার লেপটপে ওয়েব ক্যামা নাই। মনের লিষ্টে রাখলাম।