সর্বশেষ ভার্সন IPO এপ্লিকেশন ফর্ম জেনারেটর সফটওয়্যার IpoGen v1.03

গত ৩/৪ দিনে IPO Application Form Generator সফটওয়্যারটি ৩০০০ বার এর বেশি ডাউনলোড হয়েছে শুধু আমার ডাউনলোড লিঙ্ক থেকে। আপানদের এরকম স্বতঃস্ফূর্ত সাড়া পাব ভাবিনি। আমরা সত্যি আনন্দিত।

বিগত ভার্সন গুলতে কিছু ভুলের কারনে ৬৪ বিটের উইন্ডোজ ব্যবহারকারি গ্রাহক আমাদের সফটওয়্যারটি ইন্সটল করতে পারেননি। এই কারনে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আশা করি নতুন ভার্সন এ আপনাদের এই সমস্যার সমাধান হবে।

নতুন ১.০৩ ভার্সন প্রকাশ করা হয়েছে এই লিঙ্ক এ

Download IPO Application form Generator

সফটওয়্যারটিতে রয়েছে ডাটাবেইস সিস্টেম যা আপনাকে আপনার সকল IPO ফর্ম তথ্য সংরক্ষণ করে রাখবে। পরবর্তীতে আপনি খুব সহজে পুনরায় IPO ফর্ম পূরণ করতে পারবেন সুধুমাত্র কয়েকটা ক্লিক এ।

ফর্ম পূরণ করার পর Save As PDF এ ক্লিক করলেই আপনার PDF ফাইল টি ডেক্সটপ এ SAVE হয়ে যাবে।

বিশেষ সুবিধাঃ

১। এই ভার্সনটিতে আপনি আপনার সকল BO অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ডাটাবেইস এ সংরক্ষন করে রাখতে পারবেন একদম বিনামুল্লে।
২। আপনি যেকোনো সময় ডাটাবেইস থেকে তথ্য নিয়ে IPO এপ্লিকেশন ফর্ম পূরণ করে PDF ফরম্যাট এ বের করতে পারবেন।
৩। আপনি প্রচুরসংখ্যক BO অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য ডাটাবেইস এ সংরক্ষন করে রাখতে পারবেন। আপাতত কোন বাধা নেই।
৪। এই ভার্সন এ সার্চ সুবিধা যুক্ত করা হয়েছে। আপনারা BO অ্যাকাউন্ট সহজেই খুজে বের করতে পারবেন।

লাল বৃত্তাকার এ ক্লিক করে আপনি যথাক্রমে কোম্পানির নাম ও ঠিকানা

এবং BO অ্যাকাউন্ট এর সকল তথ্য সংরক্ষন করে রাখতে পারবেন।

সফটওয়্যারটি .net Framework ৪.৫ এ তৈরি করা তাই আপনাদের কম্পিউটার এ .net Framework ৪.৫ ইন্সটল করা থাকতে হবে। যদি ইন্সটল করা না থাকে তাহলে এখান (৪৬ এম.বি) থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর IPO Application form Generator সফটওয়্যারটি ইন্সটল করুন। কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন।

সতর্কতা ঃ এই সফটওয়্যারটি সাধারনত উইন্ডোজ XP সমর্থন করবেনা কারন উইন্ডোজ XP .net Framework ৪.৫ সমর্থন করেনা।

আপনারা যারা Trail Period ব্যবহার করতে পারেননি তারা এখানে (হার্ডওয়্যার আইডি) Hardware ID পোস্ট করতে পারেন। আপনাদের বাবহারের সুবিধারতে কিছুদিনের জন্য সফটওয়্যারটি রেজিস্টার করে দেওয়া হবে।

দয়াকরে পোস্টটি শেয়ার করতে ভুলবেননা । ধন্যবাদ।

Level 2

আমি তাকি ইলিয়াস। Software Engineer, Brain Station 23, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

my hadware id 957D32-9C4010

    Level 2

    @new moon:

    Date: 12/15/2014 6:48:46 PM
    Hardware ID: 957D32-9C4010
    Name: New Moon
    Key: L8HWNSG7PQ4GDUFZD9LEVT6SCLFWNPF68B54CNFRHKG9MJVDLMKDFH9D4PRT8VDZK8RPG95BKJJYH

my hadware id 82132B0897CD1DDA9830B873F32E880F