ফায়ারফক্সের পর এবার জানুন গুগল ক্রোম বেইজড বিকল্প ৪টি ব্রাউজার সম্পর্কে। সাথে লেটেস্ট ভার্সনের ডাউনলোড লিংক তো থাকছেই। [মেগা-টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমার গত টিউনে আমি ফায়ারফক্স ব্রাউজারের দুটি সহোদর ব্রাউজার সম্পর্কে মানে হলো ফায়ারফক্স বেইজড অন্য দুটি ব্রাউজার সম্পর্কে বলেছিলাম। কিন্তু যতোটুকু মনে হলো আপনারা ফায়ারফক্স এর চেয়ে ক্রোমকেই অনেক বেশি পছন্দ করেন। তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজন। যারা আমার আগের টিউনটি দেখেন নাই তারা এখান থেকে ফায়ারফক্স এর বিকল্প ব্রাউজার নিয়ে টিউনটি দেখে নিতে পারেন। যাহোক এবার মুল প্রসঙ্গে আসি, আপনারা অনেকেই গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকেন। আমার কাছেও ব্রাউজারটি অনেক পছন্দের কিন্তু অত্যাধিক র‌্যাম ব্যবহার করে বলে বেশি একটা চালানো হয় না। আজকের টিউনে আমি ক্রোম ব্যবহারকারীদের জন্য ক্রোম বেইজড আরো ৪টি ব্রাউজার নিয়ে কথা বলবো যেগুলোতে রয়েছে ক্রোমের সব সুবিধার পাশাপাশি এক্সট্রা কিছু সুবিধা। তবে চলুন তাহলে শুরু করি।

কেন ক্রোমের বিকল্প ব্রাউজার ব্যবহার করবো?

আপনার যারা ক্রোম ব্যবহার করেন তারা নিশ্চয় ক্রোমের এক্সটেনশন ফেসিলিটিস, সিকিউরিটি কিংবা সহজ ব্যবহার পদ্ধতির কারনে ক্রোমকে পছন্দ করেন। আপনারা যারা ক্রোমের প্রথম শ্রেনীর ভক্ত তাদের কে কিছু বলার নেই। কিন্তু যাদের ক্রোমের উপর মনে প্রশ্ন জাগে তাদের জন্যই আজকের টিউন।

যতো প্রিয় হোক | মাঝে মাঝে সব কিছুর বিকল্প খুঁজতে হয়

আপনারা জানেন গুগল ক্রোম তৈরী হয়েছে Chromium Framework দিয়ে। যখন ডেভেলপাররা ওপেনসোর্স ক্রোমিয়াম ফ্রেমওয়ার্ক তৈরী করেন তখন তারা নিশ্চয় চাননি অন্যকোন ক্রোমের মতো ব্রাউজার তৈরী করবেন। কিন্তু পরবর্তি সময়ে কিছু ইস্যু চলে আসাতে ক্রোমের বিকল্প কিছু ভাবতে হয়েছে। যে সমস্ত কারনে ক্রোমের বিকল্প তৈরী হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো-

  • অধিক প্রাইভেসি সচেতনতা
  • শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা
  • বর্ধিত সুবিধা
  • ব্যবহার বান্ধব মাল্টিমিডিয়া

ক্রোমের এই চারটি বিকল্প ব্রাউজার আসলে এসব বিষয়ের একেকটা করে দূর্গ। কিন্তু মজার ব্যাপার হলো আপনি গুগল ক্রোমের সব সুবিধা পাওয়ার পাশাপাশি এসব বাড়তি সুবিধা পাবেন। তাছাড়া আপনি একই সাথে এই ৪টি ব্রাউজার সাথে ক্রোমও ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরী কেন? চলুন জেনে নিই ব্রাউজার গুলো সম্পর্কে। সাথে ডাউনলোড লিংক তো আছেই।

For the Privacy Conscious: SRWare Iron Browser

আপনারা অবগত আছেন কিনা জানিনা সাম্প্রতিক সময়ে গুগল ক্রোম প্রাইভেসি সমস্যার কারনে অনেক বেশি সমালোচনার শিকার হয়েছে। তারই প্রেক্ষিতে এই SRWare Iron ব্রাউজারের সৃষ্টি। SRWare Iron ব্রাউজারটি তৈরী করা হয়েছে Iron ওয়েব ব্রাউজার হিসাবে যা আপনার প্রাইভেসিকে করবে আরো নিরাপদ। শুধু কি তাই, এছাড়াও রয়েছে আপনাকে মোহিত করার মতো কিছু ফিচার। চলুন তাহলে একনজরে জেনে নেই-

  • ব্যবহারের শুরুর দিকে আপনার মনে হতে পারে যে গুগল ক্রোম থেকে কিছু সুবিধা ব্রাউজারটির কম রয়েছে যেমন অটোমেটিক সাইট সাজেশন, অটোমেটিক আপডেট কিংবা এরর রিপোটিং। কিন্তু আপনার জেনে রাখা ভালো যে এগুলো করা হয়েছে আপনার প্রাইভেসি রক্ষার্থেই।
  • ব্রাউজারটির রয়েছে বিল্ট-ইন ভাবে এড ব্লক সুবিধা যা আপনাকে অনাকাঙ্খিত এডস থেকে রক্ষা করবে।
  • আশ্চর্যজনক ভাবে সুপার ফাস্ট ব্রাউজিং অভিজ্ঞতা হবে ব্রাউজারটি ব্যবহারের ফলে।
  • অনেক কম স্পিডের ইন্টারনেট কানেকশনে কাজ করবে এবং র‌্যাম খুব কম পরিমাণে ব্যবহার করবে।

এতোটুকুই ছিলো ব্রাউজারটি সম্পর্কে আমার সংক্ষিপ্ত রিভিউ। তবে আপনাদের আগেই বলে রাখছি যতোটুকু বলেছি ততোটুকু কেবল সাগরের উপর দৃশ্যমান আইসবার্গের মতো। উপরে সামান্য দেখা গেলেও ভেতরে রয়েছে মহাবিশাল বরফের পর্বত। যাহোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিচে রয়েছে ডাউনলোড লিংক।

SRWare Iron Browser | ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

For the Security Focused: Comodo Dragon

আপনারা অনেকেই হয়তো ক্রোম বেইজড এই ব্রাউজারটি ব্যবহার করেছেন। যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয় জানেন যে সফটওয়্যারটি কতোটা ব্যবহার বান্ধব এবং নিরাপদ। তবুও যারা জানেন না তাদের জন্যে সংক্ষেপে কিছু বলছি। আপনারা খুব ভালো করেই হয়তো জানেন ইন্টারনেট ব্যবহারের সময় আমাদের অজ্ঞতাবশত আমাদের কম্পিউটারে অনেক ম্যালওয়্যার ঢুকে পড়ে। যা আমাদের জন্য অনেক বড় হুমকির কারন। কমোডো ড্রাগন আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিবে। সফটওয়্যারটির রয়েছে নিজস্ব ডিএনএস সার্ভার যা আপনার ব্রাউজারকে কিছু রুটিন চেক-আপের মাধ্যমে রাখবে সব সময়ের জন্য নিরাপদ। তাছাড়া এটাতে SRWare Iron ব্রাউজারের মতো রয়েছে প্রাইভেসি রক্ষার সুব্যবস্থা। তবে আর বলছি কী, ডাউনলোড করতে মন চাইলে নিচের ডাউনলোড লিংক তো আছেই।

Comodo Dragon Browser | ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

বাতির নিচেই থাকে অন্ধকার। ব্রাউজারটি ব্যবহার করলে আপনাকে সামান্য কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন ব্রাউজারটি ইনটেনশনালি আপনাকে তাদের বিভিন্ন প্রডাক্টের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে। যা আমার কাছে অন্তত বিরক্তিকর মনে হয়, বাকিটা আপনাদের মর্জি।

For Extra Conveniences: CoolNovo

আপনাদের নিশ্চয় ক্রোম-প্লাস এর কথা মনে আছে? CoolNovo ব্রাউজারটি হলো ক্রোম-প্লাস এর পরিবর্তিত সংস্করণ। যাতে ক্রোম-প্লাস এর সকল সুবিধা থাকার পাশা পাশি রয়েছে অতিরিক্ত কিছু সুবিধা। চলুন একনজরে জেনে নেই কী থাকছে অতিরিক্ত।

  • আপনার ডাউনলোড অভিজ্ঞতাকে বাড়িয়ে দিবে। এটার রয়েছে শক্তিশালী ডাউনলোড ইঞ্জিন।
  • অটোমেটিক অনুবাদ সুবিধা
  • সুপার ফাংশনাল ড্রাগ & ড্রপ ফেসিলিটিস
  • মাউস কার্সর এবং শর্টকাট পরিবর্তনের সুবিধা। খুব সহজেই সব অপশন নিয়ন্ত্রন করা যায়।
  • যেকোন মুহুর্তে ইন্টারনেট এক্সপ্লোরারের মতো ভিউ দেখতে পারবেন। যা ওয়েব ডেভেলপারদের কাজে দিতে পারে।

অনেকগুলো সুবিধা বললেও এর রয়েছে আরো বেশি ফিচার। তবে ডাউনলোড প্রত্যাশী যারা আছেন তারা নিচের লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।

CoolNovo Browser | ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

For the Multimedia Guru: Torch Browser

আপনাদের জন্য সর্বশেষ আকর্ষণ হিসাবে থাকছে মাল্টিমিডিয়া গুরু টর্চ ব্রাউজার। আমরা যখন ব্রাউজার দিয়ে অনেকগুলো সাইট এক্সেস করি তখন মাল্টিমিডিয়া ব্যবহার করা মনের মতো হয় না। এই ব্রাউজারটি তৈরী করা হয়েছে মাল্টিমিডিয়া বেইজড ব্রাউজার হিসাবে। এর রয়েছে মাল্টি-ফাংশনিং বহুমুখি প্রতিভা। ডাউনলোড শুরু করার পূর্বে চলুন অল্প কিছু জেনে নেওয়া যাক।

  • এর রয়েছে ফাইল শেয়ারিং এর জন্য হাই-স্পিড ইঞ্জিন যা আপনার ফাইল শেয়ারের অভিজ্ঞতা বদলে দেবে।
  • সুপার ফাংশনিং ড্রাগ & ড্রপ ফেসিলিটিস এর সাহায্যে শুধু টেক্সট বা অন্য ফাইল ড্রপ করে ফেসবুক, ইউটিউব বা অন্যকোন সাইটে শেয়ার করতে পারবেন।
  • কান্ট্রি রেসট্রিকটেড সাইট বা কনটেন্ট গুলোতে সহজভাবে এক্সেস করতে পারবেন।
  • তাছাড়া রয়েছে ফাইল স্টোর সুবিধা এবং যেকোন ফাইল ইমবেডিং অপশন। যা আপনার কাজকে করবে গতিশীল।

অল্প কিছু সুবিধার কথা বললাম। কিন্তু ব্যবহার করলে আরো অনেক কিছু জানতে পারবেন। তাহলে শেষ ব্রাউজারটি নিচের ডাউনলোড লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।

Multimedia Guru: Torch Browser | ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। জানিনা আমার টিউনগুলো থেকে আপনারা কতোটুকু উপকৃত হোন। একজন টিউনারের চাওয়াই থাকে টিউডারদের ফিডব্যাক। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা কী? যাহোক টিউন শেষ হয়েও হয়লো না শেষ কারন শেষ কথাটি রয়েছে এখনো বাকি........

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে। ক্রোম বেস্ট একটা ব্রাউজার আবার র‍্যাম কিলারও বটে। অনেক চাপ দেয় র‍্যামের উপরে। এই ব্রাউজারগুলো তেমন একটা প্রেশার দেয় না। লাইটওয়েট আছে। ধন্যবাদ টিউনের জন্য।

SRWare Iron Browser বাদে সবগুলিই আগে ইউস করেছি । আজ ওটাও দেখব ।

darun tune

jene রাখলাম

হুম আইসবার্গ দেখিয়ে তলায় ডুব দেয়ার লোভ দেখালেন……আমি টর্চ ব্যবহার করেছি বেশ ক’দিন, কিন্তু খুব বেশি আকৃষ্ট করতে পারেনি আমাকে…….Iron-এ বললেন অটো সাজেশন অফ, সেটা কিন্তু ম্যাঙ্গো পিপলের জন্য পেইনফুল- কেননা গুপন তথ্য সবার সামনে ফাঁস( 😉 ) হবার ভয় না থাকলে সাজেশনটা কিন্তু অস্থির হেল্পফুল জিনিস। যাক ব্যবহার করে দেখব চিন্তা করছি- যদিও ডেভলপার এড-অনসগুলোর জন্য অগ্নিশিয়াল ছাড়তে পারছি না 🙂

    @নিওফাইট নিটোল: ডুব দিতে কোন মানা নাই কারন মনিমু্ক্তা টাইপ কিছু না পেলেও একেবারে শামুক নিয়ে উঠতে হবে না। তবে আমার সাজেশন হলো অগ্নিশিয়াল ব্যবহার না করে পানিশিয়াল ব্যবহার করে দেখতে পারেন। আমি নিজে এখন পানি শিয়াল ব্যবহার। সব সুবিধার পাশাপাশি কিছুটা অতিরিক্ত ভালো লাগা কাজ করে।

Chrome Based 360 Browser দরকার ছিল কারো কাছে থাকলে দিবেন প্লিজ।

পরপর দুই দিন চরম দুইটা টিউন করলেন।

    @K. J. M. Rezaur Rahman: কতোটা চরম টিউন করেছি বলতে পারবো না তবে সব সময় ভালো কিছু দেওয়ার প্রত্যয় থাকে মনে। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

অনেক দরকারী একটা টিউন ! ধন্যবাদ আপনকে টিউনের জন্য!

দারুণ টিউন… তবে কম্পিউটারের জন্য ফায়ারফক্স ব্রাউজারকে সবার উর্ধে স্থান দিতে হবে, আমার মতে ফায়ারফক্স ব্রাউজই সেরা!

    @Azad Shifuddin: ফায়ারফক্স অসাধারন ব্রাউজার কিন্তু ফায়ারফক্স এর অন্য দুটি বিকল্প ওয়াটারফক্স এবং সাইবার ফক্স কিন্তু চরম ব্রাউজার। ব্যবহার না করে থাকলে আমার আগের টিউন দেখুন।

গ্রেট টিউন!!!! ক্যারি অন ব্রাদার……

awsm bro nyc tune.