সেরা দশ থেকে বেছে নিন আপনারটি [পর্ব-০১] :: ভিডিও টিউটরিয়াল কিংবা পিসির স্ক্রিন ক্যাপচারের জন্য ফুল ভার্সন সেরা সফটওয়্যার।

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরা দশ থেকে বেছে নিন আপনারটি

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

প্রয়োজন উদ্ভাবনের জনক কথাটি মানুষ এমনিতেই বলে না। টিউন করতে করতে মাঝে মাঝে চিন্তায় পড়তে হয় পরবর্তি টিউন কী নিয়ে করা যেতে পারে। কেউ কোন সফটওয়্যার চাইলে তখন অনেক ভালো লাগে কারন তার কথা মতো একটা টিউন হয়ে যায়। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতেও যে এতো মজা সেটা যারা টিউন করে তারায় জানে। যাহোক, স্ক্রিন ক্যাপচারের জন্য আমি সব চেয়ে ভালো একটা সফটওয়্যার খুঁজছিলাম, কারন আগে যেগুলো ব্যবহার করতাম সেগুলো মনের মতো ছিলোনা। সেরা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার খুঁজতে গিয়ে মনে হলো সব কিছুর জন্য সেরা সফটওয়্যারগুলো নিয়ে ধারাবাহিক টিউন করলে বিষয়টা মন্দ হয় না। মাথায় প্রায় ৩০টি বিষয় এই মুহুর্তে চলে আসছে যা পরবর্তি ৩০টি টিউনে আপনারা জানতে পারবেন। প্রত্যেকটি টিউনে কোন একটা নির্দিষ্ট বিষয়ের উপর সেরা দশটি সফটওয়্যারের নাম প্রকাশ করা হবে এবং তার মাঝে সেরাটির ফুল ভার্সন আপনাদেরকে দেওয়া হবে। আজ যেহেতু স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার খুঁজতে গিয়ে আইডিয়াটা মাথায় আসছে সেহেতু এটা দিয়েই শুরু করলাম। তো চলুন প্রথমে দেখে নিই সেরা দশে কোন সফটওয়্যারগুলো আছে-

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. Snagit | $44.95
  • 02. ScreenHunter Pro | $29.95
  • 03. HeperSnap | $39.95
  • 04. Ashampoo Snap | $9.99
  • 05. FullShot | 79.99
  • 06. Any Capture | $24.95
  • 07. Debut Video Capture Software | $39.95
  • 08. CaptureWiz Pro | $39.95
  • 09. Easy Screen Capture | $29.95
  • 10. SPX Instant Screen Capture | $29.00

উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা Snagit সফটওয়্যারটিই হলো সবার সেরা। তো ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই। তারপর না ডাউনলোড করা যাবে।

Snagit | Price 45.95 US Dollar

Snagit স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো Snagit এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

Snagit এর অফিশিয়াল সাইট ভিজিট করতে ছবিটির উপর ক্লিক করুন

আপনারার যারা Snagit এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।

  • কয়েক মিনিটেই আপনার কম্পিউটারের স্ক্রিনের ছবি অথবা যেকোন চলন্ত স্ক্রিনের ভিডিও তৈরী করতে পারবেন।
  • ভিডিও বা ইমেজ গুলোকে এডিট করার রয়েছে সুব্যবস্থা।
  • আপনার ভিডিও বা ইমেজে দিতে পারবেন স্পেশাল ইফেক্ট।
  • ভবিষ্যতের জন্য আপনার ইমেজ বা ভিডিওকে অনলাইন ক্লাউড কিংবা আপনার পিসিতে সংরক্ষন করতে পারবেন।
  • আপনার তৈরী করা ভিডিও বা ইমেজকে অনেকগুলো ফরমেটে সেভ করতে পারবেন।
  • আপনাদের ব্যবহারের মাধ্যমে উন্মোচিত হতে পারে আরো অনেক ফিচার। তাহলে ডাউনলোড করতে আর দেরী কেন?

ডাউনলোড ফুল ভার্সন

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির ফুল ভার্সন ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ৭০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।

ডাউনলোড Snagit.exe | সাইজ 70MB

সফটওয়্যারটিকে ফুল-ভার্সন করার জন্য আপনার প্রয়োজন হবে মেডিসিন ফাইল। নিচের ডাউনলোড লিংক থেকে ৭০কিলোবাইট সাইজের মেডিসিন ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর পরবর্তি অংশে থাকবে কিভাবে একটিভ করবেন।

মেডিসিন ফাইল | সাইজ ৭০কেবি

ইনস্টলেশন এবং একটিভেশন

কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেই পরবর্তি কাজগুলো নিজে নিজে করতে পারবেন। কিন্তু নতুন যারা আছেন তাদের জন্যই পরবর্তি ধাপ। ভালোভাবে খেয়াল করুন যদি আপনি নতুন হয়ে থাকেন।

  • আপনি যদি সফলভাবে snagit.exe ফাইলটি ডাউনলোড করে থাকুন তাহলে সফটওয়্যারটির ইনস্টলারটি রান করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পারবেন।

  • উপরের চেকবক্সটি চেক করে দিয়ে নিচের দিকে Options বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন।

  • আপনি কী কী ফিচার ইনস্টল করতে চান উপরের চিত্রে সেগুলো দেখানো হয়েছে। প্রয়োজনীয়গুলো রেখে বাকীগুলো আনচেক করে দিতে পারেন। আর না বুঝলে যেভাবে আছে সেভাবে রেখে Continue অপশন চাপুন এবং তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।
  • ইনস্টল শেষ হলে আপনি যখন সফটওয়্যারটি ওপেন করবেন তখন নিচের মতো চিত্র আসবে। আপনি চিহিৃত স্থানে Enter Key অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কাছে রেজিস্ট্রেশন-কী চাওয়া হবে।

  • রেজিস্ট্রেশন-কী পেতে হলে আমার দেওয়া মেডিসিন ফাইল হতে Medicine.exe ফাইলটি রান করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন। প্রথম চিত্রে জেনারেট বাটনে ক্লিক করলে দ্বিতীয় চিত্রে আপনার রেজিস্ট্রেশন-কী দেখতে পাবেন। সেটা কপি করে সফটওয়্যারের রেজিস্ট্রেশন-কী সাবমিট বক্সে পেস্ট করুন। এবং ওকে করুন। তাহলেই কাজ হয়ে যাবার কথা।

  • উপরের কাজগুলো যদি সঠিকভাবে করে থাকেন তাহলে নিচের মতো উইন্ডো আসবে, যেটা আপনাকে তাদের সাইটে রেজিস্ট্রেশন করতে বলবে। এটা ভুলেও করতে যাবেন না যেন, কারন তারা তাহলে আপনার পাইরেসি ধরে ফেলবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনার সফটওয়্যারটির ইন্টারনেট এক্সেস ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়াল সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমরা টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি টিউনটি আপনাদের কাজে লেগেছে। দোয়া করবেন যাতে এটার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। তবে যাবার আগে শেষ কথাটুকু রয়েছে এখনো বাকি।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 157 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন টিউন , অসংখ্য ধন্যবাদ, সোজা প্রিয় তে রাখলাম, এখন মেগা বাইট নেই, তাই পরে ডাউনলোড দিব, আমি অনেক দিন থেকে ভাল একটা ip hide করার সফটওয়্যার ফুল ভার্সন খুজতেছি, পেয়েছি easy hide ip, ip hider pro, ইত্তাদি এগুলা । কিন্তু নেট ব্রাঊজ করার সময় ip পরিবর্তন হচ্ছে নাহ, তাই ভাল কোন ip change করার সফটওয়্যার এর সন্ধান দিতে পারেন যেটা সম্পূর্ণ রূপে কাজ করবে, আবারও ধন্যবাদ।

    @লিমন: অনেক ধন্যবাদ লিমন ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার কাছে একটা ভালো সফট ছিলো। খুঁজে দেখতে হবে এখনো সেটা কাজ করে কিনা। ভালো হলে অবশ্যই পরবর্তিতে শেয়ার করবো।

এক এক করে সংগ্রহ রাখছি আপনার ফুল ভার্সনের সফট গুলো @ ধন্যবাদ ফাহাদ ভাই

    @হোছাইন আহম্মদ: রাখতে থাকেন। পরবর্তিতে ছোট কোন সফটওয়্যার পাবেন বলে মনে হয়না। নতুন হার্ডডিস্ক লাগবে, হা হা হা। পরবর্তি টিউনে চোখ রাখুন, ধন্যবাদ হোছাইন ভাই।

thanks vai for sharing

অনেক ধন্যবাদ ।

শিরোনাম দেখলেই বুঝা যায়, এটা ফহাদ ভাইয়ের টিউন।
Be Continent ……

আপনার প্রত্যেকটি টিউন এর মত এই টিউনটিও ফাটাফাটি,ধন্যবাদ এগিয়ে যান।

    আপনার প্র্রত্যেকটি টিউমেন্ট এর মতো এটাও ভালো লাগলো। আশা করি সব সময় পাশে থাকবেন।

খুব ভালো লাগল ,অতি সত্ত্বর আমাদের মাঝে আসার জন্য ধন্যবাদ । আপনার সফটগুলি নিয়েই ছাড়ব …হা হা হা । এগিয়ে চলুন সাথে আছি ।

আপনি তাও বনের মোষ তাড়িয়ে মজা পান বলেই আমার মতো অলস ইউজাররা বেঁচেবর্তে আছে…..নামিয়ে স্থাপন করলুম, জিনিসটা তার সহজ ফিচারগুলোর জন্য অস্থির লেগেছে। কিন্তু বহুদিন থেকেই এমন ক্যাপচারিং সফটওয়্যার খুঁজছি যেটা ক্যাপচারের সময়ও স্ক্রল করতে দেবে- জিনিসটা কিছুটা অবাস্তব শোনালেও অসম্ভব না….কিন্তু জাল হাতড়ে ওইরকম কিছুর দেখা আজো পাইনি- মনে হয় এইরকম জিনিস বেশ লজ্জাবতী- লজ্জায় সামনে এসে ধরা দিচ্ছে না 😉

জলিলকে লাগলে আমি স্পন্সর করব…..তাও একটু খোঁজ করে দেখবেন তো এই ডুমুরের ফুলটা 🙁

    @নিওফাইট নিটোল: ধন্যবাদ নিওফাইট নিটোল বরাবরের মতো আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি কি ইমেজ ক্যাপচারের জন্য এরকম ফিচার খুঁজতেছেন নাকি অন্য কিছু? আপনার উদ্দেশ্য বুঝতে পারলে ভালো হতো। যদি অনেক বড় ইমেজ বা ওয়েব পেজকে স্ক্রল করে ইমেজ হিসাবে সেভ করতে চান তাহলে সমাধান পাওয়া যাবে। নাহলে আপনাকে আরো একটু বিস্তারিত বলতে হবে। অসম্ভব বলে কিছু নেই, ডিটেইল বললে সফটওয়্যার পেয়ে যাবেন। পারলে ফেসবুকে যোগাযোগ করবেন। যাতে আপনাকে যেকোন সময় সেটা ডেলিভার করা যায়।

Level 0

কোন লিংক তো কাজ করে না।ডাউনলোড করবো কিভাবে ভাইয়া??

@arvin blue: কোন এক অজানা কারনে সব লিংক মুছে গিয়েছিলো। আমি সব লিংক আবার আপডেট করে দিয়েছি। ধন্যবাদ।

ভাই লিঙ্ক তো কাজ করেনা। একটু রিচেক দেন।

ভাই মেডিসিন ফাইল এর ডাউনলোড লিঙ্ক কই ? ডাওনলোড তো করতেই পারছিনা।

সানিম ভাই, ধন্যবাদ। সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।
আমি একটু যোগ করলামঃ
সফটওয়ারটি স্নাগইট চালাতে Media Feature Pack পিসিতে ইন্সটল করা থাকা লাগবে, না হলে ভিডিও রেকর্ডিং কাজ করবে না। সেজন্য এই লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তবে এটা উইন্ডোজ ৮ এর লিংক। আপনি সেভেন চালালে এখানে একটু খুঁজে লিংক বের করতে পারবেন।
ডাউনলোড লিংকঃ http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=42503
ধন্যবাদ সবাইকে। 🙂

    আমি এরকম কোন সমস্যা ছাড়ায় ল্যাপটপে সফটওয়্যারটি ব্যবহার করেছি। হয়তো অন্যদের কাজে লাগবে। সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ আই,টি সরদার ভাই 🙂

ফাহাদ ভাই আপনার করা টিউনটা আজ আমার খুব গুরুত্বপূণ একটা কাজে লাগল। ভাই আপনাকে অসংখ্য ধণ্যবাদ..আপনার টিউনের সাধ নেয় নাই এমন লোক মনে হয় টেকটিউনে কমিই আছে।।

    ধন্যবাদ ভাই, আপনার উপকারে লেগেছে জেনে ভালো লাগলো। সব সময় টেকটিউনসের পাশেই থাকবেন আশা করি।

সানিম ভাইয়ের দেওয়া Snagit চালাচ্ছি। খুব ভালো লাগছে। যথেষ্ট সহজ এবং ভিডিও আউটপুটও অনেক পরিষ্কার। তবে @https://www.techtunes.io/tuner/shining-man-fahad কে অনুরোধ এমন কোন স্ক্রীনরেকর্ডার (আপনার দেওয়া মেডিসিনসহ )ব্যবস্থা করে দেওয়া যায় কিনা যাতে মাউস ক্লিক করলে দর্শক বুঝতে পারে।

ধন্যবাদ জিল্লুর রহমান ভাই, আপনাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে চলার পাথেয়।

ফাহাদ ভাই আপনি মোঃ শহিদুল ইসলাম শাহিন টিউমেণ্ট টা Unapprove করে দেন ।। ধিক্কার দিয়ে এদের কোন লাভ নেই ভাই

    এটা অনেক আগের। ডিলেট করা গেলে করে দিতাম। আমি কোন স্প্যাম পোস্ট এপ্রোভ করিনা। কিন্তু এটা খুঁজে বের করা অনেক ঝামেলার হবে।

আমার সাউন্ড/কথা কিভাবে এই সফটওয়্যারের সাথে যুক্ত করবো? মানে এই সফটওয়্যার কাজে লাগাতে আর কি কি খরচ করতে হবে?

    যখন ভিডিও রেকর্ড করবেন তখন কথা বললে সেগুলো অটোমেটিক রেকর্ড হবে। আপনার শুধু এর জন্য একটা ভালো মাইক্রোফোন লাগবে।

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। যদি টিটিতে ভিডিও আপলোডের অপশন থাকতো তাহলে অবিজ্ঞতা ক্যাপচার করে দেখাতাম

ভাই ধন্যবাদ । খুব সুন্দর পোস্ট । *** আমি আপনার ছোট ভাই, আমায় একটু সাহায্য করবেন প্লিজ । আমার কম্পিউটারে 4gb RAM লাগানো আছে, কিন্তু my computer propertise এ দেখাচ্ছে 4GB (2GB USABLE) । সাহায্য করেন ভাই । এক বছর আগে দেখাইছিল 4GB (3.5 GB USABLE) । ইদানিং ১৫ দিন হবে আরকি । উইন্ডোজ সেভেন দেওয়ার পর দেখি 4GB (2GB USABLE) । ভাই আমি ভয়ে আছি, আমার RAM আবার নষ্ট হয়ে গেল নাকি । প্লিজ ভাই আমায় সাহায্য করেন । আমার ই-মেইল এড্রেস [email protected]

    I think your computer RAM is OK. But you have installed 32bit Windows . For this reason your RAM reduced to 2GB. 32bit Windows can’t handle more ram basically above 2 GB. So if you have 4GB RAM then pls install 64bit Windows 7. I hope it will work fine. Thank you 🙂

      অনেক ধন্যবাদ 🙂 #সানিম ভাইয়া । আমি Windows 7 x64bit ইনস্টল করে দেখলাম সব ঠিক আছে। ভাইয়া আরো সাহায্য চাইলে Help করবেন Please 🙂

@সানিম মাহবীর ফাহাদ ভাই,
আপনার টিউনগুলো সত্যি অসাধারণ।