পিসিতে জায়গা কম কিন্তু মুভির সাইজ অনেক বেশি? তাহলে কোয়ালিটি ঠিক রেখে কমিয়ে ফেলুন মুভির সাইজ!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

কম্পিউটারে মুভি বা ভিডিও দেখেনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সবার মাঝে একই রকম বাতিক থাকে সেটা হলো এইচডি মুভি দেখতে হবে। প্রিন্ট ভালো না থাকলে সেই মুভি দেখে আমিও যেমন মজা পাইনা, মনে হয় আপনারাও মজা পান না। কিন্তু ঘটনা হলো, আমার পিসিতে যে পরিমান হার্ডডিস্ক আছে তা দিয়ে আমার প্রয়োজন মতো এইচডি মুভি রাখার উপায় নেই। ভাবছিলাম কীভাবে মুভির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে ফেলা যায়। আমার ভাবনাকে উষকে দিলো এক ভাই, তিনি প্রশ্ন করলেন দরিদ্র.কম কিভাবে মুভির কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমিয়ে আনে? গুগল মামাকে তারপর জ্বালাতে শুরু করলাম সমস্যা সমাধানের জন্য। গুগল মামা বের করে দিলেন অসাধারন এক সফটওয়্যার! ওপেন সোর্সকে আজকাল বেশি প্রাধান্য দেই বলে ওপেন সোর্স সফটওয়্যারটিই পেয়ে গেলাম। মেডিসিন আর সিরিয়াল-কী নিয়ে সত্যিই বিরক্ত হয়ে ‍যাচ্ছি দিনের পর দিন।

HandBrake | Price Free

সফটওয়্যারের নামটা জটিল না? সফটওয়্যারটি নিয়ে টিউন করতে গিয়ে মজার কিছু অভিজ্ঞতা হলো। ইমেজ সার্চ করতে গিয়ে দেখি শুধু গাড়ির হ্যান্ডব্রেক এর ছবি আসে। পরে অগত্যা নিজেকেই ঝটপট ডাউনলোড ইমেজটা ফটোশপে তৈরী করতে হলো। যাহোক নামে কিবা আসে যায়, কাজে তার পরিচয়। চলুন ডাউনলোড শুরু করার পূর্বে এক নজরে কিছু ফিচার দেখে নিই। প্রথমেই থাকছে সফটওয়্যারের হোম স্ক্রিন, যেখানেই পাবেন সব কিছু। ব্যবহার এতোটাই সহজ যে একটা বাচ্চা ছেলের মা ও অনায়াসেই কাজ করতে পারবে, সেখানে অাপনারা তো অনেক অভিজ্ঞ।

প্রথম দর্শন | দেখতে সাদাসিদা হলেও কাজে কিন্তু ভয়ঙ্কর | সুতরাং সাবধান
  • সফটওয়্যারটিতে বিল্ট-ইন ভাবে রয়েছে বিভিন্ন ডিভাইস প্রিসেট। যা আপনাকে কোন প্রকার সেটিং ছাড়ায় শুধু সিলেকশনের মাধ্যমে আপনার ডিভাইসের জন্য সেরা ভিডিও উপহার দিতে পারবে।
  • আমাদের পরিচিত এবং জনপ্রিয় মিডিয়া ফাইল ফরমেটগুলো সাপোর্ট করবে। মিডিয়া ফাইল ফরমেট সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই টিউনটি দেখুন। তবুও কিছু সাপোর্টেড ফরমেট আমি উল্লেখ করছি।
    • File Containers: .MP4(.M4V) and .MKV
    • Video Encoders: H.264(x264), H.265(x265) MPEG-4 and MPEG-2 (libav), VP8 (libvpx) and Theora(libtheora)
    • Audio Encoders: AAC, CoreAudio AAC/HE-AAC (OS X Only), MP3, Flac, AC3, or Vorbis
    • Audio Pass-thru: AC-3, DTS, DTS-HD, AAC and MP3 tracks
  • এছাড়াও লাইভ ভিডিও প্রিভিউ, ভিডিও ফিল্টারিং, টাইটেল/ চ্যাপ্টার সিলেকশন, চ্যাপ্টার মার্কিং সহ পাবেন অনেক কিছু। তবে সব কিছু পেতে আপনাকে তো আগে সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে হবে, তাইনা?

ডাউনলোড

সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে বিস্তারিত জানাতে চেষ্টা করলাম। আশা করি প্রয়োজনের সাথে ফিচারের সামাঞ্জস্য থাকায় সফটওয়্যারটি আপনাদের ভালো লেগেছে। তাহলে নিচের অফিশিয়াল ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি ক্রস-প্লাটফর্ম সাপোর্টেড, মানে হলো আপনি উইন্ডোজ, ম্যাক এবং লিন্যাক্স, উবুন্টুতে খুব সহজেই চালাতে পারবেন। ৩২বিট বা ৬৪বিট ভার্সনের কারনে ডাউনলোড সাইজ কমবেশি হতে পারে তবে তা ১৫ মেগাবাইটের কাছাকাছিই থাকবে।

ডাউনলোড | অফিশিয়াল ডাউনলোড পেজ

ডাউনলোড শেষ করে থাকলে স্বাভাবিকভাবে সেটাপ দিন। ব্যবহার করতে কোন সমস্যা হবে না বিধায় এটা লিখে টিউন বড় করা আমার কাছে সময় ও শ্রমের অপচয় মনে হচ্ছে। আমরা একেবারে টিউনের শেষপ্রান্তে চলে আসছি। যদি সমস্যা হয় তাহলে জানাতে ভুলবেন না। তবে সব কিছুর আগে নিজে সমাধানের চেষ্টা করুন তারপর সাহায্য চাইবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য। আমার কাছে একটি ভালো সফটওয়্যার আছে কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমাবার…

হয় না কাজ। আগের মুভি গুলোতে কাজ হবে কিন্তু এখনকার মুভি বেশিরভাগ ই কমপ্রেসড করা থাকে

    @arpandas98bd: আগে থেকেই সে সব মুভি হাইলি কম্প্রেস করা থাকে সেগুলো রিকমপ্রেস করা যায় না। করা গেলে আর কোয়ালিটি ঠিক থাকে না।

ট্রাই করে দেখি।

xp te ki chol be?

    @জিএম রহিম: আপনার এক্সপিতে যদি ডট নেট ফ্রেমওয়ার্ক ৩.৫ ইনস্টল করা থাকে তাহলে নিঃসন্দেহে চলবে। কিন্তু যদি না থাকে তাহলে আমি বলতে পারছি না। আপনি নিচে চেক করে দেখতে পারেন।

এইটা তার নামের মত কাম করতে পারলেই হবে- আর কিছু লাগবে না 😉 ভাগাভাগি করার জন্য আস্ত ধইন্যা……পিসিতে অনেক অস্থির আর রাক্ষুসে মুভি আছে- দেখি চর্বি ঝরাতে পারি কিনা!! তবে ইদানীং বেশিরভাগ মুভিই কিন্তু যথেষ্ট কমপ্রেসড করেই আপ করা হয়।

    @নিওফাইট নিটোল: আমি কিছু মুভির চর্বি ঝরাতে পারছি কয়দিনে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। বড় মুভিগুলোর সাইজ যে হারে কমে ছোটগুলোর সে হারে কমেনা। কারন ছোটগুলো হাইলি কমপ্রেসড!

এন্ড্ররিড এর জন্য কি কোন এই রকম ব্যবস্থা আছে ভাইয়া!

    @দ্বীপ সরকার: এই ধরনের কাজে যে ধরনের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট লাগে সেগুলো অ্যান্ড্রোয়েড ফোনে থাকেনা। তবে যদি এরকম কিছু পাই তাহলে অবশ্যই সেটা শেয়ার করা হবে, ধন্যবাদ।

দারুন!! আমার পিছি তে দারুন কাজ করে।

fahad vai r clction ek kothai awesome

Level 0

thanks vhi..

আমার কাছে পূর্বে থেকে আছে । ধন্যবাদ