গ্রন্থকীট [পর্ব-১২] :: নামিয়ে নিন নির্বাচিত সেরা রহস্য, মূলধারা ৭১, অতন্দ্র প্রহরী , মাসুদ রানা- মাফিয়া, ভৌতিক গল্পসমগ্র, লাল্ট আর বল্টু , মীর মোশাররফ হোসেন- বিষাদ সিন্ধু ,অহিংসতাবাদ কার ধর্ম,আমরা ও ফেলুদা এবং আরো অনেক বই নামিয়ে নিন। , আমরা ও ফেলুদা ,বাংলা কথাসাহিত্যে নারী-পুরুষের সম্পর্ক ,মাউন্টেন মিস্ট্রি , বোকার স্বর্গ

প্রিয় টিউডারগণ, ফেব্রুয়ারী শুরুতে শুরু হয়ে গেছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের বইমেলা থেকে কে কোন বইটি কিনছেন রিভিউ জানাতে ভূলবেন না।

 

বই কিনুন, লেখক বাঁচান, বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখুন।

১২ তম পর্ব ১২ টি বই। যার যেটি প্রয়োজন শুধু নামিয়ে নাও।ভালো লাগলে আমার সকল পরিশ্রম স্বার্থক হবে।

নির্বাচিত সেরা রহস্য

নির্বাচিত সেরা রহস্য বুদ্ধকুমার গুহ ও তপন দাস কুমার সম্পাদিত। প্রতিটি বইমেলায় সেরা গল্প, সেরা কবিতা, সেরা উপন্যাস নামে এক বা একাধিক বই বের হয়। আপনি পড়ে জানাবেন এই বইটি কতটুকু সেরা। রহস্য রেখে গেলাম।

মূলধারা ৭১ - মঈদুল হাসান

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনায় এই গ্রন্থ নিঃসন্দেহে মূল্যবান সংযোজন। লেখক মঈদুল হাসান একাত্তর সালের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল মূল উপাদানকেই একত্রে তুলে ধরেছেন। এই সব উপাদানের সংঘাত ও সংমিশ্রণে কিভাবে সফল রণনীতির উদ্ভব ঘটেছিল সেই ইতিবৃত্ত এই বিবরণে ফুটে উঠেছে।

ওয়েস্টার্ন - অতন্দ্র প্রহরী

রওশন জামিল।

মাসুদ রানা - মাফিয়া

মাসুদ রানা বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট একটি কাহিনী-চরিত্র। ১৯৬৬ খ্রিস্টাব্দে ধ্বংস পাহাড় প্রচ্ছদনামের প্রথম গ্রন্থটি থেকে শুরু করে সেবা প্রকাশনী থেকে মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক গুপ্তচরবৃত্তীয় কাহিনীর বই প্রকাশিত হয়েছে।

  ভৌতিক গল্পসমগ্র - সৈয়দ মুস্তফা সিরাজ

আমরা অনেকেই ভুতে বিশ্বাস করি না, কিন্তু ভুতের গল্প পড়তে ও শুনতে ভালো লাগে সবার। ভুতের গল্প পড়তে বা শুনতে আলাদা একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয় আমাদের চারপাশে। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদ খোশবাসপুর গ্রামে ১৯৩০ সালে অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন ৷ প্রথম জীবনে বাড়ি থেকে পলাতক কিশোরের জীবন অতিবাহিত করেছেন ৷ রাঢ় বাংলার লোকনাট্য "আলকাপের" সঙ্গে যুক্ত হয়ে নাচ-গান-অভিনয়ে নিমজ্জিত হয়ে জেলায় জেলায় ঘুরেছেন ৷ তিনি ছিলেন 'আলকাপ' দলের "ওস্তাদ" (গুরু) । সৈয়দ মুস্তফা সিরাজের 'অলীক মানুষ' উনিশ-বিশ শতকের মুসলিম অন্দর মহলের এক তথ্যপূর্ণ ডকুমেন্টশন। তিনি নিমোর্হভাবে তার সহজাত ভাষায় বুনেছেন অসংখ্য কাহিনী-উপকাহিনীর মধ্যে দিয়ে একটি মহাকাব্যিক উপন্যাস। একশ বছরের এই লৌকিক-অলৌকিকের মন্ময় আখ্যানটি রচিত হয়েছে কোলাজ রীতিতে।

 

লাল্ট আর বল্টু

*

বিষাদ সিন্ধু - মীর মোশাররফ হোসেন

কারবালার লৌমহর্ষ কালজয়ী কাহিনী বিষাদ সিন্ধুর প্রণেতা মীর মোর্শারফ হোসেন। বিষাদ সিন্ধু একখানি ঐতিহাসিক সম্পূর্ণ ধর্ম ভিত্তিক উপন্যাস, ঊনবিংশ শতাব্দির প্রথম দশকের দিকে বাংলা সাহিত্যের পরিণত যুগেই সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহিত্যিক মীর মোর্শারফ হোসেন সাহিত্যের আসরে প্রবেশ করেন। মীর মশাররফ হোসেন (নভেম্বর ১৩, ১৮৪৭ - ১৯১২) ছিলেন একজন বাঙ্গালী ঔপন্যাসিক,নাট্যকার ও প্রাবন্ধিক। তিনি তৎকালীন বৃটিশ ভারতে ... মীর মোশাররফ হোসেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালীর একটি ছোট গ্রাম লাহিনিপাড়ায় জন্মগ্রহণ করেন।

 

অহিংসতাবাদ কার ধর্ম

বর্তমানে বাংলাদেশের রাজনীতিবিদেরা হিংসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই বইয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কিছু বলা হয়নি।

আমরা ও ফেলুদা

ফেলুদা সিরিজের একটি বই। ফেলুদা সম্পর্কে নতুন করে কি কিছু বলার আছে! তবুও দুই লাইন বলি। প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা  সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প "ফেলুদার গোয়েন্দাগিরি" প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে।

বাংলা কথাসাহিত্যে নারী-পুরুষের সম্পর্ক

লেখকঃ হুমায়ুন আহমেদ।
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক।হুমায়ুন আহমেদের গদ্য বর্ণনাও সরস।

মাউন্টেন মিস্ট্রি

বইটি পড়ি নাই। তাই একটা কোটেশান মেরে যাই। ফ্রম এভরি ডেপ্থ্ অব গুড অ্যান্ডইল দ্য মিস্ট্রি হুইচ বাইন্ডস মি স্টিল। ফ্রম দ্য টরেন্ট অর দ্য ফাউন্টেন, ফ্রম দ্য রেড ক্লিফ অব দ্য মাউন্টেন মাই হার্ট টু জয় অ্যাট দ্য সেইম টোন অ্যান্ড অল আই লাভ্ড, আই লাভ্ড অ্যালোন। (এডগার অ্যালান পো)

বোকার স্বর্গ

বইটি ধর্মবিদ্বেষীদের দ্বারা লেখা বলে মনে হয়েছে। যদিও তারা এই কথাটি লিখেছেন, এ প্রবন্ধের শিরোনাম 'বোকার স্বর্গ'। এই শিরোনাম দেখে ধর্মবিশ্বাসীদের উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ এর দ্বারা ধর্মবিশ্বাসীদের কোনোভাবেই বোকা বা নির্বোধ বলা হচ্ছে না। 'বোকার স্বর্গ' বলতে বোঝানো হচ্ছে শুধু 'ধর্ম' নামক ব্যবস্থাকেই; যার অন্তর্ভুক্ত রয়েছে ঈশ্বর/আল্লাহ/ভগবান ... যাই হোক। পড়ার ইচ্ছে জাগলে নিজ দ্বায়িত্বে পড়বেন। আমাকে দুষবেন না।

বই নামাতে যাওয়ার অনেক হ্যাপা! অধিকাংশ বাংলা বই ডাউনলোড সাইটে ইনডাইরেক্ট লিংক। কারো স্কিপ এড তো কারো ভূয়া লিংক। পেরেশান হয়ে শুধুমাত্র বই ডাউনলোডের জন্য একটি সাইট বানালাম। আগ্রহীগণের কাজে দেবে বলে আশা করছি। http://bookdownloader.blogspot.com

Book Downloader

আজ এই পর্যন্ত। লেখাটি একই সাথে আমার ব্যক্তিগত ব্লগে প্রকাশিত হলো। ভালো থাকবেন।

Level 2

আমি সরদার ফেরদৌস। Asst Manager, Samuda chemical complex Ltd, Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 94 টি টিউন ও 463 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ফেরদৌস। জন্ম সুন্দরবনের কাছাকাছি এক জনপদে। ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে লেখাপড়া করেছি এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে চাকরি করছি সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন বিভাগে সহকারী ম্যানেজার হিসেবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো কিন্তু আপনি শিরনাম মানে কি তা দেখছি আপনি বোঝেন না শিরোনামও কি এত বড়ও হয়

    আপনারা একেকজন একেক রকম বলেন। কেউ একজন বলেছিলনে শিরোনামে বইগুলোর নাম দিলে ভালো হয়। আর শিরোনাম বড় হতে পারে না এই ধারণা কোথায় পেলেন? ভূরি ভূরি বড় শিরোনামের উদাহরণ দিতে পারবো।

Level 0

vai..onubad book thakle din vai..ami khub khushi hotam….{1} sons and lovers.{.2}.tess of the darbervills..{3} the great expectetion..etc

    দিবো ভাই। আপনার বইগুলো আমার কাছে নেই। সংগ্রহে এলেই দিবো।

Level New

ভাই উপরের বইগুলো আমারো দরকার। যদি দিতেন ভালই হোতো

    উপরের সব গুলো বইয়ের ডাউনলোড লিংক দেয়া আছে। আপনি ছবিতে ক্লিক করলেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন।