[Mega Update] এবার একাধিক মেইল এ হাজার হাজার মেইল হবে এক ক্লিক এই !!! (আপনার ই-মেইল মার্কেটিং / ব্যবসার প্রচারের জন্য এটাই যতেষ্ট)

আজ আপনাদের জন্য নিয়ে এলাম BytesBD এর জনপ্রিয়  BytesBD Mail Bomb v1.0 এর আপডেট ভার্সন BytesBD Mail Sender v2.0  যার সাহায্যে আপনি একইসাথে একাধিক মেইল এ হাজার হাজার প্রফেশনাল মেইল করতে পারবেন এক ক্লিক এই।

প্রথমেই এখান থেকে আপডেট ভার্সন ডাউনলোড করে করুন।

একাধিক মেইল এ মেইল করার নিয়ম ঃ

১।  আপনে যদি নিউজ লেটার মেইল করতে চান, তাহলে সেটা আপনার পিসি থেকে আপলোড করুন অথবা Html ফাইল টা google drive আপলোড করে সেটার

লিংক টা ১৪ নং এ পেস্ট করুন ।

২। কোন এটাচমেন্ট থাকলে সেটা আপলোড বাটন এ ক্লিক করে দেখিয়ে দিন ।

৩। ৩নং এ আপনে যদি মেইল এড্রেস গুলা টেক্সট ফাইল থেকে আপলোড করতে চান তাহলে দেখিয়ে দিন।

৪। ৪ নং এ আপনে যদি মেইল এড্রেস গুলা আপনার সেভ করা ডাটাবেস ফাইল থেকে আপলোড করতে চান, Select Group থেকে টা সিলেক্ট করুন।

৫। ৫নং এ যদি একটা মেইল এড্রেস এ মেইল করতে চান তাহলে সেটা লিখুন (একাধিক মেইল এড্রেস কে ";" দিয়ে লিখুন। ";" পর কোন স্পেস দেয়ার দরকার নাই ।আর লাস্টের মেইল এর শেষে কোন ";" হবে না) অথবা ৫নং এর ডান দিকের ড্রপ ডাউন এ ক্লিক করে মেইল এড্রেস টি সিলেক্ট করুন ।

৬।আপনার মেইল এর সাবজেক্ট লিখুন।

৭।আপনার মেইল বডি অংশ টুকু এখানে লিখুন।

৮। ১১নং থেকে আপনে যে মেইল এড্রেস থেকে মেইল করসেন সেটা  যদি Gmail হই তাহলে এখান থেকে Gmail সিলেক্ট করুন Yahoo হলে Yahoo সিলেক্ট করুন অথবা Oullook মেইল হলে Outlook সিলেক্ট করুন।

৯।আপনে যে মেইল থেকে মেইল পাঠাচ্ছেন তার Password টা এখানে লিখুন।

১০।এক সাথে কতো গুলা মেইল পাঠাতে চাচ্ছেন সেই সংখ্যা টা এখানে লিখুন।

১১।আপনার পিসির রেজিস্ট্রি ফাইল এ ইউজার নেইম এবং পাসওয়ার্ড সেভ করে রাখতে Remember me তে ক্লিক করুন ।

১২।এবার সেন্ড বাটন এ করুন।

এবার কিছু ক্ষণ অপেক্ষা করুন, আপনার মেইল সেন্ড হওয়ার নোটিফিকেশান দেখাবে।

বি.দ্র.ঃ Gmail থেকে মেইল পাঠানোর ক্ষেত্রে প্রথমেই (অন্য সার্ভার এর ক্ষেত্রে কিছু  করার দরকার নেই)

https://www.google.com/settings/security/lesssecureapps?pli=1 থেকে নিচের মত Access for less secure apps টা Enable করুন।

ডাটাবেস এ মেইল এড্রেস সেভ করতে নিচের স্টেপ গুলু ফলো করুনঃ(ডাটা সেভ করতে সমস্যা হলে সফটওয়্যার টি C Drive ছারা অন্য যেকোনো Drive এ ইন্সটল করুন )

>> প্রথমে Insert Group এ Group গুলু Insert করুন ।

>> এবার Group Mail এ User Name এ আপনে যার মেইল এড্রেস সেভ করবেন টার নাম দিন

>>Mail Address এ মেইল এড্রেস টি লিখুন ।

>>Group Name থেকে Group সিলেক্ট করুন ।

>>Insert বাটন এ ক্লিক করে সেভ করে নিন ।

>> এখানে আপনে আপনার মেইল এড্রেস গুলা Group Wise দেখতে পাবেন ।

>> Outbox আপনে আপনার সেন্ড করা মেইল গুলা দেখতে পাবেন, এ ছারাও Group wise, date wise সার্চ করতে পারবেন ।

তাহলে এখনি নেমে পড়ুন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারণাই ।

ভালো লাগলে ফেসবুক পেজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন ।

***বুজতে সমস্যা হলে কমেন্ট করুন ।

Like Us: https://www.facebook.com/BytesBD

Tweet Us: https://twitter.com/BytesBD

Subscribe Us: https://www.youtube.com/channel/UCMB4l7lC3uCiMJeqJUuDWmg/

Level 0

আমি ডাটাবেস সফটওয়্যার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেইল হ্যাক হবেনা তো

    @সাগর আহমেদ:
    সরাসরি Gmail, Yahoo, Outlook Mail এর সার্ভার থেকে সেন্ড হই। হ্যাক হবে না ।
    আর এর আগের ভার্সন গুলা ২০০০ হাজার বারের উপরে ডাউনলোড হইসে কোন হ্যাক হওয়ার রিপোর্ট পাওয়া যাই নি ।

ইন্সটল করতে দেয় না উইন্ডোস ১০ টেক প্রিভিউ তে।ম্যালওয়্যার পাওয়া গেসে।

উইন্ডোজ 8.1 ব্যবহার করি। আমি কী পারব? প্লিজ জানাবেন।
আপনাকে অনেক ধন্যবাদ।

কিন্তু আমি লক্ষ্য করছি সেন্ট মেইল থেকে আমার পাসওয়ার্ড ও ইউজার নেইম অন্য আরেকটি এড্রেস এ মেইল হচ্ছে। তাহলে কিভাবে বিশ্বাস করবো হ্যাক হচ্ছে না।

যখন আমি সেন্ট মেইল চেক করেছি। তখন লক্ষ্য করেছি। প্রায়শই কোন মেইল পাঠানোর পর সেন্ট মেইল চেক করি।