ছোট ছোট কাজের সফট [পর্ব-১৭] :: ১৩ টি কাজের এবং মজার সফট ১০০ % ভাল লাগবে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাজের ১৩ টি সফট এবং ভাললাগা কিছু থিম, অনেক কস্ট করে এক এক করে সংগ্রহ করলাম, আর সফট গুলোর কি কাজ তা আর বলে দিতে হবে তবুও আমি ৭টি সফট এর কাজ বলে দিয়েছি, আশা সব গুলোর কাজ বুঝতে কোন সমস্যা হবে আর সমস্যা হলে টিউমেন্ট এ জানাতে ভুলবেন না।

এক নজরে ১৩ টি কাজের সফটঃ

নিচের ৭টি সফট হয়ত আপনার অজানা থাকতে পারে তাই বিস্তারিত একটু বলে রাখলাম জেন কাজ করতে সুবিধা হয়। 
১. umusic: সহজেই ছবি এবং গান থেকে ভিডিও তৈরী করা যায় এই সফট দিয়ে।
২. Speccy: Speccy এই Sotfware দিয়ে আপনি জানতে পারবেন আপনার Computer কত সময় ধরে চলছে।
৩. mosjid: এই খানে মসজিদের ছবিকে অনেক সুন্দর করে দেখনো হয়েছে এবং রয়েছে সুন্দর সুন্দর দৃশ্য।
৪. Jpg+FileBinder: এই সফটওয়্যার এর মাধ্যমে ছবির ভিতর ফাইল লুকিয়ে রাখতে পারবেন।
৫. LCD সুন্দর ১টি ঘড়ি যা আপনার ডেস্কটপকে সুন্দর করে তুলবে।
৬. Snake গেমস ছোটদের জন্য ভাল-লাগা ১টি গেমস।
৭. mmctool: এই টুল দিয়ে আপনি পেনড্রাইভ/ মেমোরী কার্ড Format করার কাজের একটি টুল।

তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ২৯.৮৪ MB

আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বরাবরের মতো অসাধারন টিউন হোছাইন ভাই 🙂
শুধু ধন্যবাদ দিলে অনেক কম বলা হয়ে যাবে।
আপনার প্রত্যেকটি টিউনের জন্য টেকটিউন পরিবার আপনার কাছে কৃতজ্ঞ।

ভাই কেমন আছেন? আপনি হয়ত আমাকে চিনবেন না। আমি আপনার না আপনার কাজএর পরিচিত।

Level 2

আমরা বিভিন্ন সময়ে কাজের প্রয়োজনে অনেক ছোট বড় Software use করে থাকি, কিন্তু সে গুলোর গুরুত্ব হয়তো নিজেরাই অনেক সময় বুঝি না। কিন্তু হোসাইন ভাই আপনি Software গুলোকে এমন চমৎকার ভাবে উপস্থাপন করে সেগুলোর গুরুত্ব এবং ব্যহারের আগ্রহ বাড়িয়ে দেন। বরাবরই আপনার টিুইনগুলো অনকে ভালো হয়। তাই, চালিয়ে যান।

    @harun24hr: আপনার থেকে Access এর অনেক ধারনা পেয়েছি সত্যিয় আপনি এক অসাধারন টিউনার @ আরো কিছু টিউন চাই আপনার থেকে। @ ধন্যবাদ হারুন ভাই

হোছাইন ভাই আমাদের অহংকার… আমরা ওনাকে নিয়ে গর্ব করি..

একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিলে ভাল হত।

হোছাইন ভাই আরও অনেক কিছু দেবার আছে।