Net meter::হিসেব রাখুন ইন্টারনেটের মোট ডাটা ব্যবহারের পরিমাণ

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক কাজে লাগবে বলে আশা করি.Net meter এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি কতটুকু ডাটা ব্যবহার করেছেন তার পূর্ণ Details দেখতে পাবেন.কত মেগা/গিগা আপনি ডাউনলোড করেছেন বা আপলোড করেছেন তার বিস্তারিত এখানে পাবেন.এমনকি এটি প্রতিদিন ,সপ্তাহ বা মাস অনুযায়ী আলাদা আলাদা ভাবে ডাটা ব্যবহারের পরিমাণ প্রদর্শন করে.বিস্তারিত আপনি ইচ্ছা করলে ms excel এ রাখতে পারবেন Export অপশনটির সাহায্যে
আর Net meter একটি freeware.কোন লাইসেন্সের ঝামেলা নাই.আর এটি খুবই ছোট একটি সফটওয়্যার.
সুতরাং এখান হতে ডাউনলোড করে ইন্সটল করে নিন.আপনারা netwrox সফটওয়্যারটিও ব্যবহার করতে পারেন কিছু advance ফিচার আছে   এখান হতে ডাউনলোড করুন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ। অনেক কাজে লাগবে।

অসংখ্য ধন্যবাদ এরকম একটি অতীব জরুরী সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। প্রফেশনাল লেভেলে অনলাইনআই ব্যবহার করেছি। তবে তা কনফিগার করা অনেক ঝামেলা। সেই ঝামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম। তবে এক্সেল ফাইল হিসেবে এক্সপোর্ট দেয়ার অপশনটি খুজেঁ পাচ্ছিনা। কোথায় আছে তা একটু জানাবেন। আবারো ধন্যবাদ।

আসলেই এটি অনেক কাজের জিনিস। আমি এটা ব্যবহার করি। কারন পিপলস টেল এর 1 গিগা প্যাকেজ নিয়েছিত । তাই হিসাব করে ব্যবাহার করতে হয়। এটা দিয়ে দৈনিক, সাপ্তাহিক এমনকি মাসিক ডাটার পরিমান হিসাব রাখা যায়। এবং ডেইলি রিপোর্টস ট্যাবটি এর মাধ্যমে দৈনিক কি পরিমান তথ্য ব্যবহার করা হয়েছে তাও দেখা যায়। যারা গিগাবাইট এর প্যাকেজ ব্যবহার করেন তাদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার।

ডিইউ মিটার ব্যবহার করেছেন ? যেটি আমাকে অনেক বৎসর যাবত নীরবে সারভিস দিয়ে যাচ্ছে !!!

কেউকি NetWorx – টা ব্যবহার করেছেন? এতে নতুন একটি ফিচার আছে, ইন্সটল করেই দেখুন….

http://www.softperfect.com/products/networx/

আপনি export অপশনে ক্লিক করলেই কাজ হবে.ধন্যবাদ

Level 0

2 ঘন্টাতেই দেখাচ্ছে 700 এম বি ইউসেজ। ঘটনা কি?

ধন্যবাদ এরকম কিছু দরকার ছিল।

Level 0

এই মঈনটা কে ভাই?

খুব ভাল লাগছে সফটওয়্যারটি পেয়ে। খুব দরকারী সফটওয়্যার এটি। ধন্যবাদ

Level 0

দরকার হবে

Level New

খুব ভাল লাগছে। খুব দরকারী সফটওয়্যার এটি। ধন্যবাদ

আসলেই এটা একটা খুবই ভাল সফ্টোয়ার সবার কাজে লাগবে। ধন্যবাদ……..

Level 2

Not to bad

Level New

ভাই অনেক দিন পরে comment করলেও soft টি পেয়ে আমি খুবই খুশি। thank u very much.