নিয়ে নিন পিসির জন্য ৪৫$ মুল্যের ফাইল ও ফোল্ডার লকার একদম ফ্রি (সিরিয়াল কি সহ)

আসসালামুয়ালাইকুম। সবাই আশা করি ভাল আছেন। বাংলাদেশের সবথেকে বড় টেক ব্লগটির ভক্ত আমি দীর্ঘ ২ বছর থেকে। এখান থেকে যা পেয়েছি তা সত্যি ভাষায় প্রকাশ করার মত নয়। তাই ভাবলাম কিছুটা পরিশোধ করা যায় কিনা। আমার এই লেখা আপনাকে বিন্দু মাত্র সাহায্য করলে আমি নিজেকে সার্থক মনে করব। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

বর্তমান এই প্রযুক্তির যুগে কম বেশি সবাই আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। তাই অনেক সময়ে আমাদের ফোল্ডার লক করার প্রয়োজন হয়, কারন ভাইরাস-এর জালায় অথবা ডিলিট হয়ে যাওয়ার ভয়ে। আজ পর্যন্ত কোন অপারেটিং সিস্টেম ফোল্ডার লকার উইন্ডোজ প্যাক এর সাথে দেয়নি। এমনকি গুগলে খুজলেও তেমন কোন ভাল ফাইল লকার পাওয়া যাবেনা। ফ্রি যেগুলো পাওয়া জায়,তাও ঠিক মত কাজ করেনা। আমি নিজেও অনেক দিন থেকে প্রিমিয়াম এই ফাইল লকারের খোঁজে ছিলাম। অবশেষে পেয়ে গেলাম ৪৫$ মুল্যের এই সফটওয়্যার টি।তাই শেয়ার করতে ইচ্ছে হল আপনাদের সাথে। অনেক সময় নষ্ট হল কথায় কথায়। এবার সফটওয়্যার নিয়ে কিছু না বললেই নয়।

সফটওয়্যার ইন্সটল করার কোন ঝামেলা নেই।সাধারন যে কোন সফটওয়্যার এর মতই ইন্সটল করা যাবে এটি। এর পর সফটওয়্যার টি ওপেন করলে এমন ইন্টারফেস দেখা যাবে। ইন্সটল করার সময় অবশ্যই নেট কানেকশন বন্ধ এবং এন্টি ভাইরাস ডিজেবেল করে নিতে ভুলবেন না।

কিভাবে ব্যবহার করবেনঃ

ইন্সটল হবার পর ওপেন করে আপনার ইচ্ছা মত একটি পাসওয়ার্ড দিয়ে OK বাটনে ক্লিক করুন।

টেনে এনে যেকোন ফাইল বা ফোল্ডার ছেড়ে দিলেই হয়ে যাবে।কিংবা বাংলা নিয়মেও ফাইল এখানে ইনপুট করতে পারেন।

এরপর ফাইলের উপর ক্লিক করে লক বাটনে ক্লিক করলেই কাজ শেষ।

আবার UNLOCK করার জন্যও একি ভাবে UNLOCK বাটনে ক্লিক করতে হবে।

আমি আবারো মনে করিয়ে দিচ্ছি ইন্সটল করার সময় অবশ্যই নেট কানেকশন বন্ধ এবং এন্টি ভাইরাস ডিজেবেল করে নিতে ভুলবেন না।

এবার ডাউনলোড করে নিন নিচের ফাইল দুটি।

সফটওয়্যার

সিরিয়াল কি

আজ এই পর্যন্তই। আর হ্যা যে কোন সমস্যা জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ 🙂

Level 0

আমি রিয়াদ আশেকিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Vai…. For Sharing

ভাই সফটওয়ার টা কি আপনি কিনেছেন???
কিনলে ভাল নাহলে খুব বড় ভুল করেছেন বলে আমি মনে করি।
~১..ওই সফটওয়্যারএ ভাইরাস থাকতে পারে
~২..আপনার সম্পুরন কম্পিউটার কে লক করে দিতে পারে। আপনি হয়ত জানেন পাইরেসি কিং দের উদ্দেশ্য কি রকম হয়।

~৩.. তাই “Be careful “

আপনি যেহেতু একজন নতুন টিউনার যেহেতু প্রথম টিউনেই পাবলিক হয়রানি করানোর মানেটা বুঝতে পারলাম না! এ কোথায় ফাইল আপলোড করছেন? ডাউনলোড করা তো দুরের কথা আগামাথা কিছুই বুঝতে পারলাম না। অন্য কেউ যে বুঝতে পারবে এ সম্ভবনা ক্ষীণ। তাছাড়া টিউনের কোথাও সফটওয়্যারটির নাম উল্লেখ করেননি। আমি প্রথম টিউনে কাউকে নেগেটিভ কথা বলিনা। কিন্তু আপনাকে বলতে হলো, পারলে ভালো কিছু ভালোভাবে শেয়ার করুন। নাহলে আপনাকে কেউ হাতে পায়ে ধরেনি যে এরকম একটা ভুয়া টিউন করতেই হবে।