টেকটিউনস কমিউনিটি সাইটের সকলকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করতেছি। আসা করি সকলেই ভালো আছেন।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কম্পিউটারে আইপি হাইড করার একটি সেরা সফটওয়্যার আইপি হাইডার প্রো (IP Hider Pro) এর আপডেট ভার্সন এবং প্যাচ ফাইল। আইপি হাইডার সম্পর্কে আসা করি তেমন কিছু বলার নেই কারন আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা কম বেশি এটি সম্পর্কে অবগত আছি। যদি আপনি একেবারে নতুন হন তাহলে আপনাকে বলি: আইপি হাইডার হলো ওয়েব সার্ফিং করার সময় ইন্টারনেট ট্রাফিক এবং বাস্তব অবস্থান লুকিয়ে রাখার একটি পদ্ধতি। অর্থাৎ, আপনি যখন আইপি হাইডার ব্যবহার করে কোনো ওয়েব সাইটে প্রবেশ করবেন তখন সেই ওয়েব সাইট আপনার বর্তমান লোকেশন ট্রাক করতে পারবে না। এছাড়াও এটির আরো অনেক সুবিধা রয়েছে যা আমি এখানে বর্ণনা করে টিউনটি বড় করতে চাই না। এটি ব্যবহার করতে করতে নিজ থেকে এর কাজগুলো বুঝে যাবেন।
আর কথা না বাড়িয়ে ডাউনলোড লিংক এর দিকে চলে যাই।
=> এখান থেকে IP Hider Pro v5.0.6.1 + crack ডাউনলোড করুন [১৩.৫ মেগাবাইট]
যদি সফটওয়্যরটি ওপেন করার পর ওপেন না হয় তাহলে নিচের নিয়মগুলো অনুসরন করুন:
1. ডেক্সটপ থেকে রান কমান্ডটি ওপেন করুন।
2. এর পর এই লিংটি টাইপ করে OK প্রেস করুনC:\Users\OMAR FARUK\AppData\Roaming\
3. উল্রেখ্য যে লিংটিতে OMAR FARUK এর স্থানে আপনার কম্পিউটার নেম ব্যবহার করবেন।
4. এবার যে পেজটি আসবে, সেখান থেকে IP Hider Pro ফোল্ডারটি মুছে ফেলুন।
5. কাজ শেষ, এবার সফটওয়্যারটি Run as administrator মুডে চালু করুন।
সবাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। কোন প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
File Blocked for Violation.
The file you requested has been blocked for a violation of our Terms of Service.
Still have questions, or think we’ve made a mistake? Please contact support for further assistance.