বদলে ফেলুন ডিকশেনারিতে শব্দ খোজার স্টাইল

আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিঙ্ক দেব। সফটওয়্যারটির নাম Oxford Pocket Dictionary। এটি খুব ছোট সাইজ এর কিন্তু খুব এ ভাল মানের সফটওয়্যার।সবচেয়ে বড় কথা হলো Oxford Pocket Dictionary টির একটি বিশেষ গুন আছে।আপনি যখন কোন শব্দ খুজবেন তখন তার meaning আসবে এবং সেই meaning এর কোন শব্দ যদি আপনি না জানেন তাহলে এই শব্দের উপর click করলেই তার meaning চলে আসবে। আপানাকে আর আলাদা করে ওই শব্দের meaning টাইপ করে খুজতে হবে না।
আমি basically টেকটিউনসের নিরব ভিউয়ার।অনেক সময়ই লিকব লিকব করেও লিখা হয় না।আজ লিখতে বসেই পরলাম আর আপনাদের জন্য নিয়ে এলাম Oxford Pocket Dictionary
হয়তো অনেকের কাছেই আছে এই Oxford Pocket Dictionary টি। যাদের কাছে নেই তাদের জন্য আপলোড করলাম। আশা করি ব্যবহার করে উপক্রিত হবেন।
ডউনলোড লিঙ্কঃ "Oxford Pocket Dictionary"
ভাল থাকবেন সবাই
: : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : :
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস