সবাইকে সালাম এবং সুভেচ্ছা, আসা করি সকলেই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে একটি দারুন সফটওয়্যার শেয়ার করবো, যার মাধ্যমে খুব সহজেই পিসির যেকোনো সফটওয়্যার আনইনষ্টল করতে পারবেন। সফটওয়্যারটির নাম হলো IObit Uninstaller এবং এটি সম্পূর্ণ আপডেট ভার্সন। Windows অপারেটিং সিস্টেম (OS) এর মধ্যে ডিফল্ট ভাবে সফটওয়্যার আনইনষ্টল করার সিস্টেম রয়েছে, যা আমরা Control Panel থেকে করে থাকি। তবে এই ভাবে আনইনষ্টল করলে পরবর্তিতে রেজিষ্ট্রেশন ফাইল সহ সফটওয়্যার এর আনেক ফাইল থেকে যায়। তাই কম্পিউটারের যেকোনো সফটওয়্যার সম্পূর্ণ ভাবে আনইনষ্টল করার জন্য IObit Uninstaller অত্যান্ত কাজের একটি সফটওয়্যার। এছাড়াও সফটওয়্যারটির অনেকগুলো ফিচার রয়েছে, যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। নতুন এই ভার্সনে যে সকল সুবিধাগুলো পাবেন সেগুলো নিচে থেকে এক নজরে দেখে নিন।
তো চলুন আর কথা না বলে ডাউনলোড এর ব্যাপারে আসি।
0) এখান থেকে IObit Uninstaller v5.1.0.7.exe ডাউনলোড করুন [১০.৬মেগাবাইট]
প্রথমে উপরের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটির ইনস্টলেশন প্রক্রিয়া একেবারেই সহজ। ডাউনলোড করার পর ডবল ক্লিক করে ওপেন করুন এবং উপরে দেখানো স্থানটির টিকমার্ক তুলে ফেলুন এবং Run Now বাটনে ক্লিক করুন।
আমার ইউটিউর চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন
সবাইকে ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। কোন প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।