লেটেস্টঃ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার – ভার্শনঃ ৬.২৫ – বিল্ডঃ ১১ – ৩২ বিট & ৬৪ বিট

লেটেস্টঃ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার - ভার্শনঃ ৬.২৫ – বিল্ডঃ ১১ - ৩২ বিট & ৬৪ বিট

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। যারা নতুন নেট ইউজ করেন তাদের জন্যে বলছি, এখন কার সময়ের সব চাইতে দ্রুত গতির ডাউনলোড ম্যানেজার হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সমস্যা হচ্ছে এর ফুল ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে ডলার খরচ করতে হবে। কিন্তু ইন্টারনেট আর ফ্রীএর যামানায় কে যায় আমাদের মত তৃতীয় বিশ্বে বসে ডলার খরচ করে সফটয়্যার কিনতে? যেখানে আমাদের অপারেটিং সিস্টেম ই ফ্রী। 😀

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার
-ভার্শনঃ ৬.২৫ বিল্ডঃ ১১
-কোনো ফেইক রেজিস্ট্রেশন ওয়ার্নিং দিবে না।
-৬৪ বিট এবং ৩২ বিট ২ ধরনের অপারেটিং সিস্টেমের জন্যেই প্যাচ আছে।
-ডাউনলোড করুন

যেভাবে ইন্সটল করবেনঃ

১ম উপায়ঃ
১. পুরোনো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রিমুভ করে দিন পিসি থেকে।
২. এই ভার্শন টি ইন্সটল করুন। অটমেটিক রান হয়ে যাবে, ট্রে আইকনে ডান বাটন চেপে এক্সিট করে দিন।
৩. এবার আপনার অপারেটিং স্যস্টেমের বিট জেনে দরকারি প্যাচ ইন্সটল করুন। বিট ভার্সন যানতে মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে প্রপারটিস দেখুন।
৪. প্যাচ ইন্সটল করার সময় ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর ইন্সটলেশন ফোল্ডার দেখিয়ে দিন। যদিও অটোই নিয়ে নেয়ার কথা।
৫. ব্যাস; কাজ শেষ। এখন মনের সুখে ডাউনলোড মারুন রেজিস্টার্ড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে।

২য় উপায়ঃ
১। আগে থেকেই ইন্সটল করা থাকলে তা UPDATE দিন।
২। PC রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন।
৩। এবার আপনার অপারেটিং স্যস্টেমের বিট জেনে দরকারি প্যাচ ইন্সটল করুন। বিট ভার্সন যানতে মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে প্রপারটিস দেখুন।

ইউটিউব ভিডিও দেখে ইন্সটল করার প্রসেস জেনে নিতে পারেন।

ম্যাকগাইভার দেখুনঃ MacGyver

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস