১ মিনিটেই কম্পিউটারে নিজের ছবি ও নাম ঠিকানা দিয়ে তৈরি করুন অডিও প্লেয়ার হয়ে যান সফটয়্যার ইঞ্জিনিয়ার।

প্রথমে জানাই আমার আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা, আশা করি সবাই ভাল আছেন আমিও ভাল আছি, অনেক দিন ধরে টিউন করতে চাচ্ছি কিন্তু ব্যস্ততার কারণে টিউন করতে পারি নাই, যাই হোক অনেক কথা হলো এবার কাজের কথায় আসি, কম্পিউটারে যে ডিফ্লট মিডিয়া প্লেয়ার থাকে তা দেখে দেখে  কিন্তু আর ভাল লাগে না, তাই ভাবলাম যে নিজের ছবি ও নাম ঠিকানা দিয়ে একটি প্লেয়ার তৈরি করব কি ভাবে তা গুগলে সার্চ দিয়ে একটি সফটয়্যার পাইলাম সেটা দিয়ে নিজের ছবিও নাম দিয়ে তৈরি করা যায় প্লেয়ার,  সফটয়্যারটি সবার মাঝে শেয়ার করে আজ আমি জানাবো কী ভাবে প্লেয়ার তৈরি করতে হয় নিচে স্কীন শট দেওয়া হলো এবং যে সফটয়্যারটি দিয়ে তৈরি করব সে ২টি হচ্ছে winap playwr এবং Music-sknr105 ২ টি সফটয়্যার এক সাথে লিন্ক করে দিলাম প্রথমে এখান থেকে ডাউনলোড করুন তার পর আন জীব করে সেটাপ দিন এবং নিচে ফলো করুন। স্কীন শট দেওয়া হলো।

প্রথমে ফোটোশপ এ আপনার ফটোটি নিয়ে যান এবং আসি যে ভাবে ক্রপ করে সাইজ নিয়েছি আপনার সে ভাবে করে নিন যাতে ফটোটি ৮০ থেকে ১০০ কিলোবাইট হয় এবং BPM(*BPM*RLE*DIB)এই ফরমেট এ সেভ কুরুন।

 

 

 

 

Music-sknr সফটয়্যারটি সেটাপ এর দিন তার পর ওপেন করুন নিচে স্কীন শট দেওয়া হলো

 

 

 

 

 

 

 

 

 

File এ ক্লিক করে Open Bitmap ক্লিক করুন নিচে ফলো করুন

 

 

 

 

 

 

 

 

 

কম্পিউটারে আপনার ছবিটি ফটোশপ এ BPM(*BPM*RLE*DIB) আকারে যে ছবিটি সেভ করে রেখেছেন সেই ফোল্ডার গিয়ে ফটোটি সিলেক্ট করে Open করুন আবার নিচে ফলো করুন এই রকম আসবে

 

 

 

 

 

 

 

 

 

প্রথমে Scale: 1 দিয়ে Apply করুন এবং বাম পাশ্বে ফটোটি সঠিক ভাবে ভালো ভাবে বসে নিন তার পর Make Skin এ ক্লিক করুন এবং লাল চিহ্ন গুলো লক্ষ করে কাজ করুন নিচে ফলো করুন এই রকম আসবে.

 

 

 

 

 

 

 

 

এখানে Skin template কি রকম প্লেয়ার এর স্কীন নেবেন সে হিসাবে সিলেক্ট করুন আমি সিলক্ট করছি Full Tranest parent আপনারা যে টা দিবেন সেটা সিলেক্ট করুন তার পর Tools ক্লিক করলে ২ দুটি অপশন আসবে সেখানে Visulaiztion color Editor ক্লিক করুন নিচে Option লেখা আসবে সেখানে ক্লিক করলে Gradient fill fire mode ক্লিক করলে নিচে ফলো করুন

 

 

 

 

 

 

 

 

 

Gradient fill fire mode ৩টি কালার করে দিন ok করুন এবং ওই ভাবে আবারTools ক্লিক করলে ২ দুটি অপশন আসবে সেখানে Visulaiztion color Editor ক্লিক করুন নিচে Option লেখা আসবে সেখানে ক্লিক করলে Gradient fill  Osc.mode ক্লিক করুন আবার ওই ভাবে একই ৩টি কালার করে দিন Ok করুন কাজ শেষ এবার সেভ এর পালা নিচে স্কীন শর্ট দেওয়া হলো File গিয়ে Save ক্লিক করুন এ রকম আসবে

 

 

 

 

 

 

 

 

Skin name: আপনার ইচ্ছে মত নাম দিন আমি আমার নিজের নাম দিয়েছি তার পর Ok দিন একটি warring আসবে ও খানে yes দিন আবার আসবে সেখানে আবার ok দিন কাজ শেষ এবার winap playwr টি চালু করুন কী ভাবে আপনার প্লেয়ারে ছবিটি আনবেন নিচে দেওয়া হলো স্কীন শর্ট

 

 

 

 

 

 

লাল টির চিহ্নটির উপর রাইট বাটন ক্লিক করে অনেক গুলো অপশন আসবে সেখানে skins লেখা আসে সেখানে ডান পাশ্বে আপনি প্লেয়ারটি যে নামে save করছেন সেখানে ওই নামটির উপর ক্লিক করুন দেখুন আপনার প্লেয়ারটি আপনার ছবি এসে গেছে।

আবার দেখা হবে পরের টিউনে আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় ভাল টিউন উপহার দিতে পারি আর হে ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

 

Level 1

আমি বিশ্বজিৎ কুমার দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub sundor post vai