একটি চমকপ্রদ Software ব্যবহার করে দেখতে পারেন, ভাল লাগবে।

প্রিয় টেক টিউন্‌স সদস্যবৃন্দ, এটা আমার প্রথম টিউন্‌স।

আসা করি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভাল। আমি একটি চমকপ্রদ Software নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে শুরু করা যাক আমার প্রথম টিউনটি।

প্রথম দিকে যখন Office 2007 আসলো- তখন প্রিন্ট করতে গিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ কমই পাওয়া যাবে ।

দেখা যেত Pen drive এ ঠিকই ফাইলটা আছে, কিন্তু দোকানে গিয়ে ফাইলটা আর খুলছে না।

কারন, দোকানে Office 2003 ব্যবহার করে। যা (.doc) সাপোর্ট করে। অন্নথায় Office 2007 এ (.docx) সাপোর্ট করে এবং সয়ঙ্ক্রিয় ভাবে সেভ দিলে -(.docx) এই ফরম্যাট এ সেভ হয়। ফলে Office 2003 এ আর ওপেন হয় না।

আর এই সমস্যার সমধান এর জন্য আজকে আমি আপনাদেরকে একটি কাজের সফট্ওয়ার উপহার দেব। যার সাহায্যে আপনি Office ছাড়া Office এর যেকোনো file – ওপেন করতে পারবেন। সবচে বড় কথা -এই সফটওয়্যার টি পোর্টেবল এবং ওপেন সোর্স।

ব্যবহার করে দেখতে পারেন, ভাল লাগবে।

Snapshots


download link

Learn more about OpenOffice

শেষ কথাঃটিউনটি ভাল লেগে থাকলে মন্তব্য করবেন।আপনাদের মন্তব্য ভাল টিউন করায় আমায় উৎসাহ দেবে।সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি বোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমার উপকারে লেগেছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ।

উপকারী টিউন,ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।….

ওপেনঅফিসের আরেকটা মারাত্তক ফিচার হল ইনবিল্ট পিডিএফ কনভার্টার। এক ক্লিকেই ডকুমেন্টকে পাডিএফ করে ফেলা যায়। 🙂
তবে এখন আমি লিব্রেঅফিসের অপেক্ষায় আছি। 🙂

    ms office এর একটা প্লাগ-ইন আছে পিডিএফ করার। মাইক্রোসফটের সাইটেই পাওয়া যায়

    মারাত্তক ফিচারটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

    @রাসেদ
    প্লাগইন বা আলাদা প্যাচ দিয়ে অনেক কিছুই করা যায়। তবে আউট অফ দা বক্স আপনি কি কি পাচ্ছেন সেটা একটা বড় প্রশ্ন। কারণ সিস্টেম ঠিক করা নিয়ে খরচ করার মত হাতে বাড়তি সময় খুব একটা থাকে না।

খুব ভাল

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

    আপনাকেও অনেক ধন্যবাদ।

download করতে গেলাম কিন্তু লিংক তো সঠিক ভাবে কাজ করছে না। মিডিয়াফায়ার এর লিংক দিলে ভাল হয়…..

আপনার প্রথম টিউন ভাল হইছে ধন্যবাদ আপনাকে এবং স্বাগতম টেকটিউন্সে।

    ধনবাদ আতাউর রাহমান ভাই।

আমার যতদূর মনে পড়ে এটি লিনাক্সের জনপ্রিয় একটি open source software। লিনাক্সের অধিকাংশ ব্যবহারকারী এটি ব্যবহার করে। তাই আপনার টিউনটির জন্য খুশি হতে পারলাম না। আরেকটি বিষয় হচ্ছে এটির সাহায্যে আপনি .doc কিংবা .deb দুই ফরম্যাটেই ফাইল সেইভ করতে পারবেন।

    খুশি না হওয়ার কারণটা সঠিক বুঝলাম না। কারণ উনি লিনাক্সের জন্য টিউন করেননি। করেছেন উইন্ডোজের জন্য। আর এটা * .deb ফরম্যাটে কোন ফাইল সেভ করতে পারে না।

    বাবর সাহেব আপনার উত্তরটি আমি ভালোভাবেই বুঝেছি। আমিও জানি পোষ্টার ভদ্রলোক উইনডোসের জন্য পোষ্ট করেছেন। কিন্তু আমি বলতে চেয়েছি একই জিনিস লিনাক্সেও আছে। ইনবিল্ট পিডিএফ সেটিও আছে। লিনাক্সে আপনি .doc কোন ফাইল open office org এর মাধ্যমে ওপেন করে এডিট করে ইচ্ছে করলে .doc কিংবা .deb দুই ফরম্যাটেই রাখতে পারবেন। মূলত আমি উইনডোসে এটির সাথে পরিচিত নই।

অনেক বড় ফাইল। তারপরও ডাউনলোড করে দেখি। যদি ভাল কাজ করে তবে আপনাকে ধন্যবাদ।