IDM কে আপন করে নিন আরও সহজে + চলুন ডেস্কটপে মজার এবং ক্রিয়েটিভ কিছু করি!

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
টেকটিউনসের নতুন অপশনটা দেখেছেনতো? এই অপশন দিয়ে টাইম মেশিনে চড়ে চলে যেতে পারবেন যেকোন বছরে যেকোন মাসে। যারা নতুন টিউনের আশায় বসে থাকেন তাদের জন্য এটা মহা মূল্যবান। কারন পিছনের অনেক টিউন আছে যা পড়ে দিন পার করে দেয়া যায়। শুধু আপনি মাসটা সিলেক্ট করে দিবেন লিস্ট থেকে। ব্যাস টাইম মেশিন  আপনাকে নিয়ে যাবে সেইখানে।

এবার আসি টিউনের কথায়। IDM নিয়ে অনেক টিউন হয়েছে। তবে নতুন ভার্শনে আগের কোন প্যাচ বা কীজেন কাজ করছে না। তাই আপডেটেড প্যাচ ফাইল আজকে দিয়ে দিলাম। এটা দিয়ে ৬ এর সব ভার্শন ফুল ভার্শন করা যাবে। 😀


তাহলে আর দেরি কেন প্রথমে এখান থেকে নতুন ভার্শন ডাউনলোড করে নিন।
তারপর এখান থেকে আপডেটেড প্যাচ ফাইল ডাউনলোড করে নিন। 😛

এবার বলি কিভাবে প্যাচ ফাইল দিয়ে ফুল ভার্শন করবেন।

  • প্রথমে IDM ইন্সটল করে নিন।
  • তারপর ক্লোজ করে দিন। নিচের ট্রে আইকনে যদি ওপেন থাকে তাও ক্লোজ করে দিন।
  • এবার pach ফাইল ওপেন করুন। (উইন্ডোজ 7 এ pach ফাইলে রাইট ক্লিক করে Run as administrator এ ক্লিক করে ওপেন করুন।
  • এখন চিত্রের মতো   অর্থাৎ Pach server Check এ ক্লিক করে C:\Program Files\Internet Download Manager\IDMan.exe ফাইলটি দেখিয়ে দিন ও ২ ধাপের কাজ সম্পন্ন করুন।
    তারপর সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করে নিন। 🙂

এবার আসি টিউনের অন্য অংশে।
আমরা অনেক রকম মজার মজার ডেস্কটপ টয় দেখেছি। এটাও তেমন একটি ডেস্কটপ টয় ফ্যামিলি। তবে এই ডেস্কটপ টয় ফ্যামিলি দিয়ে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন।

এছাড়াও দেখতে পারেন এই ভিডিও।

ডাউনলোড লিঙ্কঃ

আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জোবায়ের কি বলব, আমি নির্বাক। আমি যে পরিমাণ কৃতজ্ঞ হয়ে গেছি তোমার কাছে তাতে ধন্যবাদ দিলে তোমাকে ছোট করা হয়ে যায়। তাই ধন্যবাদ দিলাম না। 😉 অনেক অনেক শুভেচ্ছা।

Level 0

তুমিই পারবে।এগিয়ে যায়

Level 0

ভাইয়া আমি net a নতুন । আপনার টিউন পড়ে অনেক কিছু শিখলাম । আপনাকে ধন্যবাদ দেওয়ার মত যোগ্যতা আমার নেই। শুধু দোয়া করি যেন আরো ভাল ভাল টিউন আমাদের উপহার দিতে পারেন ।

Level 0

দুঃখিত হাসান তোমার এই টিউনটা প্রিয়তে রাখলাম……………….

টিউন আর্কাইভটা তোমার টিউন পড়ে দেখে নিলাম,
আসলেই ভাল একটা কাজ,
আর IDM আমার প্রিয় ডাউনলোডার এবং আমার আরেকজনু প্রিয় টিউনারের কাছ থেকে নতুন ভার্ষনটা পাওয়াতে অনেক ভাল লাগছে,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ও কাজের টিউনটির জন্য।

    বরাবরের মতো ধন্যবাদ আতাউর ভাইকে।

    আতউর এবং হাসান ভাইয়া,আপনাদের বলছি:

    আমি নতুন করে টিউনস লিখে ছবি এটাস্ট করতে পারছিনা।

    ছবি আপলোড করলে নিচের ম্যাসেজ টি দেখাচ্ছে।

    “ডিরেক্টরী তৈরী করতে অসমর্থ । এটা কি parent ডিরেক্টরী না কি সার্ভার থেকে writeable কি না?”

    Add media files from your computer থেকে এবং Set featured image থেকে একই ম্যাসেজ দেখাচ্ছে।
    সাহায্য চেয়ে টিউন্সও লিখত পাচ্ছি না। টিউন্স প্রকাশ করতে গেলে:
    “আপনার টিউনে সুন্দর একটি টিউন থাম্বনেইল যোগ করুন”এই ম্যাসেজ দিচ্ছে।

    আমারএখন করণীয় কি??? অনুগ্রহ করে জানাবেন।

    এটা একটা সমস্যা।
    আশা করি ঠিক হয়ে যাবে।

    ঠিক তাই,তাছাড়া আমার চেয়ে হাসান যোবায়ের (আল-ফাতাহ্) বেশী বলতে পারবে কারন উনি একজন বেষ্ট টিউনার আর আমার এখনো কোন টিউন করার সৌভাগ্য হয় নাই।
    তারপরও কোন ভুল হইছে কিনা এই টিউন গুলু দেখে চেক করে নিন,
    https://www.techtunes.io/category/techtunes-resource/

সুন্দর ও প্রয়োজনীয় টিউন। আর, টিউন আর্কাইভ নামের ফিচারটা আসলেও অনেক কাজে লাগবে। বিশেষ করে আমার। মাঝে মাঝেই দেখি অনেক গুরুত্বপূর্ণ ও দরকারি টিউন খুঁজে পাচ্ছি না। আশা রাখি, এখন আর সেরকম সমস্যায় পরতে হবে না। টিউনটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

শুধু উইন্ডোজ 7 ….না xp তেও হবে…..?
জানালে উপকৃত হব

খুব কাজের টিউন।
অনেক ধন্যবাদ।

ভাই, IDM এর একটি ফিচার আছে সেটাকে সাইলেনসার ডাউনলোড ওপসন বলে। ব্যাপারটি বুঝিয়ে বলবেন?? আমি যতটুকু জানি ৪ থেকে ৫ টি ফাইল ডাউনলোড দিলে একএক করে আইডিএম এ ডাউনলোড করা যায়।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই নিয়ে একটা মেগাটিউন করতে গিয়েছিলাম,গত তিন দিন যাবত খালি লিখেই চলেছিলাম,আর এর মধ্যে আপনি এই শুভ কর্ম করে ফেললেন,অবশ্য এক হিসেবে খুব ই ভালো কাজ করেছেন,কারন আমার আরো বেশ কিছুদিন লাগতো।কারণ ইদানীং একটু ব্যাস্ত থাকার কারণে লিখার জন্যে সময় বের করতে পারছিলাম না।তবে কিছু টিপস এন্ড টেকনিক নিয়ে তো টিউন তো করাই যাই ,কি বলেন?যাই হোক অনেক অনেক ধন্যবাদ…

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এই শব্দগুলোর পরে IDM হবে ভুল বশত পরেনি,আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

    অবশ্যই ঐ টিউন করবেন। কারন আমি নিজেও IDM এর অনেক অপশনের কাজ জানি না।
    তাই আপনার বিস্তারিত টিউন পেলে আমারও অনেক উপকার হবে।
    ধন্যবাদ।
    আর আপনার নামটা পরিবর্তন করলে ভাল হয়।

ভাই এইবার কি নাম ঠিক আছে?

আপনি কি ইয়াহুতে আছেন?থাকলে আপনার সাথে চ্যাট করব।আইডি টা দিবেন কি?

হাসান ভাই আপনিতো আমাকে পাগল হওয়া থেকে বাচাই দিলেন . ক্রাক কাজ করেনা দেখে গত কয়দিনে কয়বার যে IDM ইনস্টল করসি আর Delate করসি .অনেক Thanx . desktop Toy তা কি জিনিস ?

জটিল হয়েছে । আর idm এর জন্য ধন্যবাদ।।

হে হে ভাইজান বাংলাদেশে বাস করার মজাই আলাদা। যতবড়ই হোক যতদামীই হোক সব সফটওয়ার আমরা বিনামুল্যে পেয়ে যাচ্ছি। আমাদের প্রচুর টাকা সেভ হচ্ছে। আমরা দিন দিন টাকাওয়ালা হয়ে যাচ্ছি।
সফটওয়ারটির জন্য আপনাকে ধন্যবাদ। কারন আমি idm একজন উগ্রপন্থী ব্যাবহারকারী।
(((((আমাদের টাকায় মনে কয় হজ্জ কবুল হবেনা)))))

    ভাই আমরা গরিব দেশে বাস করি। সফটওয়্যার কিনে ব্যবহার করার মতো সৌখিনতা আমাদের মানায় না।
    আল্লাহ নিশ্চয়ই আমাদের মাফ করবেন।

Apnake Koyek Koti Dhonnobad janai. IDM ta je ki jwalachchilo…ta ar bolar apekhkha rakhe na…
Bachalen apni.
Thanks.

টিউনটি প্রিয়তে রাখতে গেলে লেখা আসে, টিউন প্রিয়তে রাখতে নিবন্ধিত টেকটিউনার হোন কারন কি ? টিউনের জন্য ধন্যবাদ হাসান ভাই।

আপনি এমন জটিল সব টিউন করেন যা ধন্যবাদ দিয়ে শেষ করা যায়না । আপনার মত জটিল জটিল টিউন না করতে পারলেও আপনার সাথে আমার একটা মিল আছে ।
বলুন তো মিলটা কি ?

ভাইয়া আপনার টিউন আমার সব সময়ই ভাল লাগে। IDM এই vartion কি full না beta? আর 5.19 vartion চেয়ে কি বেসি সুবিধা পাওয়া যাবে? ভাল থাকবেন।

আমার কাছে নতুন ভার্সনের একটা প্যাচ ছিল এইটা দিয়া প্যাচও হইত। এমনকি আইডিএম রেজিষ্টাট হইয়া ডাউনলোড করাও যাইত 🙂 । বাট একটা মেসেজ দিত “আপনি আইডিএম এর ক্রাক ভার্সন ব্যবহার করছেন” মেসেজে ওকে করলে কিনে নেওয়ার জন্য ওয়েবসাইট দেখাইয়া দেয় 🙁 । আর ওকে না কইরা কোথায় সরায়ে রাখলে কোনও সমস্যাই হইত না।
বাট এখন আমার হাসান ভাইয়ের টিউন থেকে ক্রাক ডাউনলোড কইরা সার্থক হইলাম 🙂 । এইজন্য অবশ্য আমি আপনাকে ধন্যবাদ দেবনা 🙂 । ধন্যবাদ দেব আমার হাসান যোবায়ের ভাইয়াকে 😀 ।

ধন্যবাদ ধন্যবাদ

উপরে কত কমেন্ট !!! ………… আমি কি লিখব?
৩ তারিখ পরীক্ষা !

Level 0

জটিল হয়েছে । আর idm এর জন্য ধন্যবাদ।।

Level 0

it’s not working in my xp 🙁

Level 0

IDM সবার মাথা খারাপ করে দিছে>>>>>>>>>>>

ধন্যবাদ হাসান ভাই

ভাই ধন্যবাদ

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আপনাকে অনেক ধন্যবাদ।আমি গতকাল IDM ডাউনলোড করেছি।আমি গতকাল সফল ও হয়েছি।কিন্ত আজকে বার বার নীচের এই লেখাটা দেখাইতেছে।
IDM has been registered with a fake serial Number or the serial Number has been blocked .IDM is exiting…

এখন চিত্রের মতো ১ ও ২ ধাপের কাজ সম্পন্ন করুন।
তারপর সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করে নিন।
আমি ১ এবং ২ তে ক্লিক করে সিরি্যাল নম্বর কপি করে পেষ্ট করেছি।আমি কি ঠিক করেছি?
বুজিয়ে বলবেন কি?
আমি কম্পিউটার ইউজার হিসাবে নতুন।Help me please……….

Level 0

I'm sorry.
আমি http://www.fileserve.com/file/q4vZxZE/Internet_Download_Manager_6.05_Build_8_Final_+_KeyGenPatch.rar
এটা ডাউলোড় করে সেট আপ করতে গেলেই আগের
IDM has been registered with a fake serial Number or the serial Number has been blocked .IDM is exiting…এ লেখাটি দেখাচ্ছে।এবং পরে একটা window দেখাচ্ছে
First Name:
Last Name:
Email :
Serial Number:
আমি KeyGenPatch.rar এখান থেকে সিরিয়াল নম্বর নিয়ে পেষ্ট করেছে কিন্ত একই ভাবে আগের লেখাটা আসতেছে।
আমারতো মাথা খারাপ হওয়ার অবস্হা ।আপনি যদি Screen Shot দিতেন তাহলে হয়তো আমার মত নতুন ইউজাররা উপকৃত হতো।
আমি জানিনা আমি কি করবো?তবে আপনার টিউনটাতে অনেকে উপকৃত হয়েছে।এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আমার মনে হয় আমাকে দ্বারা হবেনা।
ভাল থাকুন।যদি কোনভাবে সমস্য সমাধান করা যায় জানাবেন কি?আমি ব্যবহার করি windows xp

Level 0

কঠিন পোস্ট, এক্কেবারে তুলনাহীন

Level New

bhai, ami patch server check a click korle “Patching Failed: Can’t find the pattern, wait for next ReleaseVersion!” ai comments ase. Pls solve the problem’