উইন্ডোজ এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার [পর্ব-০১] :: উইন্ডোজ সফটওয়্যার

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুনাময় মহান আল্লাহ'তাআলার নামে শুরু করছি।

আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মেহেদী হাসান মামুন। শুরু করতে যাচ্ছি নতুন চেইন টিউন যদি আমার টিউন গুলো টেকটিউনের মনের মত হয় তাহলেই আমি চেইন টিউনটি এগিয়ে নিয়ে যেতে পারব ইনশাহ আল্লাহ। টেকটিউনে অনেক টেক বিশেষজ্ঞ আছেন। তাদের উন্নত উন্নত টিউন গুলো দেখে মন ভরে যায়। তাদের থেকেই শেখা কিছু সফটওয়ার নিয়ে কি ভাবে আলোচনা করতে হয়। কি ভাবে একটা সফটওয়ার নিয়ে বিস্তারিত লেখা যায়। টেকটিউনে টিউন করতেও ভয় পাই। এখানে অনেক অনেক জ্ঞান জন আছেন। কোনো কথায় যদিউ তারা মনে কষ্ট নিয়ে ফেলেন তাহলে তো সমস্যা। সেই জন্য টিউন করতে কিছুটা ভয়ের মধ্যে থাকি। তা ছাড়া অনেক কিছুই মেনে টিউন করতে হয়। অনেক কথা বলে ফেললাম এবার টিউনে চলে যাই।

আজকের টিউনের আলোচনার বিষয় হলো

Gridinsoft Anti-Malware

TechTunes

চলুন বিস্তারিত যেনে নেয়া যাক। এই গ্রিডসফট এন্টিম-ম্যালাওয়ার সম্বন্ধে।

Gridinsoft এন্টি-মালওয়্যার ম্যালওয়ার একটি বিরোধী অসামান্য সমাধান। এটি কার্যকর, দ্রুত এবং নির্ভরযোগ্য। এই সফটওয়ারটি আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলি দিয়ে চূড়ান্ত সমাধান পাওয়া যা কোন ম্যালওয়ারের লুকিয়ে থাকার সুযোগ দেয় না। এটি ম্যালওয়ার প্রোগ্রাম সংশোধনগুলি ম্যালওয়ার দ্বারা চালু করা হয়েছে এবং regrettably কিছু অ্যান্টি-ভাইরাস স্ক্যানার দ্বারা সুপরিচালিত যে প্রায় একে উপেক্ষা করে যেতে পারবে না।

সিস্টেম ইন্টারনেট ওয়ার্ম, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, রিমোট-অ্যাক্সেস ট্রোজান এবং অন্যান্য সমস্যা জনিত অ্যাপ্লিকেশনের জন্য বুট-টাইমে লোড করা সকল বিষয় গুলো স্ক্যান করে। Gridinsoft এন্টি-মালওয়্যার সম্পূর্ণ নতুন সংস্করণ এবং উচ্চ গতির প্রোগ্রাম স্ক্যান করতে পারে। আপনার প্রোগ্রামে pro-active মোডে কোন স্লো-ডাউন এর সমস্যা নাই। GridinSoft এন্টি ম্যালওয়ার আপনি যেকোনো সময় এটি প্রয়োজনে আপডেট করতে পারবেন।

গ্রিডসফট এন্টি-মালওয়্যার অ্যাক্টিভেশন কোড এমন কিছু ক্ষেত্রে সহায়তা করে যেখানে অনেক নামি দামি অ্যান্টি-ভাইরাসও ধরা পড়ে। ২১২ ঘন্টার গ্রিডিনসফট ডাটাবেসে এটি যোগ করা হয়েছে। একবার ম্যালওয়ার সনাক্ত করার পর আপনি আপ টু ডেট ডেটা ভিত্তি এবং ইন্টেলিজেন এলগরিদম আপনার কম্পিউটার ম্যালওয়ার মুক্ত থাকতে সাহায্য করে। কম কনফিগারেশন এর কম্পিউটার প্রোগ্রাম রান স্লো- ডাউন করে ফেলে।

Gridinsoft এন্টি ম্যালওয়্যার অ্যাক্টিভেশন কী এর মূল পার্থক্য আলাদা হয়। কম্পিউটার মিনিটের মধ্যে নিখুঁতভাবে এবং দৃঢ়ভাবে এই সফট দ্বারা সংশোধন করতে পারবে। সিস্টেম আপনার তথ্য ক্ষতির সব প্রচেষ্টা থেকে স্টপ এবং হুমকি সনাক্তকরণের পরে অবিলম্বে বাধা প্রদানে করে।

Gridinsoft এন্টি-মালওয়্যার কীজেন দেখাশোনা করে যাতে আপনি সমস্যা জনিত কম্পিউটার সফ্টওয়্যার থেকে ভাল পিসিগুলির নিরাপত্তা প্রদান করতে পারে। এটা হ্যাকার দ্বারা তৈরি গুপ্তচরবৃত্তি, বিরক্তিকর বিজ্ঞাপন মডিউল এবং অন্যান্য প্রোগ্রাম গুলোর এডস বন্ধ করতে আপনাকে সাহায্য করতে পারবে। আপনার পি.সি. এর উপর একটি নির্ভরতা এবং রিকভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন যেটি যে কোনো সমস্যায় কাজে লাগবে। যদি কোনো সন্দেহকৃত সফটওয়ার এর অফার দ্বারা আক্রান্ত হন তাহলে এই ম্যালওয়ার আপানাকে সেই সন্দেহ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

এবার চলুন দেখে নেয়া যাক কি ভাবে ইন্সটল করতে হয়

  • প্রথমে এডাউনলোড লিংক টিউমেন্টে
  • এবার ডাউনলোড লিংক টিউমেন্টে
  • ইন্সটল করুণ এবং কিজেন রান করুণ
  • এবার লাইসেন্স বাটনে ক্লিক করুণ
  • এবার এখান থেকে একটিভেশন কপি করে পেষ্ট করুণ
  • এখন গ্রোগ্রামটি ক্লোজ করেন আবার চালু করুণ
  • ব্যাস কাজ শেষ আপনি সফল ভাবে একটিভ করতে পেরেছেন

একটিভ হলে এই রকম আসবেঃ

TechTunes

এন্টি-ম্যালাওয়ার এর সমস্যা থেকে রেহাই পেতে চাইলে এই প্রোগ্রামটি কাজে আসবে।

পরিশেষে কিছু কথা বলিঃ নিজের মেধাকে কাজে লাগান। আপনিও সফল হবেন কপি নয়। নিজে হাতে লিখুন মাথা খাটিয়ে না পারলে আগে শিখুন। তার পরে টিউন করুন কিন্তু কপি আপনার সুন্দর প্রতিভা নষ্ট করে দেয়। আপনিও যে পারেন সেটা সবাইকে করে দেখান। হ্যাঁ, আপনিও পারবেন। চলুন কপি করা থেকে বিরত থাকি। কপি মুক্ত ব্লগ গড়ি, সুন্দর এবং ঝামেলা বিহীন অনলাইন পরিচালনায় সাহায্য করি

অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য। আর হ্যাঁ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে সামনের টিউনে। ভালো থাকুন, সুস্থ্য তাহুন, মেতে থাকুন প্রযুক্তির সুরে। আমি মেহেদী। আল্লাহ হাফিজ।

যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করতে পারেন।

প্লাস করুন আমাকে
ফলো করুন আমাকে
মেসেজ করুন আমাকে
ট্রিক্স বিষয়ক টিপস পেতে এখানে ক্লিক করুন

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস