আপনি নিশ্চিত চমকাইবেন যদি না জেনে থাকেন!(মিস করছেনতো মরছেন)

ইদানিং দেখছি কোয়ালিটি টিউন খুজেই পাওয়া যাচ্ছে না। আর হইলেও দুই-একটা! এর কারন কি? আশা করি সবাই টিউন করে প্রানবন্ত করে তুলবেন টেকটিউনস কে।

বর্ষার দিনে যখন বৃষ্টি হয় নিশ্চই আপনার তখন ছুয়ে দেখতে মনে চায়? টিনের চালে বৃষ্টির শব্দ কখনও শুনে দেখেছেন? এটা এমনই শ্রুতি মধুর রিমঝিম শব্দ যা ইট কাঠের দালানে কখনও অনুভব করা সম্ভব না। শুধুই কি বৃষ্টির শব্দ? সাথে আছে বজ্রপাতের শব্দ,বিদ্যুৎ চমকানো আরও কত কি! আর এসব কিছুই সৃষ্টি কর্তার অপার লীলা খেলা।

আমার এত ভুমিকার প্রধান কারন হলো বৃষ্টির যে মাধুর্য্য তা ফুটিয়ে তোলা। আজকে আমি যে জিনিষের খোজ দিব তা দিয়ে আপনার কম্পিউটারেই দুধের স্বাধ ঘোলে মিটানোর মতো বৃষ্টির স্বাধ কিছুটা মিটাতে পারবেন। ভাবছেন কিভাবে? তাহলে চলুন দেখি কিছু ছবি।

মোট কথা আপনি যদি এই স্ক্রিন সেভারের সাথে পুর্ব পরিচিত না থাকেন তাহলে চমকাতে বাধ্য। আমি একবার কলেজে কম্পিউটার ল্যাবে এটা চালু করেছিলাম। স্যার হঠাৎ করে বলে আরে কম্পিউটারে পানি ঢেলেছে কে? 😛 😛
বিন্দু বিন্দু পানির ফোটা ছাড়াও সাথে থাকছে বজ্রপাতের শব্দ, বিদ্যুৎ চমকানোর ঝলক ইত্যাদি।

ডাউনলোডঃ


Rainy Screen Saver 2.2। মাত্র ৭০০কেবি। সাথে দেয়া ক্র্যাক ফাইলে নিচের চিত্রের মতো Done বাটনে ক্লিক করে ফুল ভার্শন করে নিন।

আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যাক techtunes এ সাহিত্যের ছোঁয়া লেগেছে……………….techtunes ধীরে ধীরে প্রানবন্ত হয়ে উঠছে…………………..
অসীম ভালোবাসা রইলো……………………….

    হা হা হা
    সাহিত্য ইচ্ছা করলেই প্রকাশ করা যায়।
    চেষ্টা করবো সব টিউনে কিছুটা সাহিত্যের ছোয়া লাগাতে। 😛 😛 😆

Level 0

ধন্যবাদ টিউনটির জন্য। ইদানিং কতকগুলো টিউন দেখে দেখে মন্তব্য পড়ে মনে হয় টিটি সামুর সাথে দৌড় প্রতিযোগিতায় নেমে পড়েছে :(। কিন্তু আপনার টিউনটি দেখে আমার অনেক ভালো লাগলো। নিয়মিত টিউন করে একটু মনটাকে শান্তি দিবেন ভাইয়া 🙂 ভালো থাকবেন।

    ভাই আপনার টিউনও তো দেখছি না।
    আশা করি নতুন টিউন উপহার দেবেন। 🙂

    Level 0

    আসলে নতুন সাইট তৈরি নিয়ে একটু ব্যস্ত এবং ইন্টারনেট সংযোগটি বেশ জ্বালাতন করছে। অচিরেই আবার নিয়মিত টিউন করার চেষ্টা করবো। এখন শুধু টিউন পড়ে দুই একটা মন্তব্য করছি । 🙂

আজ আপনি যে সাহিত্য রস উপহার দিলেন তা খুব মিষ্টি এবং খেতে খুব ভাল লাগছে…আশা করি আগামী তে আপনার কাছ থেকে আরও রসাল জিনিস পাব।:D

Level 3

দারুন

ভাই ফুল versin korte gele runtime error 75 দেখায় ki kori bolen to?

Level 0

ভাই কি যে দিলেন… মনে মনে এটাইতো খুছিচলাম ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাই আভিরায় যে ভাইরাস বলে চিল্লায়!! Rainy Screen Saver রান করাতে গেলেই সতরক বানী শোনায়।

Level 0

আর মাত্র ৪ রান 🙂
তারপর হবে সেঞ্চুরিয়ান

আশাহত হলাম 🙁

dl koi????????

আজি ঝর ঝর মুখর বাদল দিনে ……………….

অনেক চেস্টা করলাম উইন্ডোস ৭ এ কাজ করে না

Vai Kaj to kore na XP teo

কাজ করে উইন ৭/এক্সপি সব এ কি ন্তু প্রিভিউ দেখা যায় না তাই আমার ওলট পালট হইছে
ধন্যবাদ

ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

দারুন স্ক্রীনসেভার… 🙂

আপনার সেঞ্চুরি করতে মাত্র চার রান বাকি…আর আমার টোটাল মাত্র চার রান…হি হি…

হাসান ভাই কেমন আছেন অনেক দিন পরে আসলাম এসেই দেখলাম জটিল একটা স্ক্রীনসেভার আমাদের জন্য নিয়ে বসে আছেন উপহার হিসেবে …………

আরও একবার সলিড থ্যাংকস ।

এটা আসলেও খুব চমৎকার একটা স্ক্রীনসেভার। আমি ব্যবহার করতাম কিন্তু ওটা ছিল ট্রায়াল ভার্সন। আজ ফুল ভার্সন পেলাম। অসংখ্য ধন্যবাদ, হাসান ভাই 🙂

যোবায়ের ভাই আমার EST NOD32 Antivirius টি ভাইরাস দেখায়, এবং ফাইল টি খেয়ে ফেলে। কি করব বলে দিন প্লিজ।

ধন্যবাদ যোবায়ের ভাই, সবাই যখন ডাউনলোড করে ব্যবহার করতেছে আমার ও সমস্যা হওয়ার কথা না, কিন্তু ভাই এখন যে পাসওয়ার্ড চায়।

Done click করলে ই পাস.. চায়

ওয়াও জটিল মজা লাগছে স্ক্রিন টা। একদম সেইরকম……………… 🙂 🙂

ওই মিয়া পাইছ কি? আমার পিসিটারে নস্ট করার ধান্দা?? জরিমানা কিন্তু তোমার কাছ থিকাই লমু। ভাইবা দেখ।

দুঃখিত !! স্কিনসেভারটা খুব ভাল লাগল তাই কোন কমেন্ট করতে পারলাম না 🙁 ।

হাসান ভাই, আগে এই Soft ছিল কিন্তু Crack ছিল না, অনেক খুঁজেছি…
তাই আপনাকে Crack-সহ ধন্যবাদ…

অনেক আগে থেকে ছিল স্কিনসেভারটা।যাই হোক সবার সাথে সেয়ার করার জন্য ধন্যবাদ হাসান যোবায়ের ভাই।

jubayar vai pls help koran http://www.shutterstock.com ai side ta holo 1ta template distrebution side. ai side a adobe illustrator, photoshop & boro regulation ar picture paya jay. but ai side thakay agulo collection kortay holay ai side a account kortay hoy. jar jonna cradit card a onak balance lagay. amar tow mony bag ai balance nai cradit card pamu koi. tai sobai ray koitasi pls pls kau jodi amakay “sutterstock” ar account ar password collect koira dita parban kau?

ধন্যবাদ।

Level 0

এটা আগেও ব্যবহার করেছিলাম,কিন্তু তুমি যেভাবে উপস্থাপন করলা তাতে আমার কছে সফটওয়্যার টার চাইতে তোমার টিউনটাই বেশী পরিপূর্ণ মনে হলো।
(ইদানিং দেখছি কোয়ালিটি টিউন খুজেই পাওয়া যাচ্ছে না। আর হইলেও দুই-একটা! এর কারন কি? আশা করি সবাই টিউন করে প্রানবন্ত করে তুলবেন টেকটিউনস কে।)তোমার সাথে আমিও আশা করছি এভাবেই সকলে মিলে টেকটিনসের সাথে থেকে টেকটিউনসকে আরও সমৃদ্ধ করে তোলা সম্ভব।
ধন্যবাদ…………………… &
CARRY ON………………..

অনেক ধন্যবাদ।

ধন্যবাদ টিউনটির জন্য।

ভাই মনে হইতেছে বৃষ্টিতে ভিজি ।

Level 0

মেঘ না চাইতেই বৃষ্টি। 😛

ধন্যবাদ শেয়ার করার জন্যে।

অসাধারন পোষ্ট। অনেক ধণ্যবাদ।

Level 0

TnQ
না দেখলে সত্যিই মিস করতাম।

Level New

ভাই ফাতাইয়া দিলেন তো সব।