Valentine’s Day Natok Special সব গুলা নাটক একসাথে Dowload খুব সজেই করুন

Valentine's Day Natok Special.
সময়ের কারনে তেমন কোনো নাটক দেখা হয় নি তার ভিতরে যতোগুলো দেখছি তা নিয়েই আজকের টুকি টাকি।

১/ ছোট্ট পাখির বাসা
ডিরেক্টর- মাবরুর রশিদ বান্নাহ
অভিনয়- অপুর্ব, মেহজাবিন
#মতামত : এই ভ্যালেন্টাইনে যতোগুলো অপুর্ব নাটক করছে সবথেকে এটাই বেশি ভাল্লাগছে, বর্তমান সমাজে ধর্ষন নিয়ে তেমন কোনো নাটক সিনেমা হয় না, তাদের নিয়ে ২/১ দিন হয়তো আমরা সোসাল মিডিয়ায় টিউনের ঝড় তুলি তারপর আবার ভুলে যাই।
আর সবথেকে ভালো পার্ট ছিল নাটকের ম্যাসেজ টা, আমরা ধর্ষকদের ছবি টিউন না করে টিউন করি যেই মেয়েটি ধর্ষিত হয় তার যেটা খুব ই বাজে ১ টা কাজ।
ধর্ষকদের থেকেও বাজে কাজটা আমরা করে থাকি, তার পুরো জীবন টা শেষ করে দেই।
রেটিং - ৫/৫

২/দেয়ালের ও পাশে
অভিনয়- মুশফিক, পার্শা
ডিরেক্টর - তৌহিদ আশরাফ
#মতামত- এই ভ্যালেন্টাইনের সবথেকে সুন্দর নাটক, যেমন স্ট্রং ছিল কনটেন্ট, তেমনি ছিল বিজিএম আর গানটা পুরো হার্ট টাচিং ১ টা ব্যাপার।
মুশফিক ভাইকে আমি এই প্রথম প্রধান নায়কের ভুমিকায় দেখলাম আর প্রথমটাই ছক্কা।
একটা ব্যাপার লক্ষ করলাম যতোগুলা RJ নিয়ে নাটক হয়েছে তার সবগুলাই লাভ স্টরি জনরার + কষ্ট কষ্ট ১ টা ব্যাপার থাকে,
অভিনয়ে কিছুটা ঘাটতি ছিল তাছাড়া সবকিছু ১দম পারফেক্ট।
রেটিং - ৪.৮/৫

৩/ভালো ফ্যামিলির ছেলে -
ডিরেক্টর- মবরুর রশীদ বান্নাহ্
অভিনয়: নিশো, সবনম ফারিয়া।
#মতামত- ভালো ফ্যামিলির ছেলেরা এইটা পারেনা, ভালো ফ্যামিলির ছেলেরা ওইটা পারেনা, আশলেই ঠিক তারা আর মধ্যবিত্তদের ভিতরে কোনো তফাৎ নেই তাদের সবকিছু মেপে করতে হয়, মেপে বলতে হয়।
কিন্তু নাটকে যেই সততা দেখানো হয়েছে তা শুধু নাটকেই মানায় বাস্তবে তার পুরো উল্টো।
রেটিং: ৪/৫

৪/এক্স বয়ফ্রেন্ড -
ডিরেক্টর : কাজী আরেফিন অমি
অভিনয়- আরফান নিশো, তানজিন তিশা
#মতামত: এক্স গার্লফ্রেন্ডের সফলতার কারনে অমি ভাই এক্স বয়ফ্রেন্ড করলেন ২ টাই ১ কথায় অসাধারন ছিল, নিশো ভাইর অভিনয় নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই বর্তমানে তার ফ্যানবেইজ অন্য সবার থেকে বেশি।
নাটক নিয়ে বলতে গেলে কনটেন অনেকটা বাস্তবিক, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়ান্স থেকে বলছি ব্রেকআপের পর GF/BF সুন্দর হবেই :-\
এখানে নাটকেও এটাই তুলে ধরা হয়েছে, নিশো ভাইর এন্ট্রিটাই পয়সা উসুল টাইপ ১টা ভাব চলে আসে।
রেটিং- ৪.৫/৫

৫/আন এক্সপেক্টেড স্টরি
ডিরেক্টর- মাবরুর রশিদ বান্নাহ
অভিনয় - আরফান নিশো, মেহজাবিন।
#মতামত- আনএক্সপেক্টেড স্টরি যেটাকে বলে নাটকে ঠিক সেটাই হয়েছে, অবশ্য নিশো ভাইকে সরল সোজা ক্যারেক্টারে সেই মানায়, এই নাটকেও সরল থাকে।
গল্প- মেহজাবিনকে নিয়ে পালায় কিন্তু পকেটে ২ হাজার টাকার মতো থাকে কার্ড ও ব্লক করা, ওইদিকে ভুয়া গয়না নিয়ে পালিয়ে আসছে 😀
রেটিং- ৪.৫/৫

৬/পুরুষের কান্না"
পরি- মাবরুর রশিদ বান্নাহ
অভি- আফরান নিশো, তানজিন তিশা।
#মতামত - প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করার মতো নাটক কিন্তু শেষের তিশার দেওয়া এক্সকিউজটা লেইম ছিল, এমন এক্সকিউজ আরো অনেক নাটকে দেখছি তবে হা শুরু থেকে তিশার বদমেজাজি অভিনয় খুব ভাল্লাগছে।
রেটিং- ৪.৫/৫

৭/ছেলেটা বেয়াদব ২ আবারো"
পরি- মাবরুর রশিদ বান্নাহ
অভি- আফরান নিশো, তানজিন তিশা।
#মতামত- যারা ছেলেটা বেয়াদবের প্রথম পার্ট টা দেখেন নি তারা প্লিজ সেটা দেখে নিবেন।
নিশো-তিসার ক্যামেস্ট্রি বরাবর ই খুব ভাল্লাগে আর যদি এমন কনটেন হয় তাহলে তো কথাই নেই।
নাটক থেকে ১টা জিনিস বুজলাম দুনিয়ার সব কিছু ভালো করতে পারলেও কোনো রাজনিতীবিদ দের ভালো বানানো জায় না 😀
রেটিং - ৪/৫

৮/ভাই প্রচুর দাওয়াত খায়"
পরি- মহিদুল মহিম
অভি- আফরান নিশো, মেহজাবীন।
#মতামত- শুরু থেকে এতো হাসি ঠাট্টা দিয়ে নাটক টা শুরু করলাম কিন্তু শেষমেস এমনটা হবে তা কল্পনাও করিনি :-(আশলে সবকিছুই ভাগ্যের উপরে নির্ভর, সমাজে এমন হাজারো গল্প আছে ২জন ২জনকে মন থেকে ভালোবাসার পরো তাদের আর একসাথে থাকা হয় না।
রেটিং - ৪.৬/৫

৯/সেন্ডেল - আফরান নিশু & মেহেজাবিন
পরিচালনায়- সাজ্জাদ সুমন
#মতামত- মেয়ের পিছনে ঘোরার কারনে মেয়ে স্যান্ডেল দিয়ে কয়েকটা বারি দিয়ে তা দান করে যায় এগুলো আশলে বাস্তবে হয় না তবে নাটক তো বিনোদনের জন্য সো সবকিছু বিনোদন হিসেবেই নিন।
রেটিং- ৪/৫

১০/তুমি বললে
অভিনয়- অপুর্ব, সাফা কবির
ডিরেক্টর -মাহমুদুর রহমান হিমি
#মতামত- অপুর্বর সাথে সাফাকে তেমন ১টা মানায় না তার উপর যদি এমন খচ্চর মার্কা ১ টা ক্যারেক্টর প্লে করে তাহলে তে আরো জগন্য লাগে তবে হা কনটেন স্ট্রং ছিল অভিনয় ভালো ছিল সময় নষ্ট হবেনা এটুকু বলতে পারি।
রেটিং- ৪.৫/৫

১১/মনছুয়ে
অভিনয়- শাওন, স্পর্শিয়া
পরিচালক- শরাজ দেব
#মতামত- বর্তমানে উয়াঙ্গেস্ট যতোগুলো অভিনেতা আছে তার ভিতরে সবথেকে পছন্দের অভিনেতা শাওন।
কিন্তু আফসুস কেন জানি ডিরেক্টর রা তাকে ব্যবহার করেনা :-(মনছুয়ে, এটাকে আশলে নাটক না বলে সর্টফ্লিম বল্লে বেশি ভালো হয়,
স্পর্শিয়ার অভিনয় এখনো বাজে কিন্তু দেখতে এতো কিউট মেয়েটা যে অভিনয়ের দিকে খেয়াল ই থাকেনা :-(রেটিং - ৪/৫

১২/মাফলার
অভিনয়- অপুর্ব, তিশা
ডিরেক্টর- শোহেল আরমান
#মতামত- সাইন্স ল্যাবে প্রাকটিক্যাল ক্লাস চলাকালিন অন্ধ হয়ে যাওয়া একটি মেয়ে যে কিনা খুব সুন্দর মাফলার বানায় আর অপুর্ব থাকে গার্মেন্সের মালিক আর তার সেই মাফলার ভালো লেগে জায় তারপর মেয়েকেই ভালো লেগে যায়।
রেটিং- ৪/৫

১৩/ব্রেক আপ লিস্ট
অভিনয়- জোভান, তিসা
ডিরেক্টর- রুপকর বিন রউফ
#মতামত- বার বার ব্রেকআপ হওয়া রিলেশন গুলই বেশি স্ট্রং হয়ে থাকে এটা আশলেই সত্তি, তারা ঠিক ই সারাদিন ঝগরা করে কাটাবে কিন্তু দিন শেষে তাকে নিয়েই ভাব্বে।
আর ২ জনের অভিনয় ও ছিল অনবদ্ধ।
রেটিং- ৪.৭/৫

১৪/নয় অভিনয়
ডিরেক্টর- শোহেল আরমান
অভিনয় - অপুর্ব, তিশা
#মতামত-মোটামুটি মানের স্টরি, তবে শেষে ক্যান্সার দেখদেখানোটা এখন কেমন জানি নরমাল হয়ে গেছে, কোনো কিছুর কাহিনি না মেলাতে পারলেই ক্যান্সার এক্সিডেন্ট ঢুকিয়ে দেওয়া হয় :-\
রেটিং - ৪/৫

১৫/মায়ার বাধন
ডিরেক্টর-B.U. Shuvo
অভিনয় - নিশো, মেহজাবিন
#মতামত- পঙ্গু হলে যে কতোকিছু ফেস করতে হয় তা আশলে সেই ফ্যামিলিটা ছাড়া আর কেও জানেনা, আর নাটক সিনেমায় এমন বহুত দেখেছি যে নায়ক/নাইকা পঙ্গু হওয়ার পরো কারা কেও কাওকে ছেরে যায় না কিন্তু বাস্তবতা খুব কঠিন কয়েকদিন গেলেই হয়তো বুঝা যায় আশলেই তারা থাকে কি না, আর সেই জিনিস টা খুব সুন্দর করেই ফুটিয়ে তুলছে।
রেটিং- ৪.৬/৫

writing : Mohammad Jibon

 

All Natok Download Link


Level 0

আমি কায়ছার হামিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস