গুগল থেকেই ডাউনলোড করুন গুগল ক্রোমের অফলাইন ইন্সটলার

ইকটু আগে আমিনুল ইসলাম সজিবের টিউন টি পড়লাম। গুগল ক্রোম কে সফল করার জন্য গুগল কত কিছুই না করছে । বিজ্ঞাপন বানিয়ে ফেলেছে বেশ কয়েকটি। কিন্তু আমার মত যারা গুগল ক্রোম ব্যবহার করেন বা ইন্সটল করেছেন তারা জানেন এটা অনলাইনে ইন্সটল করতে হয়। এইটা একটা ঝামেলা মনে হয় আমার কাছে। তবে এই ঝামেলা থেকে মুক্ত হতেও পেরেছি। গুগল ক্রোমের অফলাইন ইন্সটলার ফাইল(সম্পুর্ণ সেটাপ ফাইল যেটা থেকে ইন্সটল করতে ইন্টারনেটের প্রয়োজন নেই) ডাউনলোড করেছি গুগল এর সার্ভার থেকেই। আপনিও নামাতে পারেন গুগলের সার্ভার থেকে ক্রোমের নতুনতম সংস্করনের অফলাইন ইন্সটলার। তার জন্যে আপনাকে এই লিঙ্ক টি যেতে হবে।তারপর আপনি নিজেই নামিয়ে নিতে পারবেন গুগল ক্রোমের সাম্প্রতিক সম্পুর্ণ ভার্সন।

Level 0

আমি দূরবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চেষ্টা থাকে ছোট জ্ঞানকেও বড় করে দেখার ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে।

Level 0

এটাইতো খুঁজছিলাম। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই। এটাই খুজছিলাম। সব মেশিনেতো আর সারাক্ষণ ইন্টানেট কানেকশন থাকে না। আপনার বদৌলতে তা পেয়ে গেলাম।

thanks

অসংখ্য ধন্যবাদ। কারণ আমি বাসায় প্রি-পেইড ইন্টারনেট ব্যবহার করি। গতকাল নেট থেকে গুগুল ক্রোম ডাউনলোড করে ইন্সটল হতে অনেক সময় নিয়েছে। খুব টেনশনে ছিলাম। কারণ গুগলক্রোম খুব লাগছে। বাসায় ইন্সটল করা অনেক ঝামেলা হয়ে যেত।

আমি বেশ অনেকদিন ধরেই গুগল ক্রোম ব্যবহার করছি।গুগল ক্রোম আমার কাছে জটিল লাগে।এর সব কিছুই ভালো লাগে।আপনার টিউনটির জন্য ধন্যবাদ।অবশ্য আমি এই সেট আপ ফাইলটা আগেই পেয়েছি।