ধ্যানে মন নিয়ন্ত্রণ

মেডিটেশন কী? কেন মেডিটেশন করা প্রয়োজন?

learn meditation

মেডিটেশন হলো সচেতনভাবে দেহ মন এবং মস্তিষ্কের শিথিলায়নের একটি আধুনিক বৈজ্ঞানিক এবং সহজ প্রক্রিয়া। মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে শিথিল এবং মন ও মস্তিককে প্রশান্ত করতে পারি। ফলে টেনশন অস্থিরতা মুক্ত হয়ে আমরা সচেতনভাবে দেহ-মনে সুখানুভূতি তৈরি এবং সবসময় তা উপভোগ করতে পারি। ফলে দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ আমরা করতে পারি আনন্দ নিয়ে এবং পেতে পারি সহজ সাফল্য। অর্থাৎ শারীরিক মানসিক বৈষয়িক প্রতিটি ক্ষেত্রে প্রশান্তিতে থাকার জন্যে, সফল হওয়ার জন্যে আমাদের শরীর মন মস্তিষ্কের যে অনুকূল অবস্থা হওয়া প্রয়োজন মেডিটেশন হচ্ছে দেহমনে সে অবস্থা সৃষ্টির একটি সহজ বৈজ্ঞানিক প্রক্রিয়া।

টেনশনের অভিশাপ থেকে দৈনন্দিন জীবনে আপনি মুক্ত থাকবেন মেডিটেশনের মাধ্যমে প্রশান্ত থেকে। টেনশনের কারণে সৃষ্ট শতকরা ৭৫ ভাগ মনোদৈহিক রোগ যেমন মাইগ্রেন, সাইনুসাইটিস, ঘাড়ে-পিঠে-কোমরে বা শরীরের যেকোনো স্থানে দীর্ঘদিনের ব্যথা, হজমের সমস্যা, আইবিএস, এসিডিটি, হৃদরোগ, ডায়াবেটিস, অনিদ্রা প্রভৃতি রোগগুলো থেকে আপনি পুরোপুরি নিরাময় লাভ করতে পারেন কোনো ওষুধ ব্যবহার ছাড়াই। আর অন্যান্য রোগ নিরাময়েও ওষুধ ও সার্জারির পাশাপাশি সুস্থ জীবন-দৃষ্টি এবং মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একজন শিক্ষার্থী হিসেবে আপনি মেডিটেশন করার মাধ্যমে শিখবেন অখণ্ড মনোযোগ ও অল্পসময়ে পড়া আয়ত্ত করার টেকনিক। একজন গৃহিণী হিসেবে আপনি মেডিটেশন করে পাবেন স্বামী সংসার সন্তান নিয়ে একটি সুখী পারিবারিক জীবন যাপনের আনন্দ। একজন পেশাজীবী হয়ে সবসময় মাথা ঠান্ডা রেখে আপনি নিতে পারবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আর একজন সফল মানুষ হওয়ার জন্যে মেডিটেশনে মনছবি চর্চা করে আপনি আপনার জীবনের যেকোনো চাওয়াকে পরিণত করতে পারেন স্বতঃস্ফূর্ত পাওয়ায়।

আর ইবাদত উপাসনায় একাগ্রতা বৃদ্ধির মাধ্যমে আত্মিক আধ্যাত্মিকভাবে আপনি অগ্রসর হতে পারেন ধ্যানের পথ ধরে। এভাবে একটি প্রশান্ত মন, সুস্থ জীবন ও কর্মব্যস্ত সুখী জীবন যাপনের জন্যেই আপনার প্রয়োজন মেডিটেশন করা।
আপনি নিচের লিঙ্ক থেকে বিনামূল্যে মেডিটেশনের অডিও, ইবুক সহ অনেক কিছু ডাউনলোড করতে পারবেন।Quantum method Bd Website

আমার ওয়েব সাইটে আপনারা আমন্ত্রিত। http://www.tantrik.tk

Level 0

আমি yusuf talukder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোয়ান্টাম মেথডের কৌশলগুলো সুন্দর। ধন্যবাদ টিউনের জন্য 🙂

Level 0

আপনাকে ভয়াবহ রকমের ধন্যবাদ । আমি প্রায় ৬ বছর আগে থেকে মেডিটেশন করে আসছি [ যদিও সবসময় নিয়মিত হতে পারিনি ]। এই বিষয়টা নিয়ে আমার টিউন করার ইচ্ছা ছিল, কিন্তু আমি টিউন করতে পারিনা বলে করা হয়নি । আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, সম্ভব হলে টিটির জন্য মেডিটেশন ও কোয়ান্টাম মেথড নিয়ে ধারাবাহিক টিউন করেন ।
ধন্যবাদ ।

    আপনাকেও ধন্যবা। ধারাবাহিক ভাবে টিউন করার চেষ্টা করব ।

Adobe illustrator (Full) Software এর লিংক কারো কাছে থাকলে দিলে উপকার হবে।

Namaz holo sorbosrestho beam.5ouakto Namaz aday koron sob tik takbe InsahALLAH

    ধন্যবাদ…. নামাজ বেহেস্তের চাবিকাঠি একথা টা ১০০% সত্য ….সহীহভাবে গভীর মনোযোগে নামাজ পড়তে হবে….. আপনি নামাজে দাড়ালেন আর আপনা মনোযোগ থাকল আপনার বাসার গেটে.. বা অন্য কোন চিন্তায়… তাহলে কি আপনার নামাজ হবে…..? মেডিটেশন আপনার ভেতর থেকে গভীর মনোযোগ সৃষ্টি করে…. মেডিটেশন বলতে আপনি কি বুঝেন? মেডিটেশন কি খারাপ কিছু…… …. আত্মনিমগ্ন হওয়ার, আত্ম সমালোচনার প্রক্রিয়াকে মেডিটেশন বলে…. এখানে কোন খারাপ কোন কথা নাই বা ইসলাম ধর্ম বা অন্য ধর্ম বিরোধী কোন কথা নাই…. আমি প্রায় ১ বছর ধরে মেডিটেশন করি…. আমি জানি মুক্ত বিশ্বাস বদলে দেয় জীবন…..

মেডিটেশান করে আসলেই মানসিক তৃপ্তি পাওয়া যায়। নামায সবচেয়ে বড় মেডিটেশান। বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের নামায সবচেয়ে ভাল মেডিটেশান করার সময়।তবে কোয়ান্টাম মেথড ব্যবসা করছে মেডিটেশানের নামে।ওখানে কোয়ান্টাম মেথড কে আলাদা ধর্ম আর গুরুজীকে সেই ধর্মের প্রফেট মনে করা হয়। 😕 সামু ব্লগে উদাসী সপ্ন নামে এক ব্লগারের প্রশ্নের উত্তরের ভয়ে গুরুজী ভক্তগুলো পালিয়ে গিয়েছিল।উনার কমেন্টটা ছিলঃ

উদাসী স্বপ্ন বলেছেন: যারা গুরুজীর ভক্ত তাদের কাছে কিছু প্রশ্ন, যদি উত্তর দিবার পারেন তাইলে মনে করুম আপনেরা যাগো বোকা কইছেন তারা আসলেই বোক, আর না পারলে আপনেরা আর ডেসটুনি ওয়ালার দুইটাই ধান্ধাবাজ কোচিং সেন্টার।

১) কোয়ান্টাম কথাটার সাথে আপনাদের কাজের কি সম্পর্ক?
২) কোয়ান্টাম প্রোপাগেশন কি আর কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের সাথে এর পার্থক্য বা দ্বৈততা কি?
৩) কোয়ান্টাম এনট্যাঙ্গলম্যান্ট বইলা একটা কথা আছে, সেই হিসাবে আপনেরা কি কোয়ান্টাম ফিজিক্সের সাথে সম্পর্কযুক্ত? যদি সেইটা হইয়াই থাকেন তাইলে কোয়োন্টাম লেভিটেশন কি কেউ কইরা দেখাইতে পারছে অথবা কোয়ান্টাম এনট্যাঙ্গলম্যান্ট দিয়া টেলিপোর্টেশন? যদি কোয়ান্টাম ফিজিক্স এর সাথে কুনো সম্পর্ক না থাকে তাইলে এর উত্তর দেবার দরকার নাই!
৪) এটার সাথে ধ্যান করার কি সম্পর্ক?
৫) খারাপ থাকলেও ভালো বলার চলটা ইসলামী একটা কায়দা হিসাবেই জানি। যে বান্দা সে যে অবস্হাতেই থাকুক সে যদি শুকুরআলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহ তার উপর রহমত বর্ষন করেন। তাহলে আমরা মুসলমানদের এরকম ৮০০০ টাকার মুল্যবান থিওরীটা গ্রহন করার কি দরকার?

http://www.somewhereinblog.net/blog/pakachul/29299216

বইগুলো পড়তে পারেন তবে কোর্স করে টাকা পানিতে ঢালার জন্য নিরুৎসাহিত করছি।

আপনি খেপছেন কেন আমিত সংগোরসো মলোক কিছো বলিনি

    আমি আপনার উপর রাগ করিনি…. কারন আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন

যিকির করা হল সবচে বড় মেডিটেশন। মহাজাতক এর কথার চেয়ে যিকিরে মনোযোগ দেন।