বিটটরেন্টে এর তালিম [পর্ব-০৫] :: ওয়েব ব্রাউজার দিয়ে টরেন্ট ডাউনলোড ও গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

কেমন আছেন টেকটিউনস জনগণ? আশাকরি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল না থাকবেন? কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।

বিটটরেন্ট তালিম চেইন টিউন কি এবং এতে কি কি আছে তা বিস্তারিত জানুন আমার বিটটরেন্টে এর তালিম চেইন টিউনের ঘোষণা থেকে

আজকে থাকছে এর ৫ম পর্ব। আপনি যদি এর অনন্যা পর্বগুলো এখনও পড়ে না থাকেন তবে এখনই অনন্যা পর্বগুলো পড়ে নিন। তা না হলে আপনি এই পর্বটি বুঝতে পারবেন না।

৭. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন

সব সময় ডেডিকেটেড ক্লায়েন্ট ব্যবহার করার ফলে আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। যেমন, ISP তাদের পোর্টগুলোর জন্য স্পীড কমিয়ে রাখতে পারে, কোন কোন টরেন্ট সফটওয়্যার থার্ড পার্টি সফটওয়্যার এর মাধ্যমে পরিচালনা হতে পারে যা আমি উপরে আলোচনা করেছি অথবা তাদের দৈনন্দিন ব্যবহারে অসুবিধে হতে পারে। এছাড়াও, টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার না করে এর বিকল্প কিছু পদ্ধতি রয়েছে যা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।

ওয়েব ব্রাউজার Opera 12.18 সর্বপ্রথম BitTorrent তাদের ব্রাজারে সাপোর্ট করানোর একটি পদক্ষেপ নিয়েছিল। এরপরেই,  Wyzo, এবং Web Torrent মতো আরও কিছু ব্রাউজার BitTorrent সাপোর্ট করার পদক্ষেপ নিয়েছে। ফলে আপনি আপনার ওয়েব ব্রাউজার থেকে সহজেই সমস্ত টরেন্ট কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনার ব্রাউজার থেকেই সকল টরেন্ট ম্যানেজ করতে পারবেন সহজেই। তবে এটাও সত্যি যে, টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার এ যে ফিচার গুলো রয়েছে আপনি সেই ফিচারগুলো আপনার ব্রাউজারে পাবেন না।

তারপরেও আপনি যদি এখনও আপনার প্রিয় ওয়েব ব্রাউজারটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে ব্যবহার করতে চান তবে কিছু এক্সটেনশনও রয়েছে যার মাধ্যেম আপনি আপনার ব্রাউজারে BitTorrent যুক্ত করতে পারবেন।

উদাহরণস্বরূপ, BitFox হচ্ছে একটি এক্সটেনশন যার মাধ্যেম আপনি আপনার Mozilla Firefox এ BitTorrent সাপোর্ট করাতে পারবেন।

৮. গোপনীয়তা রক্ষা করা টরেন্ট ডাউনলোড

BitTorrent এ অনেক সুবিধা থাকা সত্ত্বেও এটি এখনও একটি জনসাধারণের সাথে শেয়ার করার পদ্ধতি, নয় যার মাধ্যমে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন না। আর গোপনীয়তা রক্ষা হল এমন একটি ফিচার, যা এই টরেন্ট ইন্ডাস্ট্রিতে  আরও ডেভলোপ করা প্রয়োজন।

আর এ জন্য টরেন্টের খারাপ খ্যাতি রয়েছে যে শুধু তা নয় এটি ব্যবহার করাও অনিরাপদ। এছাড়াও টরেন্ট ব্যবহার করেই সহজেই ব্ল্যাক হ্যাট হ্যাকারেরা তাদের টার্গেট ভিক্টিম কে অ্যাটাক করতে পারেন। তারা একটি ভিক্টিমকে অ্যাট্রাক্ট করতে একটি নতুন টরেন্ট ফাইল তৈরি করে, তারপর সেই টরেন্ট ফাইলের একটি আকর্ষণীয় নাম দিয়ে থাকে যাতে সবাই এটি ডাউনলোড করে, এরপর ম্যালওয়্যার তৈরি  করে এবং সেই ম্যালওয়্যারটি অন্য একটি ফাইলের ভিতরে রাখে। ফলে আপনার কম্পিউটার সহজেই র্যানসমওয়ার বা ট্রোজান ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পার।

সর্বোপরি, কিছু ISP আপনার টরেন্ট কানেক্টশনটি ব্লক করে দিতে পারে এবং বেশির ভাগ ক্ষেত্রেই, তারা আপনার ইন্টারনেটের স্পীড কমিয়ে দিতে পারে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে, কপিরাইট হোল্ডাররা আপনার IP অ্যাড্রেস ট্রাক করতে পারে আপনার ISP এর সাহায্য ছাড়াই।

সেইফ ডাউনলোডিং প্রতিটি P2P-র ব্যবহারকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। কেননা আপনি গোপনীয়তা রক্ষার মাধ্যমে ম্যালিশিয়্যাস হ্যাকার থেকে বাঁচতে পারবেন, এছাড়াও ISP এর ব্যান্ডউইথ থ্রোটলিং এবং ক্রেজি কপিরাইট ভিজিল্যান্টস থেকে আড়ালে থাকতে পারেন সহজেই। আপনি যদি সিকিউরিটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন এবং যদি আপনি একজন সিরিয়াস টরেন্ট ব্যবহারকারী হন তবে গোপনীয়তা রক্ষার জন্য বিকল্প একটি ব্যবস্থা রয়েছে, আর সেটি হল Seedbox!

Seedbox সম্পর্কে জানবে আগামী ও শেষ পর্বে।

আগামী শেষ পর্বে থাকছে

আজকে আলোচনা করলাম

  • ৭. ওয়েব ব্রাউজার দিয়ে যেভাবে টরেন্ট ডাউনলোড করবেন
  • ৮. গোপনীয়তা রক্ষা করে টরেন্ট ডাউনলোড

আগামী শেষ পর্বে থাকছে

  • ৯. Seedbox কী এবং কীভাবে
  • ১০. টরেন্টের ভবিষ্যৎ: এর পরে কী হতে পারে?

সে পর্যন্ত ভালো থাকুন। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস