এবার পিসির সকল গুরুত্বপুর্ন ডাটা থাকবে ভাইরাসের হাত থেকে সুরক্ষিত এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড!! এসে গেছে “Iobit Proteced Folder v1.0”

আমরা আমাদের পিসির গুরুত্বপুর্ন অথবা গোপন ডাটা গুলো সংরক্ষন করতে অথবা ভাইরাসের হাত থেকে বাঁচাতে কত কি ই না করি। বিভিন্ন এন্টিভাইরাস ইউজ করি, সবার কাছ থেকে সংবেদনশীল ডকুমেন্ট গোপন করতে কত ফোল্ডার হাইডার অথবা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করি। যার বেশিরভাগই অত্যান্ত জটিল এবং ১০০% সিকিউরিটি দিতে পারে না যার ফলে ডাটা হারানোর সম্ভাবনা কিছুটা হলেও থাকে। কিছুদিন আগে আমি একটি অসাধারন সফটওয়্যার এর সন্ধান পাই যা আজ আপনাদের সবার সাথে শেয়ার করবো, সংগ্রহে রাখার মত একটি সফটওয়্যার। আশা করি আপনাদের সবারই ভাল লাগবে।

সফটওয়্যারটির নাম Iobit Proteced Folder v1.0, এটি তার নামের চেয়ে কামেই বেশি পারদর্শী। চলুন চলে যাই বিস্তারিত বর্ননায়।

১. এটি একটি ডিজিটাল ভল্টের মত, এর ভিতরে যা থাকবে তার সবই থাকবে সুরক্ষিত এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাই প্রথমে আপনাকে একটি পাসওয়ার্ড এবং রিমেম্বার হিন্টস দিতে হবে এবং তা মনে রাখতে হবে।

২. ADD অপশন এ গিয়ে আপনি নির্দিস্ট ফাইল অথবা ফোল্ডার এড করতে পারবে যেটি আপনি হাইড বা পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চান।

৩.  এছাড়া উপরের মত করেও ফাইল বা ফোল্ডার এড করতে পারবেন।

৪. আপনার লক করা ফাইল লিস্ট আপনি দেখতে পারবেন, প্রয়োজনে আনলক ও করতে পারবেন।

৫. সফটওয়্যারটিতে আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এবং সফটওয়্যারটি আনইন্সটল ও করতে পারবে না।

৬. তিন ধরনের সেটিং আছে এতে, ৩টি ই চালু রাখলে ফোল্ডার প্রোটেক্টেড এবং হাইড দুটোই হবে এবং কপি/ডিলিট/মডিফাই করা যাবে না,

শেষের দুটি চালু রাখলে, ফোল্ডার শো করবে বাট ফোল্ডারে এক্সেস করা যাবে না , এছাড়া কপি/ডিলিট/মডিফাইও করা যাবে না,

শুধু শেষেরটি চালু রাখলে কপি/ডিলিট/মডিফাই করা যাবে না বাট ফাইল পড়া যাবে অথবা চালু করা যাবে।

সুতরাং দেরী না করে নিচের লিঙ্ক থেকে ঝটপট $20 বা প্রায় ১৪০০ টাকা  মুল্যের  সফটওয়্যারটি ডাউনলোড করে নিন একেবারে ফ্রী!!!!

🙂

৭. প্যাঁচ ফাইল সাথে দেওয়া আছে। ইন্সটলের পর সিস্টেম ট্রে থেকে প্রোগ্রামটি ক্লোজ করুন, এরপর প্যাচ করুন। ডেস্কটপের আইকন ডিলিট করে ইন্সটলেশন ফোল্ডার থেকেই প্রোগ্রামটি চালু করুন।

৮. Registar ক্লিক করুন।

৯. একই সাথে  কীগেন টি চালু করুন, জেনারেট ক্লিক করুন এবং কোডটি কপি করুন।

১০. যথা স্থানে পেস্ট করে রেজিস্টার করে ফেলুন, সফটওয়্যারটি হয়ে যাবে আপনার।

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

--------------------------------------------------------------------

আমার কিছু জনপ্রিয় টিউন

১.  প্রাণী জগতের গরম ঠান্ডার ব্যাপার স্যাপার ও গরম এবং শীতের হাত থেকে বাঁচা (টেরা টিউন)।

২. আবারও রহস্য!!!! চলুন জেনে নেই ৮০০ বছর আগে ধংস হয়ে যাওয়া একটি রহস্যময় সভ্যতা, “ইনকা সভ্যতা” সম্পর্কে। (গিগা টিউন)

৩. চলুন জানি একটি রহস্যময় প্রাচীন চায়না সভ্যতা এবং অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য সম্পর্কে।(মেগা টিউন)

৪.  চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অশেষ ধন্যবাদ চমৎকার এই সফটটির জন্য …………..Josssssssss.

    অনেক ধন্যবাদ রাসেল ভাই।

চমৎকার একটি টিউন করেছেন। অনেক অনেক…………ধন্যবাদ। দেখি কতটুকু কাজ করে।

    অবশ্যই, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

দারুন…………………..

    অনেক ধন্যবাদ মর্তুজা ভাই।

Level 0

অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি সফটয়্যাট উপহার দেওয়ার জন্য। আর উপস্থাপনা করার পদ্ধতিটিই অনেক সুন্দর ।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই।

ঝাক্কাস…ডাউনলোড করছি এখনই…

Level 0

চমৎকার।

আকাশ ভাই, ৪-৫ বছর আগে এক বড়ভাইয়ের PCতে দেখেছিলাম একটা ফাট্টাফাটি Folder Lock Software. অনেক খুজেও আর ঐটা পাইনি। ঐটা ছিলো এরকম: Software টা PC তে Install থাকলে যেকোন Folder এর ভিতরে ফাকা জায়গায় Right Click করলে Add Password option টা আসতো। password set করার পর Folder খুলতে গেলে password দিয়ে খুলতে হত। এইটা কি একটু দেখবেন খুজে পাওয়া যায় কিনা ? পেলে খুব উপকার হয়।

ধন্যবাদ।

    ধন্যবাদ ট্রিপল এ ভাই, চেস্টা করবো।

Level 0

Vai register key kaj hoyna to… key ta bolben?

    কাজ হবে না কেন? টিউন ফলো করেন।

Level New

সাহায্য চাই, আমার একটি PDF File এর Password ভুলে গেছি। আমি সকাল থেকে password recovery করার জন্য চেষ্টা করতাছি কিন্তু হয়তাছে না । শেষ পর্যন্ত আপনাদের কাছে সাহায্য চাইলাম। কয়েকটা password Recovery ব্যবহার করেও সুফল পায় নাই। PDF file টা Password Prodected আছে। যদি কোন সুহৃদয় ভাইয়ের জানা থাকে আওয়াজ দিবেন ( [email protected]) .

Level New

আপনার টিউনটি খুব সুন্দর হয়েছে, প্রিয়তে রেখে দিলাম। যখন কাজে লাগবে তখন ব্যবহার করব।

    ধন্যবাদ মামুন ভাই।

Level 0

অন্যদের থেকে সিকিউরিড থাকবে বুঝলাম,কিন্তু ভাইরাস থেকে নিরাপদ থাকবে কেমনে,লক বা হাইড করে কি ভাইরাস থেকে দূরে রাখা যায়?

    আপনি যেমন ফাইল অথবা ফোল্ডারে এক্সেস/মুভ/ডিলেট করতে পারেন নি, ভাইরাস ও পারবে না। কিভাবে পারবে না সেই প্রোসেস কোম্পানী ভালো বলতে পারবে। ধন্যবাদ।

Level 0

বস্ সাহায্য করেন . প্যাচ করতে পারতেছিনা । আর আপনার ৭নং অপশনটা আরেকটু ব্যাখ্যা করে বলেন।। প্লিজ হেল্প……………

    প্রোগ্রামটা টোটাল মানে, সিস্টেম ট্রে থেকে ক্লোজ করুন, তার পর প্যাচ করুন। টিউন ফলো করুন, না পারলে আমি তো আছিই

দেখে তো মনে হচ্ছে খুব পাওয়ারফুল… 🙂

    ধন্যবাদ ইশতিয়াক।

অনেক প্রয়োজনিয় সফট এবং অতি সুন্দর একটি টিউন উপহার দিলেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    অনেক দিন পর আমার টিউনে আপনার কমেন্ট!!! অনেক ধন্যবাদ ধন্যবাদ আতাউর ভাই। এতদিন আপনার কমেন্ট অনেক মিস করেছি।

আপনি দেখছি প্রবাসী ভাইয়ের হাত ধরেছেন।
গুড গুড। চালিয়ে যান। 🙂

    ধন্যবাদ সাইফুল।

সফটওয়্যার ইন্সটল হয়না । ইরর্ দিচ্ছে। দয়া করে সমাধান দিবেন।

    সম্ভবত আপনার পিসির প্রবলেম, এখানে এত লোক ডাউনলোড করছে, ইন্সটল এ সমস্যা হলে অনেকে বলতো, আরেক বার ট্রাই মারেন।

এটা কি উইন্ডোজ নতুন করে ইনস্টল করলে এবং নতুন করে এই সফটওয়্যার ইনস্টল করে নতুন পাসওয়ার্ড দিয়ে ফাইল খোলা যাবে না? যদি খোলা যায় তাহলে লাভ কি?

    এত জটিল ভাবে কখনো চিন্তা করিনি, তাই নো কমেন্টস

যদি কাজ করে এবং ঠিকঠাক মতো ইনষ্টল হয়, তাহলে তো আলাদিনের চেরাগ!!!

ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনাকে।

    ধন্যবাদ মুন্না ভাই।

Level 0

আকাশ ভাই, অনেক ধন্যবাদ!!!!

    অনেক ধন্যবাদ আশরাফ ভাই।

Level 0

ভালো টিউনার হিসেবে আপনাকে একটা পুরষ্কার দিতে চাই।

এই নিন।আপনাকে ১০০০০০ ভার্চুয়াল ডলার দিলাম।

    Level 0

    সরাসরি মিডিয়া ফায়ার এর লিঙ্ক দিলে বেশি খুশি হতাম।কারন যে লিঙ্ক দিয়েছেন সেখানে যেয়ে ৪বার ঘুরে লিঙ্ক পেলাম।

    ধন্যবাদ মুকুট ভাই, আমি মিরর ক্রিয়েটর ইউজ করি। ডাইরেক্ট লিঙ্ক দেওয়া ওদের টার্মস এন্ড কন্ডিশনের মাঝে পরেনা, আইপি ব্যান হবার সম্ভাবনা থাকে। তাই আমি খুবই দুঃখিত

khub valo…..windows setup er por ki thakbe na pore file e khola jabe na….?

    ধন্যবাদ, ট্রাই করে দেখিনি।

Level 0

আকাশ ভাই, আমার পিডিএফ ফাইল তৈরীর ভাল একটি সফটোয়ার দেবেন।

ভাই মিডিয়া ফায়ার এর লিঙ্ক টা দিয়া সাহায্য মারেন। ডাউনলোড করতে পারছি না।plz plz plz

Level 0

ভাই অনেক ধন্যবাদ লিঙ্কটা দেয়ার জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ

এই সফটওয়্যারটিকে এন্টি ভাইরাস ভাইরাস হিসেবে সনাক্ত করছে। এটি কি ভাইরাস ইনপেক্টেড?

    না বেশিরভাগ ক্র্যাক অথবা প্যাচ ফাইলকে এন্টিভাইরাস ভাইরাস হিসাবে ডিটেক্ট করে, ভয় নেই, নিশ্চিন্তে ইউজ করতে পারেন।

শুধু লাইসেন্স চাই

    লাইসেন্স সাথে দেওয়া আছে।

    আমি শুধু লাইসেন্স ফাইলটা চাইছি। মানে শুধু লাইসেন্স ফাইলটা কোন খানে আপলোড করে দিতে বলছি

ডারুন কাজের পোসট thanks

Level 0

ভাই দারুন একটা সফটওয়্যার …………………আপনাকে অনেক ধন্যবাদ